কার্লসেন হারিয়ে দিয়েছিলেন চমক, এবার নয়া নজির গড়লেন আর প্রজ্ঞানন্দ

ফের দাবায় নজির গড়লেন ভারতের ক্ষুদে গ্র্যান্ডমাস্টার। রেকজাভিক ওপেন ২০২২ (Reykjavik Open 2022 News) দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন আর প্রজ্ঞানন্দ (R Praggnanandhaa News)। 
 

মাত্র ১৬ বছর বয়সে দাবায় ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ও বিশ্বের এক নম্বর দাবারুকে হারিয়ে দেশ তথা গোটা বিশ্বকে অবাক করেছিলেন গ্র্যান্ড মাস্টার আর প্রজ্ঞানন্দ (R Praggnanandhaa)। এয়ারথিংস মাস্টার্স নামের একটি অনলাইন দাবার (Chess) প্রতিযোগিতায় কার্লসেনকে হারিয়েছিলেন প্রজ্ঞানন্দ। সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ, ক্রিকেট ঈশ্বর কিংদন্তী সচিন তেন্ডুলকর সকলেই প্রশংসা করেছিলেন প্রজ্ঞানন্দের। এবার আরও এক নজির গড়লেন প্রজ্ঞানন্দ।  ১৬ বছর বয়সী দাবা সেনসেশন আর প্রজ্ঞানন্দ রেকজাভিক ওপেন ২০২২ (Reykjavik Open 2022) দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন।  

 

Latest Videos

 

প্রতিযোগিতার শুরু থেকেই দুরন্ত ফর্মে ছিলেন আর প্রজ্ঞানন্দ। একের পর এক ধাপ পেরিয়ে ফাইনালে মুখোমুখি হয়েছিলেন আরও এক স্বদেশী দাবা খেলোয়ার জিএম ডি গুকেশের। রেকজাভিক ওপেন দাবা টুর্নামেন্টে শেষ নয় রাউন্ডে অপরাজিত ছিলেন প্রজ্ঞানন্দয। শেষ দুই রাউন্ডে ম্যাথিউ কর্নেট (ফ্রান্স) এবং গুকেশের বিরুদ্ধে জয়লাভ করে। ফাইনালে দুই ভারতীয় তারকার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়।  অর্ধেক পয়েন্ট এগিয়ে শেষ করেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার। ফাইনালে তার প্রতিপক্ষ যখন একটি সামান্য ভুল করে তখনও সেখান থেকে ম্যাচ নিজের দিকে ঘুড়িয়ে নেন প্রজ্ঞানন্দ। তবে তার আত্মবিশ্বাস সকলকেই অবাক করেছে। ফাইনালে জয়ের পর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন ক্ষুদে গ্র্যান্ড মাস্টার।

প্রসঙ্গত, অনলাইন র‌্যাপিড দাবা প্রতিযোগিতা এয়ারথিংস মাস্টার্সের অষ্টম রাউন্ডে বিশ্বের এক নম্বর ম্যাগনাস কার্লসেনকে অষ্টম রাউন্ডে হারিয়ে চেন্নাইয়ের আর প্রজ্ঞানন্দ চমক দিয়েছিলেন। প্রতিযোগিতায় ৩৯তম চালেই  প্রজ্ঞানন্দ হারিয়ে দিয়েছিলেন কার্লসেনকে। ২০০৫ সালের ১০ অগস্ট চেন্নাইয়ে জন্ম নেওয়া প্রজ্ঞা ছোট থেকেই বাড়িতে দাবার পরিবেশ পেয়েছে। তার দিদি বৈশালী রমেশবাবুও এক জন নামকরা দাবাড়ু। ৬ বছর বয়সে দাবা শিখতে শুরু করেন। ২০১৩ সালে মাত্র সাত বছর বয়সে অনূর্ধ্ব-৮ ওয়ার্ল্ড ইউথ চেস চ্যাম্পিয়নশিপ জেতে প্রজ্ঞা। সেখানে জেতার পরে ফাইড মাস্টারের খেতাব অর্জন করে সে। তার পরে ২০১৬ সালে মাত্র ১২ বছর ১০ মাস ১৩ দিন বয়সে ভারতের দ্বিতীয় ও বিশ্বের পঞ্চম সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার হয় প্রজ্ঞানন্দ। অভিমন্যু মিশ্র, গুকেশ ডি, সের্গে কার্জাকিন ও জাভোখির সিন্দারতের পরে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। দেশের প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দকে নিজের আদর্শ মনে করেন তিনি। ভবিষ্যতে তার মত বিশ্ব চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য ছোট্ট প্রজ্ঞানন্দের।

 

Share this article
click me!

Latest Videos

প্রেমিক আসল শয়তান! মাঝরাতে ঘটল 'জঘন্য' ঘটনা, হতবাক সকলে! | Ashoknagar News Today
'ভোট ব্যাঙ্কের জন্যই WAQF Board তৈরি করেছে Congress' বিস্ফোরক PM Modi | PM Modi Speech
দেবের সামনেই! ঘাটালে TMC-র শত্রু TMC! Dev ও শঙ্কর অনুগামীদের মধ্যে হাতাহাতি | Ghatal | Dev |
বিয়ে করার জন্য পাত্রী তুলতে এসে শ্রীঘরে পাত্র, হুলুস্থুলু কাণ্ড কুলতলিতে | Kultali News
'উপনির্বাচনে জিতে আরও অত্যাচার বাড়াবে TMC' উদ্বেগ প্রকাশ Adhir Ranjan Chowdhury-র