FC Barcelona: ৪ বছর পর লা লিগা খেতাব, উৎসবে মেতেছেন বার্সেলোনার সমর্থকরা
- FB
- TW
- Linkdin
এস্প্যানিয়লের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ৪-২ জয়, লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা
২৭ বার লা লিগা চ্যাম্পিয়ন হল বার্সেলোনা। অ্যাওয়ে ম্যাচে এস্প্যানিয়লকে ৪-২ হারিয়ে ৪ বছর পর লা লিগা চ্যাম্পিয়ন হল লিওনেল মেসির প্রাক্তন ক্লাব।
৪ বছর পর ক্যাম্প ন্যু-তে লা লিগা খেতাব আসার পর থেকেই শুরু হয়েছে উৎসব
বার্সেলোনা লা লিগা চ্যাম্পিয়ন হতেই শহরে শুরু হয়েছে উৎসব। নাচে-গানে মেতেছেন সমর্থকরা। শুধু বার্সেলোনা শহরই নয়, সারা বিশ্বে ছড়িয়ে থাকা সমর্থকরা আনন্দে মেতেছেন।
জাভির হাত ধরে ক্লাবের পুরনো গৌরব ফিরে এল, মত বার্সেলোনা সমর্থকদের
ফুটবলার হিসেবে বার্সেলোনাকে অসাধারণ সাফল্য এনে দিয়েছেন জাভি হার্নান্ডেজ। কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর এবার দলকে লা লিগা জেতালেন জাভি। তাঁকে এই খেতাবের কৃতিত্ব দিচ্ছেন বার্সা সমর্থকরা।
লিওনেল মেসি ক্লাব ছাড়ার পর প্রথমবার লা লিগা চ্যাম্পিয়ন হল বার্সেলোনা
২০২১ সালে বার্সেলোনা ছেড়ে প্যারিস সাঁ-জায় যোগ দেন লিওনেল মেসি। তারপর এই প্রথম লা লিগা খেতাব এল ক্যাম্প ন্যু-তে।
৪ ম্যাচ বাকি থাকতেই লা লিগা চ্যাম্পিয়ন হল বার্সেলোনা, অনেক পিছনে রিয়াল মাদ্রিদ
এবারের লা লিগায় এখনও পর্যন্ত ৩৪ ম্যাচ খেলে বার্সেলোনার পয়েন্ট ৮৫। ২৭ ম্যাচে জয় এসেছে এবং ড্র ৪ ম্যাচ। মাত্র ৩ ম্যাচ হেরে গিয়েছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ ৩৪ ম্যাচে ৭১ পয়েন্ট পেয়েছে।
এস্প্যানিয়ল সমর্থকদের আচরণে তীব্র বিতর্ক, ফুটবলারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন
এস্প্যানিয়লকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর যখন বার্সেলোনার ফুটবলার, কোচ ও সাপোর্ট স্টাফরা মাঠেই উৎসব পালন করছিলেন, তখন বেষ্টনী পেরিয়ে তাঁদের তাড়া করেন এস্প্যানিয়ল সমর্থকরা। কোনওরকমে ড্রেসিংরুমে ঢুকে পড়ে আক্রমণের হাত থেকে রক্ষা পান রবার্ট লেওয়ানডস্কিরা।
খেতাবী ম্যাচে বার্সেলোনার হয়ে জোড়া গোল পোল্যান্ডের স্ট্রাইকার রবার্ট লেওয়ানডস্কির
এস্প্যানিয়লের বিরুদ্ধে জোড়া গোল করেন বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেওয়ানডস্কি। একটি করে গোল করেন আলেজান্দ্রো ব্যালডে ও জুল কুন্দে। এস্প্যানিয়লের হয়ে ব্যবধান কমান জাভি পুয়াদো ও জোসেলু।
বর্তমানে এস্প্যানিয়লের কোচ প্রাক্তন ফুটবলার লুইস গার্সিয়া, তাঁকে টেক্কা দিলেন জাভি
লুইস গার্সিয়া ও জাভি হার্নান্ডেজ একসঙ্গে খেলেছেন। তবে তাঁরা এখন কোচ হিসেবে প্রতিপক্ষ। এস্প্যানিয়ল কোচ গার্সিয়াকে টেক্কা দিলেন জাভি।
এবারের লা লিগায় বার্সেলোনার হয় সর্বাধিক গোল রবার্ট লেওয়ানডস্কির, দ্বিতীয় স্থানে রাফিনহা
চলতি লা লিগায় বার্সেলোনার হয়ে সর্বাধিক ২১ গোল করেছেন রবার্ট লেওয়ানডস্কি। ৭ গোল করেছেন রাফিনহা। ৬ গোল করেছেন পেড্রি।
লা লিগা চ্যাম্পিয়ন হওয়ার পর এবার আরও সাফল্যের আশায় বার্সেলোনা সমর্থকরা
দীর্ঘদিন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি বার্সোলোনা। লা লিগা চ্যাম্পিয়ন হওয়ার পর এবার চ্যাম্পিয়ন্স লিগ খেতাবও চাইছেন বার্সা সমর্থকরা।