Spanish Super Cup Final: স্প্যানিশ সুপার কাপ ফাইনালে বার্সেলোনার (FC Barcelona) কাছে হেরে গিয়েছে রিয়াল মাদ্রিদ (Real Madrid)। চিরপ্রতিদ্বন্দ্বী দলের কাছে হার কোনওদিনই মেনে নিতে পারে না রিয়াল মাদ্রিদ। এবারের হারের পর কড়া সিদ্ধান্ত নিল ক্লাব।
KNOW
Xabi Alonso Sacked: স্প্যানিশ সুপার কাপ ফাইনালে (Spanish Super Cup Final) বার্সেলোনার (FC Barcelona) কাছে হারের পরেই প্রধান কোচ জাবি আলোন্সোকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিল রিয়াল মাদ্রিদ (Real Madrid) ম্যানেজমেন্ট। মাত্র সাত মাস আগে দায়িত্ব নেন এই প্রাক্তন ফুটবলার। কিন্তু তিনি দলকে সাফল্য এনে দিতে পারেননি। তিনি প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর দলে সমস্যা হচ্ছিল। রিয়াল মাদ্রিদের অন্যতম সেরা খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়রের (Vinicius Jr) সঙ্গে আলোন্সোর সমস্যার কথা জানা যায়। রোটেশন পলিসি চালু করেছিলেন রিয়াল মাদ্রিদের প্রধান কোচ। যা মেনে নিতে পারছিলেন না ভিনি। দল সাফল্য পেলে হয়তো ক্লাব ম্যানেজমেন্ট প্রধান কোচের পাশে থাকত। কিন্তু সাফল্য না আসায় আলোন্সোকে ছেঁটে ফেলা হল।
১০ জনের বার্সার কাছে হার রিয়ালের
স্প্যানিশ সুপার কাপ ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৩-২ হারিয়ে দেয় বার্সেলোনা। জোড়া গোল করেন রাফিনহা (Raphinha)। বার্সার হয়ে অপর গোল করেন রবার্ট লেওয়ানডস্কি (Robert Lewandowski)। রিয়াল মাদ্রিদের হয়ে গোল করেন ভিনি ও গঞ্জালো গার্সিয়া (Gonzalo García)। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে লাল কার্ড দেখেন ফ্রেঙ্কি ডে জং (Frenkie de Jong)। ফলে ম্যাচের শেষ কয়েক মিনিট ১০ জনে খেলতে হয় বার্সেলোনাকে। তা সত্ত্বেও তাদের জয় পেতে সমস্যা হয়নি। নতুন বছরের শুরুতেই ট্রফি পেল বার্সা। তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বীকে হারিয়ে। এই জয়ে যখন উচ্ছ্বসিত বার্সা শিবির, তখন কোচের উপর ক্ষুব্ধ রিয়াল শিবির।
রিয়াল মাদ্রিদের ব্যর্থতা
২০২৫ সালের ৪ নভেম্বর অ্যাওয়ে ম্যাচে লিভারপুলের (Liverpool) কাছে হারের পরেই রিয়াল মাদ্রিদে সমস্যা শুরু হয়। পরের আট ম্যাচের মধ্যে মাত্র দুই ম্যাচে জয় পায় আলোন্সোর দল। তারপর টানা পাঁচ ম্যাচে জয় এলেও, ক্লাব ম্যানেজমেন্টকে খুশি করতে পারেননি প্রধান কোচ। তাঁকে ছাঁটাই করার পরিকল্পনা করা হচ্ছিল। বার্সেলোনার কাছে হারের পর সিদ্ধান্ত নিয়ে নিল ম্যানেজমেন্ট।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


