৪ জুলাই বিকেলে মোহনবাগান তাঁবুতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার

প্রয়াত দিয়েগো মারাদোনা, পেলে, লিওনেল মেসি, কাফুকে কাছ থেকে দেখেছেন কলকাতার ফুটবলপ্রেমীরা। এবার ফুটবলের শহরে আসছেন আরও এক বিশ্বকাপজয়ী তারকা।

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ যে কলকাতায় আসবেন সেটা আগেই জানা গিয়েছিল। এবার দিনক্ষণ জানা গেল। মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের সচিব দেবাশিস দত্ত সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, 'সদস্য-সমর্থকদের জানানো হচ্ছে, ৪ জুলাই বিকেলে ক্লাবে আসবেন ২০২২ সালে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।' এই খবরে উৎসাহিত হয়ে উঠেছেন সবুজ-মেরুন সদস্য-সমর্থকরা। অতীতে মোহনবাগান তাঁবুতে দেখা গিয়েছে আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো মারাদোনাকে। মোহনবাগান মাঠে নেমে গ্যালারিতে থাকা সদস্য-সমর্থকদের দিকে শট মেরে বল পাঠিয়ে দিয়েছিলেন মারাদোনা। সেদিন যাঁরা মোহনবাগান মাঠে ছিলেন, তাঁদের স্মৃতির মণিকোঠায় সেই ঘটনা সযত্নে সাজানো আছে। এবার হাতের নাগালে আরও এক বিশ্বজয়ীকে দেখার সুযোগ পাচ্ছেন মোহনবাগান সদস্য-সমর্থকরা।

মাস তিনেক আগে প্রথমবার জানা যায়, জুনে কলকাতায় আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার। তবে এবার জানা গেল, জুন নয়, জুলাইয়ে কলকাতায় আসছেন মার্টিনেজ। আসলে কাতার বিশ্বকাপ মরসুমের মাঝপথে হওয়ায় এবারের ফুটবল মরসুম দীর্ঘতর হয়েছে। সেই কারণে জুনের বদলে জুলাইয়ে কলকাতায় আসার সময় পাচ্ছেন আর্জেন্টিনার গোলকিপার

Latest Videos

কাতার বিশ্বকাপের ঠিক আগে কলকাতায় এসেছিলেন ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক কাফু। তাঁকে যিনি কলকাতায় নিয়ে আসার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিলেন সেই শতদ্রু দত্তই এবার মার্টিনেজকে কলকাতায় নিয়ে আসছেন। কলকাতায় এসে মোহনবাগান মাঠে যাওয়া ছাড়া আর কোথায় যাবেন আর্জেন্টিনার গোলকিপার, কী করবেন, সে ব্যাপারে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। তবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ শতদ্রু। সৌরভ ফুটবল ভালোবাসেন। কাতার বিশ্বকাপ দেখতেও গিয়েছিলেন মহারাজ। তিনি বিশ্বকাপ ফাইনালে গ্যালারি থেকে মার্টিনেজের খেলা দেখেছিলেন। ফলে এবার নিজের শহরে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপারের সঙ্গে পরিচিত হতে পারেন সৌরভ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা হতে পারে মার্টিনেজের। মোহনবাগান মাঠে থাকতে পারেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও।

কাতার বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দেখান গোলকিপার মার্টিনেজ। ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর ক্ষেত্রে তাঁর বড় অবদান ছিল। ফাইনালে একাধিক নিশ্চিত গোল বাঁচানোর পাশাপাশি টাইব্রেকারেও দুর্দান্ত পারফরম্যান্স দেখান এই গোলকিপার। তবে একইসঙ্গে তিনি বিতর্কেও জড়ান। বিশ্বকাপে সেরা গোলকিপার হিসেবে গোল্ডেন গ্লাভ পাওয়ার পর অশালীন আচরণ করেন আর্জেন্টিনার গোলকিপার। দেশে ফিরেও কিলিয়ান এমবাপেকে ব্যঙ্গ করেন মার্টিনেজ। তবে সেই বিতর্ক এখন অতীত।

আরও পড়ুন-

FC Barcelona: ৪ বছর পর লা লিগা খেতাব, উৎসবে মেতেছেন বার্সেলোনার সমর্থকরা

বার্সেলোনা ছাড়ার ঘোষণা বুস্কেটসের, মেসির সঙ্গেই যোগ দিচ্ছেন আল-হিলালে

Bengaluru FC: হেড না ক্যাচ? কোচের সঙ্গে মজার খেলায় সুনীল ছেত্রী-রয় কৃষ্ণরা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
বিচ্ছেদের পরও ভয়ঙ্কর আক্রমণ প্রাক্তন জামাইয়ের! আতঙ্কে গোটা পরিবার | Hooghly News Today
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি