Durand Cup 2025: রবিবার ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে কলকাতা ডার্বি (Kolkata Derby)। এই ম্যাচের টিকিটের জন্য হাহাকার দেখা যাচ্ছে। বুধবার অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়। অফলাইন টিকিট বিক্রি এখনও শুরু হয়নি।
KNOW
Kolkata Derby: যা ভাবা হয়েছিল ঠিক তাই হল। বৃহস্পতিবার সকাল ১১টায় অনলাইনে কলকাতা ডার্বির টিকিট বিক্রি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই সেই অনলাইন টিকিটিং প্ল্যাটফর্মে দেখানো হয়, 'সোল্ড আউট'। ফলে যাঁরা একটু দেরিতে টিকিট বুক করবেন ভেবেছিলেন, তাঁদের হতাশ হতে হয়। এই অনলাইন প্ল্যাটফর্মে প্রতি লেনদেনে সর্বাধিক দু'টি করে টিকিট দেওয়া হবে বলে জানানো হয়েছিল। কিন্তু তাতেও সব টিকিট বিক্রি হয়ে গেল। এই ঘটনা ইস্টবেঙ্গল (East Bengal) ও মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) প্রতি সমর্থকদের ভালোবাসা, আবেগ, এই ম্যাচ ঘিরে উন্মাদনার প্রমাণ দিচ্ছে। একইসঙ্গে বোঝা যাচ্ছে, কলকাতায় যাঁরা ফুটবল ম্যাচ দেখতে যান, তাঁরা টেক স্যাভি। তরুণ প্রজন্মের বড় অংশের মধ্যে ইস্টবেঙ্গল-মোহনবাগান নিয়ে আবেগ আছে। কলকাতা ডার্বির টিকিট বিক্রি ফের তা প্রমাণ করে দিচ্ছে।
কীভাবে হাতে টিকিট পাওয়া যাবে?
ডুরান্ড কাপ (Durand Cup 2025) আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইনে টিকিট বুক করার প্রমাণ দেখিয়ে বৃহস্পতিবার, শনিবার ও রবিবার সকাল ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan Sporting Club) তাঁবু থেকে টিকিট পাওয়া যাবে। ইতিমধ্যেই অনেকে হাতে টিকিট নেওয়ার জন্য মহামেডান স্পোর্টিং তাঁবুর বাইরে জড়ো হয়েছেন।
অফলাইন টিকিট কবে পাওয়া যাবে?
ডুরান্ড কাপ আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকাল ১১টা থেকে নিঃশেষিত না হওয়া পর্যন্ত ইস্টবেঙ্গল ও মোহনবাগান তাঁবুতে টিকিট বিক্রি করা হবে। অতীতে দেখা গিয়েছে, অফলাইন টিকিট পাওয়ার জন্য রাত জেগে লাইন দিয়েছেন দুই দলের সমর্থকরা। এবারও সেই দৃশ্য দেখা যেতে পারে। অনেকে ক্ষোভ প্রকাশ করে বলছেন, অনলাইনে টিকিট বুক করার পরেও যদি হাতে টিকিট পাওয়ার জন্য সেই গড়ের মাঠেই যেতে হয়, তাহলে কেন সব টিকিট অফলাইনে বিক্রি করা হয় না? সেক্ষেত্রে সবারই টিকিট পাওয়ার সম্ভাবনা বেশি থাকে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


