East Bengal Transfer Update: মাঝমাঠে ঝড় তুলতে ইস্টবেঙ্গলে সই করছেন নতুন বিদেশি? বিরাট আপডেট

Published : Apr 24, 2025, 03:53 PM ISTUpdated : Apr 25, 2025, 04:05 PM IST
EAST BENGAL TRANSFER UPDATE

সংক্ষিপ্ত

East Bengal Transfer Update: দলের হাল কবে ফিরবে? তা নিয়েই এখন সন্দিহান লাল হলুদ সমর্থকরা।  

East Bengal Transfer Update: নতুন মরশুমে কি অন্য ইস্টবেঙ্গলকে (East Bengal) দেখা যাবে? অন্তত শেষ কয়েক বছরের যা পারফর‍ম্যান্স, তাতে সমর্থকদের মনে হাসি ফোটানোর জন্য চাই দুরন্ত ফুটবল। আর সেই লক্ষ্যেই দলে নয়া বিদেশি রিক্রুটমেন্টের সম্ভাবনা জোরালো হচ্ছে।

উল্লেখ্য, গত মরশুমে ডুরান্ড কাপ (Durand Cup) এবং আইএসএলে (ISL) হতশ্রী পারফর‍ম্যান্স। তারপর চলতি সুপার কাপে (Super Cup) কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ২-০ গোলে পরাজিত হয়ে বিদায় নিয়েছে লাল হলুদ ব্রিগেড। ফলে, বোঝাই যাচ্ছে যে, দলের অবস্থা অত্যন্ত খারাপ জায়গায় দাঁড়িয়ে রয়েছে। ইতিমধ্যেই ক্লেইটন সিলভাকে ছেঁটে ফেলেছে ক্লাব। শোনা যাচ্ছে, সল ক্রেসপো, মেসি বাউলি, হেক্টর ইউস্তে ও রিচার্ড সেলিসকেও ছেড়ে দিতে পারে ইস্টবেঙ্গল (East Bengal)। এমতাবস্থায় নতুন কোন বিদেশি আসতে পারেন লাল হলুদে? তা নিয়েই জল্পনা তুঙ্গে (East Bengal Transfer Update)।

টিম ম্যানেজমেন্ট চাইছে, এমন কেউ আসুক, যার ভারতীয় ফুটবল (Indian Football) সম্পর্কে স্পষ্ট ধারণা রয়েছে এবং দলকে ভরসা দিতে পারবেন। সেক্ষেত্রে যে আইএসএল খেলা ফুটবলারই প্রাধান্য পাবেন, তা বলাই বাহুল্য। আর এই আবহেই, একটি নাম সামনে চলে এসেছে। তিনি হলেন ২৭ বছর বয়সী স্কটিশ ফুটবলার কনর শিল্ডস (Connor Shields)। 

উল্লেখ্য, গত মরশুমে তিনি চেন্নাইয়ান এফসির (Chennaiyin FC) জার্সিতে চুটিয়ে খেলেছেন। তাঁর নামের পাশে রয়েছে ১টি গোল এবং ৮টি অ্যাসিস্ট। এছাড়াও কনর শিল্ডস ৩৫৮টি সফল পাস বাড়িয়েছেন সতীর্থদের দিকে, ৭৬টি পজিটিভ সুযোগ তৈরি করেছেন দলের হয়ে এবং ১০৭টি রিকভারি রয়েছে তাঁর ঝুলিতে। অন্যদিকে, ঠিক তার আগের মরশুমে শিল্ডস চেন্নাইয়ের হয়ে ৩টি গোল করেন (East Bengal transfer rumours)। 

খেলেন মূলত, অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে। অর্থাৎ, একদিকে এমন গোলও করতে পারেন এবং অপরদিকে মাঝমাঠ থেকে বল বাড়ানোর কাজেও সিদ্ধহস্ত এই স্কটিশ ফুটবলারটি (Scottish Footballer)। যা ইস্টবেঙ্গলের জন্য ভীষণভাবেই গুরুত্বপূর্ণ। সূত্রের খবর (Source), সেই কনর শিল্ডস এবার আসতে পারেন লাল হলুদে (East Bengal Transfer News)। 

সবথেকে বড় বিষয়, তিনি ভারতের আসার আগে একাধিক ক্লাবের হয়ে মাঠে নেমেছেন। যেমন স্কটল্যান্ডের ফুটবল ক্লাব মাদারওয়েল এফসি, ইউনাইটেড কিংডমের ফুটবল ক্লাব সান্ডারল্যান্ড, অ্যাল্ডারশট টাউন এফসি এবং কুইন্স পার্ক সহ একাধিক ক্লাবের জার্সিতে মাঠে নেমেছেন তিনি। নিঃসন্দেহে অভিজ্ঞতার ঝুলি অনেকটাই পরিপূর্ণ। শোনা যাচ্ছে, ইস্টবেঙ্গলে (East Bengal) আসার সম্ভাবনা অনেকটাই রয়েছে এই তরুণ বিদেশি ফুটবলারটির (Conor Shields East Bengal)। 

তবে বিষয়টি এখনও চূড়ান্ত নয়, বাকিটা উত্তর দেব সময়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

উয়েফার ধাঁচে এবার চালু হচ্ছে এএফসি নেশনস লিগ, খেলার সুযোগ পাবে ভারতীয় দল?
Indian Super League: ক্লাবগুলির আবেদন খারিজ! তিন সদস্যের কমিটি গড়ে টুর্নামেন্টের ভবিষ্যৎ ঠিক করবে ফেডারেশন?