তাহলে তাঁর হাতেই যাচ্ছে ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের দায়িত্ব? থমাস হতে পারেন নতুন কোচ

Published : Oct 16, 2024, 01:04 AM IST
তাহলে তাঁর হাতেই যাচ্ছে ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের দায়িত্ব? থমাস হতে পারেন নতুন কোচ

সংক্ষিপ্ত

পেপ গার্দিওলাকে ইংল্যান্ড কোচের প্রস্তাব দিলেও তিনি তা প্রত্যাখ্যান করেছেন।

লন্ডন: জার্মান কোচ থোমাস টুশেল ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের নতুন কোচ হতে পারেন। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন এবং টুশেলের মধ্যে আলোচনা চূড়ান্ত পর্যায়ে বলে জানা গেছে। ইউরো কাপের পরে পদত্যাগ করা গ্যারেথ সাউথগেটের স্থায়ী বিকল্প এখনও নিযুক্ত হয়নি। বর্তমানে ইংল্যান্ডের অন্তর্বর্তীকালীন কোচ রয়েছেন। গত মরসুমে বায়ার্ন মিউনিখ থেকে বরখাস্ত হওয়ার পর টুশেল কোনও দলের দায়িত্বে নেই।

পেপ গার্দিওলাকে ইংল্যান্ড কোচের প্রস্তাব দিলেও ম্যানচেস্টার সিটির কোচ তা প্রত্যাখ্যান করেছেন। এরপরেই ইংল্যান্ড এফএ টুশেলকে বিবেচনা করে। চেলসিকে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী করেছিলেন থোমাস টুশেল।

ম্যানচেস্টার ইউনাইটেডের গ্লোবাল অ্যাম্বাসেডর পদ থেকে অ্যালেক্স ফার্গুসনকে অব্যাহতি দেওয়া হচ্ছে। এই মরসুম শেষে ফার্গুসনের সাথে ইউনাইটেডের চুক্তি শেষ হবে। বায়াসি বছর বয়সী ফার্গুসন ২৭ বছর ইউনাইটেডের কোচ ছিলেন। ২০১৩ সালে পদত্যাগের আগে ১৩ বার প্রিমিয়ার লিগ এবং দুইবার চ্যাম্পিয়ন্স লিগে ইউনাইটেডকে চ্যাম্পিয়ন করেছিলেন। কোচিং থেকে অবসর নেওয়ার পরেই ইউনাইটেড ফার্গুসনকে ক্লাবের গ্লোবাল অ্যাম্বাসেডর করে।

চুক্তি শেষ হলেও, ভোটাধিকারবিহীন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে ফার্গুসন ইউনাইটেডে থাকবেন।
 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

কয়েক ঘণ্টা পরেই দ্বিতীয়বার কলকাতায় পা রাখছেন মেসি, বরণ করতে তৈরি তিলোত্তমা
Lionel Messi: ম্যাজিশিয়ান আসছেন ভারতে! মেসির সঙ্গে একটি ছবি তোলার খরচ জানেন?