সংক্ষিপ্ত

সারা বিশ্বের ফুটবল বিশেষজ্ঞরাই স্বীকার করেন, বিশ্বকাপের চেয়ে ইউরো কাপে প্রতিযোগিতার মান অনেক উঁচুতে। ইউরোপের সেরা ফুটবল প্রতিযোগিতায় সব ম্যাচেই হাড্ডাহাড্ডি লড়াই হয়।

শুক্রবার ভারতীয় সময় অনুযায়ী মধ্যরাতে শুরু হচ্ছে ইউরো কাপ। উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে আয়োজক দেশ জার্মানি। ২০১৪ সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই জার্মানির ফুটবলে পতন শুরু হয়েছে। ২০১৬ সালের ইউরো কাপ, ২০১৮ সালের বিশ্বকাপ, গত ইউরো কাপ এবং ২০২২ সালের বিশ্বকাপে ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি জার্মানি। তবে এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে জার্মান ব্রিগেড। ২০০৬ সালের বিশ্বকাপে দেশের মাটিতে ভালো পারফরম্যান্স দেখিয়েছিল জার্মানি। এবার ফের নিজেদের দেশে টুর্নামেন্ট। দর্শকদের শব্দব্রহ্মকে কাজে লাগিয়ে বিপক্ষ দলগুলিকে চাপে ফেলে দেওয়াই জার্মানির লক্ষ্য।

কতটা তৈরি আয়োজক দেশ?

এবারের ইউরো কাপ খেলেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে চলেছেন জার্মানির অভিজ্ঞ মিডফিল্ডার টনি ক্রুস। তিনি কেরিয়ারে অনেক সাফল্য পেয়েছেন। অবসর নেওয়ার আগে দেশের মাটিতে ফের চ্যাম্পিয়ন হওয়াই তারকা মিডফিল্ডারের লক্ষ্য। সদ্য রিয়াল মাদ্রিদের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। এবার ইউরো কাপও জিততে চান ক্রুস। তাঁর সতীর্থরাও দেশকে খেতাব এনে দিতে তৈরি। জামাল মুসিয়ালা ক্লাব ফুটবলে সাড়া ফেলে দিয়েছেন। ২০২২ সালের বিশ্বকাপেও নজর কেড়েছিলেন এই উইঙ্গার। এবার দেশের মাটিতে অন্যদের ছাপিয়ে যাওয়াই তাঁর লক্ষ্য। ইলকে গুন্ডোগান, ফ্লোরিয়ান উইর্ৎজ, জশুয়া কিমিচ, অ্যান্টনিও রাডিগার, লিরয় সানে, নিকলাস ফুলক্রুগ, এমরে চ্যান, কাই হ্যাভার্ৎজরাও ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি। অভিজ্ঞ স্ট্রাইকার টমাস মুলারের কথাও ভুলে গেলে চলবে না। ক্লাব ও আন্তর্জাতিক কেরিয়ারে অনেক সাফল্য পেয়েছেন মুলার। ফের দলকে সাফল্য এনে দেওয়াই তাঁর লক্ষ্য।

লড়াই করতে পারবে স্কটল্যান্ড?

ইউরো কাপের ইতিহাসে এখনও পর্যন্ত গ্রুপ টপকাতে পারেনি স্কটল্যান্ড। এবারও খুব বেশি আশা নেই। তবে লড়াই করার লক্ষ্যে জন ম্যাকগিন, স্কট ম্যাকটমিনেরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

UEFA EURO 2024 Exclusive: 'আমরা আশাবাদী ফের খেতাব জিতব,' বলছেন ইতালির বাঙালি ফুটবলপ্রেমী

Christian Eriksen: গতবারের দুঃস্বপ্ন অতীত, ফের ইউরো কাপে খেলছেন ক্রিশ্চিয়ান এরিকসেন

পাখির চোখ ইউরো, ২৬ জনের চূড়ান্ত দল ঘোষণা করলেন নেদারল্যান্ডস কোচ কোম্যান