৩টি ক্লাবের হয়ে উয়েফা সুপার কাপ চ্যাম্পিয়ন, নতুন ইতিহাস পেপ গুয়ার্দিওলার
পেপ গুয়ার্দিওলার হাত ধরে ইউরোপের সেরা ক্লাব হয়ে উঠেছে ম্যাঞ্চেস্টার সিটি। গত মরসুমে ত্রিমুকুট জেতার পর এবার নতুন মরসুমের শুরুতেই স্পেনের ক্লাব সেভিয়া এফসি-কে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতল ম্যান সিটি। নতুন ইতিহাস গড়লেন গুয়ার্দিওলা।
ইউরোপের ক্লাব ফুটবলে নতুন ইতিহাস গড়লেন ম্যাঞ্চেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা
বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও ম্যাঞ্চেস্টার সিটি, ৩টি ক্লাবের হয়ে উয়েফা সুপার কাপ চ্যাম্পিয়ন হলেন পেপ গুয়ার্দিওলা। তাঁর আগে অন্য কোনও কোচ এই নজির গড়তে পারেননি।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে স্পেনের ক্লাব সেভিয়াকে হারিয়ে দিয়েছে ম্যাঞ্চেস্টার সিটি
প্রথমবার উয়েফা সুপার কাপ জিতল ম্যাঞ্চেস্টার সিটি, ক্লাবের ইতিহাসে নতুন গৌরব
গত মরসুমে প্রথমবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতে ম্যাঞ্চেস্টার সিটি। এবার প্রথমবার উয়েফা সুপার কাপ জিতল এই ক্লাব।
ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট ও ইউরোপের টুর্নামেন্টে ম্যান সিটির জয়যাত্রা অব্যাহত
গত মরসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর এবার উয়েফা সুপার কাপও জিতে নিল ম্যাঞ্চেস্টার সিটি।
ক্লাব বিশ্বকাপ জেতাই পরবর্তী লক্ষ্য, জানিয়ে দিয়েছেন পেপ গুয়ার্দিওলা
এ বছরের ডিসেম্বরে হতে চলেছে ক্লাব বিশ্বকাপ। ইউরোপের চ্যাম্পিয়ন দল হিসেবে সেই টুর্নামেন্টে খেলবে ম্যাঞ্চেস্টার সিটি। ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ম্যান সিটি।
১ বছরের মধ্যে ৬টি টুর্নামেন্ট খেলে ৫টিতেই চ্যাম্পিয়ন হতে পারে ম্যাঞ্চেস্টার সিটি
কমিউনিটি শিল্ডে আর্সেনালের কাছে হেরে যায় ম্যাঞ্চেস্টার সিটি। না হলে ১ বছরের মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপের পাশাপাশি কমিউনিটি শিল্ডও জিতে নিত পেপ গুয়ার্দিওলার দল। তবে ক্লাব বিশ্বকাপ জেতার সুযোগ আছে।
ম্যাঞ্চেস্টার সিটির সাফল্যে বড় ভূমিকা আর্লিং হ্যালান্ড, জ্যাক গ্রিলিশের
২০১৭ সালে কলকাতায় অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া ইংল্যান্ড দলে ছিলেন ফিল ফডেন। এই তরুণ এখন ম্যাঞ্চেস্টার সিটির হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন।
অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ইউরোপের অন্যতম সেরা স্ট্রাইকার হয়ে উঠেছেন আর্লিং হ্যালান্ড
উয়েফা সুপার কাপের ৭২ ঘণ্টারও কম সময়ের মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে হবে ম্যাঞ্চেস্টার সিটিকে। এই সূচি নিয়ে প্রকাশ্যে ক্ষোভপ্রকাশ করেছেন পেপ গুয়ার্দিওলা।