দুরন্ত রোহিত-ক্রুণাল, দ্বিতীয় ম্যাচেও জিতে টি টোয়েন্টি সিরিজ ভারতের

  • ফ্লোরিডায় দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে জয় ভারতের
  • ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে জয়
  • অর্ধ শতরান করেন রোহিত শর্মা
  • ব্যাটে বলে দুরন্ত ক্রুণাল পান্ডিয়া

সাতাশ বলে ওয়েস্ট ইন্ডিজকে করতে হবে ৭০ রান। হাতে ছয় উইকেট। এই অবস্থায় বৃষ্টিতে থেমে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ইনিংস। তার পর আর খেলা শুরু করা যায়নি। ফলে  ডাকওয়ার্থ লুইস নিয়মে ২২ রানে জয়ী হলেন কোহলিরা। দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচেও জিতে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেলেন বিরাটরা।

ফ্লোরিডায় প্রথম টি টোয়েন্টিতে রান তুলতেই কালঘাম ছুটেছিল দু' দলেরই। এ দিন দ্বিতীয় ম্যাচে অবশ্য রোহিত শর্মার সৌজন্যে প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজের সামনে বড় রানের টার্গেট দিয়েছিল ভারত। শেষ দিকে ভারতের রানের গতি বাড়াতে সাহায্য করলেন ক্রুণাল পান্ডিয়া। কিন্তু এ দিনও ব্যর্থ ভারতের মিডল অর্ডার। রোহিত শর্মার ৫১ বলে ৬৭ ছাড়া তিরিশ পারল করতে পারেননি কোনও ব্যাটসম্যান। ২৩ বলে ২৮ রান করে ফেরেন অধিনায়ক বিরাট কোহলি। ব্যর্থ হন মনীশ পান্ডে, ঋষভ পন্থও। মিডল অর্ডারের ব্যর্থতায় এ দিনও মাঝের ওভারগুলিতে রানের গতি কমে গিয়েছিল ভারতের।  

Latest Videos

শেষ দিকে ১৩ বলে ২০ করে নট আউট থাকেন ক্রুণাল। শেষ ওভারে তিনি দুটো ছয় মারেন। জাদেজাও মারেন একটি ছক্কা। শেষ ওভারে ওঠে কুড়ি রান। নির্ধারিত কুড়ি ওভারে  ৫ উইকেট হারিয়ে ১৬৭ তোলে ভারত। তবে ফ্লোরিডার ধীর গতির পিচে ১৬৭ যথেষ্টই কঠিন টার্গেট বলেই মত দিয়েছিলেন বিশেষজ্ঞরা। 

ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ক্যারিবিয়ানরা। নিজের বলেই দুরন্ত রিটার্ন ক্যাচে ওপেনার লিউইসকে ফিরিয়ে দেন ভুবনেশ্বর কুমার। সুনীল নারিনকে ফিরিয়ে দেন ওয়াশিংটন সুন্দর। ওয়েস্ট ইন্ডিজকে কিছুটা লড়াইয়ে ফিরিয়ে আনেন রভম্যান পাওয়েল। ৩৪ন বলে ৫৪ রান করেন তিনি। কিন্তু ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেলার পরে বল হাতেও কোহলিকে স্বস্তি দেন ক্রুণাল পান্ডিয়া। পাওয়েল এবং পুরানের উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে জোর ধাক্কা দেন তিনি। 
 

Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Bangla News : সুকান্তকে বাধা, বেলডাঙা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি | Asianet News Bangla
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
দেরিতে আসায় অঙ্গনওয়াড়ি কর্মীকে কড়া ধমক MLA অসিত মজুমদারের, দেখুন ভিডিও
Mamata Banerjee : 'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের