এশিয়া কাপ হকিতে (Asia Cup hockey 2022) সুপার ফোরে জাপানকে ২-১ গোলে হারাল ভারতীয় হকি দল (Indian Hockey Team)। ভারতের হয়ে একটি করে গোল করেন মনজিৎ সিং ও পবন রাজভর। জাপানের হয়ে একটি গোল করেন নেওয়া তাকুমা। রবিবার ও মঙ্গলবার ভারত খেলবে মালেশিয়া ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে।
জাকার্তায় এশিয়া কাপ হকির গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইন্দোনেশিয়াকে ১৬-০ গোলে হারিয়ে কার্যত অসাধ্য সাধন করে সুপার ফোরে জায়গা পাকা করেছিল ভারতীয় হকি দল। গ্রুপ পর্বে ফর্ম ওঠা নামা করলেও, সুপার ফোরে শুরুটা জয় দিয়েই করল ভারত। গ্রুপ পর্বে যে জাপানের বিরুদ্ধে হারের ফলে পরের রাউন্ডে যাওয়া অনিশ্চিৎ হয়ে পড়েছিল ভারতের, এবার সুপার ফোরে সেই জাপানকে হারিয়েই বদলা নিল ভারতীয় হকি দল। ম্য়াচে গোল বেশি না হলেও বল পজিশন ধরে রেখে অনবদ্য হকি খেলল ভারতীয় দল। খেলার ফল ২-১। ভারতের হয়ে একটি করে গোল করেন মনজিৎ সিং ও পবন রাজভর। জাপানের হয়ে একটি গোল করেন নেওয়া তাকুমা। কঠিন জাপানের বিরুদ্ধে জয় পেয়ে খুশি ভারতীয় দল। দলের পারফরম্যান্সে খুশি কোচ ও সমর্থকরাও।
এদিন জাপানের বিরুদ্ধে প্রথম দিকে একটি প্রতিপক্ষকে মেপে নেওয়ার চেষ্টা করে ভারতীয় দল। তারপরই আক্রণের ঝড় তোলে ভারত। এদিন ম্যাচ শুরুর প্রথমেই পেনাল্টি কর্ণার পেয়ে গিয়েছিল জাপান। তবে গোলের মুখ খুলতে পারেনি। ম্য়াচের ৮ মিনিটেই গোলের মুখ খুলে ফেলে ভারতীয় দল। বামদিকের প্রান্ত থেকে জাপানের ডিফেন্স ভেঙে ঢুকে অনবদ্য একটি গোল করে ভারতকে এগিয়ে দেন মনজিৎ সিং। প্রথম গোল করার পর থেকেই ম্য়াচের রাশ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় ভারতীয় দল। বল পজিশন ধরে রেখে বারবার আক্রমণে উঠে আসে। প্রথম কোয়ার্টারে আর গোলের মুখ খুলতে পারেনি ভারত। দ্বিতীয় কোয়ার্টার শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে গোল করে ম্যাচে সমতা ফেরায় জাপান। পেনাল্টি কর্ণার পায় জাপান। সেখান থেকে তাদের ড্র্যাগ ফ্লিক আটকে দেন ভারতীয় কিপার। তবে ফিরতি বলে গোল করে যান জাপানের নেওয়া তাকুমা। দ্বিতীয় কোয়ার্টারের খেলা শেষ হয় ১-১ গোলে।
তৃতীয় কোয়ার্টারের শুরু থেকেই গোল করার জন্য মরিয়া হয়ে ওঠে মেন ইন ব্লুরা। একের পর এক আক্রমণ আছড়ে পড়তে থাকে জাপানের রক্ষণে। যার ফল স্বরূপ গোলের জন্য বেশি প্রতীক্ষা করতে হয়নি টিম ইন্ডিয়াকে। ম্যাচের ৩৪ মিনিটে বামপ্রান্ত থেকে উত্তম সিংয়ের অসাধারণ একটি দৌড় এই গোলের রাস্তা প্রশস্ত করে। সেখান থেকে পবন রাজভরকে ডিফেন্স চেরা পাস বাড়ান উত্তম। সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় বল পেয়ে গোল করতে কোনও ভুল করেননি পবন রাজভর। ২-১ গোলে এগিয়ে যাওয়ার পর আর কোনও ভুল করেনি ভার। ম্য়াচের তৃতীয় কোয়ার্টার ও চতুর্থ কোয়ার্টারে আর কোনও গোলের মুখ খুলতে পারেনি দুই দল। শেষ পর্যন্ত ২-১ গোলে ম্যাচ জেতে ভারত। রবিবার ও মঙ্গলবার ভারত খেলবে মালেশিয়া ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে।