শনিবার রাত থেকে বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে কলকাতা ডার্বি দেখতে যাবেন সমর্থকরা?

Published : Aug 14, 2025, 04:05 PM IST
vidyasagar setu kolkata second hooghly bridge

সংক্ষিপ্ত

Vidyasagar Setu: সড়কপথে কলকাতার (Kolkata) সঙ্গে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ার মতো জেলাগুলির যোগাযোগের মাধ্যম বিদ্যাসাগর সেতু। সংস্কারের জন্য এই সেতুই বন্ধ থাকবে।

DID YOU KNOW ?
বন্ধ বিদ্যাসাগর সেতু
বিদ্যাসাগর সেতুতে সংস্কারের কাজ চলছে। এই কারণে ২৪ ঘণ্টার জন্য বন্ধ থাকছে সেতু। ফলে বহু মানুষ সমস্যায় পড়তে চলেছেন।

Vidyasagar Setu Closure: রবিবার সন্ধে সাতটায় বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের (Durand Cup 2025) চতুর্থ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল (East Bengal) ও মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। হাওড়ায় মোহনবাগান সমর্থকের সংখ্যা বেশি। তবে ইস্টবেঙ্গল সমর্থকরাও আছেন। হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের মতো জেলাগুলি থেকেও অনেক সমর্থক কলকাতা ডার্বি (Kolkata Derby) দেখতে আসেন। এবারও অনেকেই আসবেন। কিন্তু শনিবার রাত ৯টা থেকে ২৪ ঘণ্টার জন্য বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu)। ফলে হাওড়া-সহ বিভিন্ন জেলা থেকে যে সমর্থকরা সহজেই সল্টলেকে পৌঁছে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, তাঁদের বিকল্প পথের কথা ভাবতে হচ্ছে। বিদ্যাসাগর সেতু বন্ধ থাকায় অন্য পথগুলিতে যানজটের আশঙ্কাও তৈরি হয়েছে। ফলে ইস্টবেঙ্গল-মোহনবাগান সমর্থকরা বড় ম্যাচ দেখতে যাওয়ার পথে এবং ফেরার সময় সমস্যায় পড়তে পারেন। তবে যদি ফেরার সময় বিদ্যাসাগর সেতু খুলে যায়, তাহলে যানজট কমতে পারে।

বিদ্যাসাগর সেতুর বিকল্প পথ কী?

কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার রাত ৯টা থেকে রবিবার রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। যা দ্বিতীয় হুগলি সেতু বা সেকেন্ড ব্রিজ নামেও পরিচিত। ২৪ ঘণ্টা এই সেতু দিয়ে কোনও ভারী যান চলাচল করতে দেওয়া হবে না। এই সময়ে কোনও পণ্যবাহী গাড়িকে বিদ্যাসাগর সেতুতে উঠতে দেওয়া হবে না। ছোট গাড়িগুলি রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ (Howrah Bridge) দিয়ে যাতায়াত করতে পারবে। পণ্যবাহী গাড়িগুলি নিবেদিতা সেতু দিয়ে যাতায়াত করতে পারবে। ফলে যাঁরা হুগলি, কোলাঘাট বা খড়্গপুরের দিক থেকে সল্টলেকে যেতে চাইবেন, তাঁরা নিবেদিতা সেতু ধরতে পারেন। হাওড়া থেকে যাঁরা যাবেন, তাঁরা হাওড়া ব্রিজ ধরতে পারেন।

কেন বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু?

বেশ কিছুদিন ধরেই বিদ্যাসাগর সেতুতে মেরামতি ও সংস্কারের কাজ চলছে। গত কয়েক মাস ধরে সাঁতরাগাছি স্টেশন সংলগ্ন কোনা এক্সপ্রেসওয়েতে এলিভেটেড করিডরের কাজ চলছে। এই কাজ এখন নবান্নের কাছাকাছি রাস্তায় পৌঁছে গিয়েছে। ফলে রোজই যানজট হচ্ছে। এই কাজের জন্যই শনিবার রাত থেকে বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু। সোমবার সকাল থেকে এই সেতুতে যান চলাচল স্বাভাবিক হতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২৪
শনিবার রাত ৯টা থেকে ২৪ ঘণ্টার জন্য বন্ধ বিদ্যাসাগর সেতু
শনিবার রাত ৯টা থেকে রবিবার রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু। ফলে তীব্র যানজটের আশঙ্কা।
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপের ড্র, তারকারা কোন গ্রুপে? ট্রাম্পকে শান্তি পুরস্কার
Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?