
AFC Asian Cup 2027 Qualifier: শেখ হাসিনাকে (Sheikh Hasina) কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে (National Football Stadium Dhaka) বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারত (Bangladesh vs India)। ২০২৭ সালের এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের (AFC Asian Cup 2027 Qualifier) এই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। হামজা চৌধুরী (Hamza Choudhury) যোগ দেওয়ার পর শক্তিশালী হয়ে উঠেছে বাংলাদেশ দল। তবে ভারতীয় দলেও যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ায় জন্মানো রায়ান উইলিয়ামস (Ryan Williams)। তিনি ভারতীয় পাসপোর্ট পেয়ে গিয়েছেন। এখন থেকে ভারতীয় দলের হয়েই খেলবেন উইলিয়ামস। ফলে ভারতীয় দলের শক্তি বেড়ে গিয়েছে। মঙ্গলবারের এই ম্যাচ জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ভারতীয় দল। খালিদ জামিল (Khalid Jamil) প্রধান কোচ হওয়ার পর থেকে ভালো পারফরম্যান্স দেখাচ্ছে ভারতীয় দল। মঙ্গলবার সেই ধারাবাহিকতা বজায় রাখাই ভারতীয় ফুটবলারদের লক্ষ্য।
মঙ্গলবার ভারতীয় সময় অনুযায়ী সন্ধে সাড়ে সাতটায় শুরু হবে ভারত-বাংলাদেশ ম্যাচ। ভারতে টেলিভিশনে সরাসরি এই ম্যাচ সম্প্রচার হচ্ছে না। তবে ফ্যানকোড (Fancode) অ্যাপ ও ওয়েবসাইটে লাইভ স্ট্রিমিং দেখা যাবে। ফলে যাঁরা ম্যাচ দেখতে চান, তাঁদের ফ্যানকোডে চোখ রাখতে হবে।
মঙ্গলবার ২০২৭ সালের এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে ভারত-বাংলাদেশ ম্যাচ নেহাতই নিয়মরক্ষার। কারণ, দুই দলেরই মূলপর্বের যোগ্যতা অর্জনের আশা শেষ হয়ে গিয়েছে। ১৪ অক্টোবর গোয়ায় (Goa) সিঙ্গাপুরের (Singapore) কাছে ১-২ হেরে ছিটকে গিয়েছে ভারতীয় দল। চার ম্যাচ খেলে দুই পয়েন্ট পেয়েছে ভারত। বাকি ম্যাচগুলি জিতলে সর্বাধিক আট পয়েন্টে পৌঁছবে ভারত। কিন্তু সিঙ্গাপুর ও হংকং (Hong Kong) ইতিমধ্যেই আট পয়েন্ট পেয়েছে। ফলে ভারতীয় দলের সুযোগ নেই। বাংলাদেশ দলও দুই পয়েন্ট পেয়েছে। ফলে বাংলাদেশও এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করতে পারছে না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।