ডুরান্ড কাপের (Durand Cup) ফাইনালে হার। তার দায় নিজের ঘাড়ে নিয়ে এবার দলে উন্নতির চিন্তাভাবনা শুরু করলেন মোহনবাগান (Mohun Bagan) কোচ জোসে মোলিনা (Jose Francisco Molina)।
ডুরান্ড কাপের (Durand Cup) ফাইনালে হার। তার দায় নিজের ঘাড়ে নিয়ে এবার দলে উন্নতির চিন্তাভাবনা শুরু করলেন মোহনবাগান (Mohun Bagan) কোচ জোসে মোলিনা (Jose Francisco Molina)।
তিনি জানালেন, তাঁর কিছু ভুল সিদ্ধান্তের জন্যই হারতে হয়েছে সবুজ মেরুন ব্রিগেডকে। আইএসএল (ISL) এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগের (ACL) আগে মোহনবাগানকে অনেকগুলো জায়গায় উন্নতি করতে হবে বলেই জানালেন তিনি।
নর্থ ইস্ট ইউনাইটেডের (North East United) বিরুদ্ধে ২ গোলে এগিয়ে থেকে যে শেষপর্যন্ত যে হারতে হবে, তা যেন বিশ্বাসই করতে পারছে না গোটা দল। ম্যাচের পর তাই একাধিক ফুটবলারই মাথায় হাত দিয়ে কার্যত মাঠে শুয়েই পড়েছিলেন। এরপর রানার্স পদক নেওয়ার পর সারিবদ্ধ ভাবে চলে গেলেন ড্রেসিংরুমে।
কারও মুখে কোনও কথা নেই। এক বছর আগে যে দল এই ডুরান্ড জিতেই মাঠে সমর্থকদের সঙ্গে উল্লাস করেছিল, ঠিক তার বিপরীত চিত্র দেখা গেল এদিন। ম্যাচের পর কোচ জানালেন, “এখনও বুঝতে পারছি না যে, দ্বিতীয়ার্ধে কোথায় আমাদের ভুল হল। তাই ব্যাখ্যা করাও এইমুহূর্তে সম্ভব নয়। প্রথমার্ধে আরও গোল করতে পারতাম। কিন্তু সেকেন্ড হাফে নর্থ ইস্ট বারবার আমাদের চাপে ফেলেছে। প্রথমার্ধের মতো আমরা খেলতে পারিনি। তাছাড়া আমার কয়েকটা সিদ্ধান্তও ভুল ছিল। যেহেতু আমি কোচ, তাই আমারই ভুল। খেলোয়াড়দের আমি কোনও দোষ দিতে চাই না। এই দলে আরও অনেক উন্নতি প্রয়োজন।”
অন্যদিকে, গোটা ডুরান্ড কাপে মোট ৬টি গোল করে ‘গোল্ডেন বুট’ জিতেছেন কেরালা ব্লাস্টার্সের ফুটবলার নোয়া সাদাউই। অপরদিকে ‘গোল্ডেন গ্লাভস’ জিতলেন গুরমিত। আর প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নর্থ ইস্টের আরেক ফুটবলার জিতিন এমএস।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।