Kolkata Derby: রবিবার ডুরান্ড কাপে (Durand Cup 2025) কলকাতা ডার্বিতে জয় পেয়েছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। তবে মাঠের বাইরে ইস্টবেঙ্গল ও মোহনবাগান (Mohun Bagan) সমর্থকদের একাংশের একই বক্তব্য দেখা গিয়েছে।
KNOW
East Bengal-Mohun Bagan Super Giant: বাংলা ভাষা ও বাঙালির জন্য চলতি ডুরান্ড কাপে (Durand Cup 2025) ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকদের টিফোর মাধ্যমে সরব হতে দেখা গিয়েছে। রবিবার কলকাতা ডার্বিতে (Kolkata Derby) দু'দলের সমর্থকদের একাংশ ধর্ম নিয়ে সরব হলেন। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের গ্যালারিতে ইস্টবেঙ্গল সমর্থকদের একাংশের হাতে দেখা যায় পোস্টার। এই পোস্টারে লেখা ছিল, 'যাদের জন্য ছাড়লাম দেশ, তারাই পরেছে বাঙালির বেশ।' স্টেডিয়ামের বাইরে রাস্তার মাঝে মোহনবাগান সমর্থকদের পক্ষ থেকে লাগানো পোস্টার দেখা যায়। এই পোস্টারে লেখা ছিল, 'প্রতিটি হিন্দু শরনার্থী আমার ভাই, অনুপ্রবেশকারীর এদেশে ঠাঁই নাই।' সোশ্যাল মিডিয়ায় এই দুই পোস্টারের ছবি শেয়ার করেছেন বিজেপি (BJP) নেতা তরুণজ্যোতি তিওয়ারি। বিজেপি-র এই আইনজীবী নেতা মোহনবাগান সমর্থক। ফলে প্রিয় দল হেরে যাওয়ায় তাঁর মন খারাপ। তবে তিনি লিখেছেন, 'আজকে বড় ম্যাচে আমার পছন্দের টিম হেরেছে। খারাপ লেগেছে কিন্তু এক ভাই এই দুটো পাঠালো। মন খুশি হয়ে গেল।'
ফুটবল মাঠে বারবার প্রতিবাদ
গত বছর আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (RG Kar Medical College and Hospital) এক চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে সরব হন বাংলার ফুটবলপ্রেমীরা। আন্দোলন-বিক্ষোভের ফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় ২০২৪ সালের ১৮ অগাস্ট ডুরান্ড কাপে কলকাতা ডার্বির অনুমতি দেয়নি বিধাননগর পুলিশ কমিশনারেট (Bidhannagar Police Commissionerate)। ম্যাচ না হলেও, সেদিন স্টেডিয়ামের বাইরে জমায়েত করেন ফুটবলপ্রেমীরা। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan Sporting Club) সমর্থকরা একসঙ্গে প্রতিবাদ জানান। রবিবারও ইস্টবেঙ্গল-মোহনবাগান সমর্থকদের এক সুর দেখা গেল।
ফুটবল মাঠে রাজনীতির প্রভাব
ইস্টবেঙ্গল সমর্থকরা এর আগে এনআরসি-র (NRC) বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। এবার তাঁরা ভাষা ও ধর্ম নিয়ে সরব হলেন। ফুটবল মাঠে বারবার এই ধরনের প্রতিবাদে রাজনীতির ছোঁয়া দেখছেন অনেকে। রাজনৈতিক মহলেও এই প্রতিবাদ নিয়ে আলোচনা চলছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


