ফের পিছিয়ে গেল শুনানি, শনিবার কলকাতা ডার্বিতে খেলতে বাধা নেই আনোয়ার আলির

জাতীয় দল ও ইস্টবেঙ্গলের ডিফেন্ডার আনোয়ার আলিকে নিয়ে জটিলতা অব্যাহত। প্লেয়ার স্ট্যাটাস কমিটি এখনও এই ডিফেন্ডারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি।

ইস্টবেঙ্গলের আইনজীবী অসুস্থ থাকায় ৩০ সেপ্টেম্বরের বদলে সোমবার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু এদিনও আনোয়ার আলির শুনানি স্থগিত হয়ে গেল। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি সোমবারও কোনও সিদ্ধান্ত নিতে পারল না। আগামী সপ্তাহে ফের শুনানি হতে পারে। ২২ বা ২৩ সেপ্টেম্বর শুনানি হতে পারে। তার আগে শনিবার আইএসএল-এ কলকাতা ডার্বিতে মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। সেই ম্যাচে লাল-হলুদ রক্ষণ সামলাবেন আনোয়ার। সোমবার শুনানি না হওয়ায় তাঁর কলকাতা ডার্বিতে খেলতে সমস্যা নেই। সম্প্রতি জাতীয় দলের হয়ে ভিয়েতনামের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচে খেলেছেন আনোয়ার। এই ম্যাচে তাঁর গোললাইন সেভের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ইস্টবেঙ্গল সমর্থকদের আশা, কলকাতা ডার্বিতেও একইরকম পারফরম্যান্স দেখাবেন এই ডিফেন্ডার। লাল-হলুদ শিবির সোমবার শুনানির দিকে তাকিয়েছিল। শুনানি স্থগিত হয়ে যাওয়ায় ইস্টবেঙ্গল সমর্থকরা খুশি।

আনোয়ারের খেলতে সমস্যা নেই

Latest Videos

প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছ থেকে নো-অবজেকশন সার্টিফিকেট পেয়েছেন আনোয়ার। ফলে তাঁর খেলতে সমস্যা নেই। কিন্তু এই ডিফেন্ডারের দল বদল সংক্রান্ত জটিলতা এখনও মেটেনি। আনোয়ারকে হয়তো চার মাসের নির্বাসনের সাজা ভোগ করতে হবে না। কিন্তু ইস্টবেঙ্গল, দিল্লি এফসি ও আনোয়ারের জরিমানা বহাল থাকবে কি না, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি-র ট্রান্সফার ব্যানও বহাল থাকবে কি না এখনও স্পষ্ট নয়। শুনানিতে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কিছু বলা সম্ভব নয়।

ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ইস্টবেঙ্গল

চলতি আইএসএল-এ প্রথম চার ম্যাচেই হেরে গিয়েছে ইস্টবেঙ্গল। ফলে আনোয়ারদের উপর প্রবল চাপ তৈরি হয়েছে। কলকাতা ডার্বিতে জয় না পেলে আরও কোণঠাসা হয়ে পড়বে ইস্টবেঙ্গল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

আনোয়ার খেললেও বদলাল না রক্ষণের কঙ্কালসার দশা, ফের হার ইস্টবেঙ্গলের

নতুন কোচ আসার আগেই কলকাতা ডার্বির প্রস্তুতি শুরু, ঘুরে দাঁড়াতে পারবে ইস্টবেঙ্গল?

কোচ বদলেও ফল বদলাল না, আইএসএল-এ টানা চতুর্থ ম্যাচে হার ইস্টবেঙ্গলের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল