FA Cup 2025-26: এফএ কাপের ইতিহাসে অন্যতম সফল দল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। কিন্তু এবার এই টুর্নামেন্টে বেশিদূর এগোতে পারল না ম্যান ইউ। অন্য টুর্নামেন্টগুলিতেও অবস্থা তথৈবচ।

DID YOU
KNOW
?
ম্যান ইউয়ের ব্যর্থতা
২০১৩ সালে অ্যালেক্স ফার্গুসন সরে যাওয়ার পর থেকেই সাফল্য পাচ্ছে না ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। এবারও সাফল্য অধরা থাকছে।

Manchester United: নাবিকবিহীন জাহাজ যেভাবে সমুদ্রে উদ্দেশ্যহীনভাবে ভেসে বেড়ায়, ইংল্যান্ডের (England) বিখ্যাত ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের এখন ঠিক সেই অবস্থা। রুবেন অ্যামোরিমকে (Ruben Amorim) বরখাস্ত করার পর এখন কোনও স্থায়ী ম্যানেজার নেই। এই পরিস্থিতিতে এফএ কাপে (FA Cup 2025-26) তৃতীয় রাউন্ডে ব্রাইটনের (Brighton) কাছে হেরে বিদায় নিল ম্যান ইউ। ফলে চলতি মরসুমেও ট্রফিহীন থাকছে এই ক্লাব। মরসুমের শুরুতেই ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে (Old Trafford) ইংলিশ লিগ কাপের (English League Cup) দ্বিতীয় রাউন্ডে ইংল্যান্ডের ফুটবল লিগ সিস্টেমে চতুর্থ পর্যায়ের লিগের দল গ্রিমসবি টাউনের (Grimsby Town) কাছে হেরে বিদায় নেয় ম্যান ইউ। ইংলিশ প্রিমিয়ার লিগে (Premier League 2025-26) ২১ ম্যাচ খেলে ৩২ পয়েন্ট নিয়ে সাত নম্বরে এই ক্লাব। শীর্ষে থাকা আর্সেনালের (Arsenal) চেয়ে ১৭ পয়েন্ট পিছিয়ে ম্যান ইউ। ১৭ ম্যাচ বাকি। তবে এই অবস্থায় আর্সেনালের সঙ্গে দূরত্ব কমিয়ে ফেলা সম্ভব হবে বলে কেউই আশা করছেন না।

হতাশাজনক পারফরম্যান্স ম্যান ইউয়ের

রবিবার ব্রাইটনের বিরুদ্ধে একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি ম্যান ইউ। ১২ মিনিটে প্রথম গোল করে ব্রাইটনকে এগিয়ে দেন ব্রায়ান গ্রুডা (Brajan Gruda)। এরপর ৬৪ মিনিটে দ্বিতীয় গোল করেন ম্যান ইউয়ের প্রাক্তন ফুটবলার ড্যানি ওয়েলবেক (Danny Welbeck)। ৮৫ মিনিটে ম্যান ইউয়ের হয়ে ব্যবধান কমান বেঞ্জামিন সেসকো (Benjamin Šeško)। ৯০ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন শিয়া লেসি (Shea Lacey)। ফলে শেষের কয়েক মিনিট ১০ জনে খেলতে হয় ম্যান ইউকে। এই পরিস্থিতিতে তাদের পক্ষে সমতা ফেরানো সম্ভব হয়নি।

এখনও আশাবাদী ড্যারেন ফ্লেচার

ম্যান ইউয়ের অস্থায়ী কোচ ড্যারেন ফ্লেচার (Darren Fletcher) বলেছেন, 'এই মুহূর্তে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ভালো জায়গায় নেই।' তবে তিনি আশাবাদী, লিট টেবলে ভালো জায়গাতেই থাকবে দল এবং আগামী মরসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) যোগ্যতা অর্জন করবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।