মাথায় বিশ্ব চ্যাম্পিয়নশিপ, রাতেও অনুশীলন দ্যুতির

  • আসন্ন বিশ্ব চ্যাম্পিয়নশিপই পাখির চোখ দ্যুতির
  • নিজেকে খাপ খাইয়ে নিতে রাতে অনুশীলন ভারতীয় অ্যথলিটের
  • নিজের সেরা রেকর্ড ভাঙতে চান ভারতীয় অ্যথলিট
  • আইএএএফের ডাকে বিশ্ব চ্যাম্পিয়নশিপে নামবেন দ্যুতি

debojyoti AN | Published : Sep 22, 2019 11:58 AM IST

সেপ্টম্বরের ২৭ তারিখ থেকে শুরু হতে চলেছে বিশ্ব অ্যথলিটিক্স চ্যাম্পিয়নশিপ। আর সেই প্রতিযোগিতায় ডাক পেয়েছেন ভারতীয় অ্যথলিট দ্যুতি চাঁদ। সরাসরি ভারতীয় অ্যথলিটদের তালিকায় তাঁকে না রাখা হলেও আইএএএফের নিমন্ত্রণে এই প্রতিযোগিতায় নামতে চলেছেন দ্যুতি। এবার সেই বিশ্ব চ্যাম্পিয়নশিপকেই পাখির চোখ করেছেন ভারতীয় অ্যথলিট। এবার সেই প্রস্তুতিতে নিজেকে উজাড় করে দিচ্ছেন ভারতীয় মহিলা অ্যথলিট। বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসর এবার বসতে চলেছে কাতারের দোহায়। যেখানে এই মুহূর্তে গৃষ্মের সম্মুখিন হতে চলেছে ভারতীয় অ্যথলিটরা। আর সেই কারণে এবার নিজেকে দোহার মতন করে প্রস্তুত করছেন দ্যুতি।

আরও পড়ুন, চোটের জন্য ফাইনাল থেকে নাম প্রত্যাহার দীপকের, বিশ্ব চ্যাম্পয়নশিপে রুপো পেলেন তরুণ কুস্তিগীর
ভারতের এই সময়ের তাপমাত্রার থেকে অনেক বেশি গরম থাকবে দোহায়। তবে দ্যুতির ইভেন্ট গুলো হতে চলেছে রাত্রে। আর সেই কারণে কিছুটা চাপ কমেছে ওড়িশার এই অ্যথলিটের ওপর। তবে নিজেকে আরও ভালো করে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে এবার রাতেই অনুশীলন করছেন দ্যুতি। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে দ্যুতি বলেন, 'ভুবনেশ্বরের মতন তাপমাত্রা থাকতে পারে দোহায়। তবে রাতে ইভেন্ট পরেছে। তবে এই সব নিয়ে ভাবছি না। প্রস্তুতিতে মন দিয়েছি। রাতে অনুশীলন করছি। আরও ভালো করে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারবো।'

আরও পড়ুন, বিশ্ব চ্যাম্পিয়নশিপ ভুলে অমিতের ফোকাসে এবার টোকিও অলিম্পিক


আসন্ন বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক লক্ষ্য ভারতীয় অ্যথলিটের। সেই কারণে নিজেকে পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে আরও কঠিন অনুশীলনে নেমে পড়েছেন এই ভারতীয়। পাশাপাশি কাতারের এশিয়ান চ্যাম্পিনশিপের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরও ভালো করে নিজেকে সাজিয়ে নিচ্ছেন দ্যুতি। নিজের রেকর্ড ভেঙে আরও ভালো করাই এখন প্রধান লক্ষ্য দ্যুতির। ওড়িশার অ্যথলিট আরও বলেন, 'ভুবনেশ্বরে আমি রাত ৯টা থেকে অনুশীলন শুরু করছি। কারণ ভারতীয় সময় অনুযায়ী দোহায় এই প্রতিযোগিতা হতে চলেছে রাত ১১টা নাগাদ। তাই নিজের শরিরকে সেই ভাবে তৈরি করছি। দোহায় এর আগেও এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছিলাম। সেই অভিজ্ঞতাও কাজে লাগাছি। আশা করছি সব ভালো হবে। নিজেকে চাপমুক্ত রাখার চেষ্টা করছি। আমার রেকর্ডের সেরা সময় ১১.২৪ সেকন্ড। এবার সেটাকে পেরিয়ে যেতে চাইছি।'

আরও পড়ুন, স্বপ্ন পূরণ হল না অমিতের, বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরে রুপো এশিয়ান চ্যাম্পিয়নের


 আসন্ন বিশ্ব চ্যাম্পিয়নশিপে আইএএএফেয়র ডাকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন ভারতীয় অ্যথলিট। আর সেই সুবাদে এবার দেশের হয়ে কিছু করে দেখানোটা একটা বড় চ্যালেঞ্জ হবে দ্যুতির কাছে। গত বছর ভারতের হয়ে এশিয়াডে দুটি রুপো জিতেছিলেন দ্যুতি। পাশাপাশি চলতি বছরের এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতছিলেন তিনি। তবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে এবার চ্যালেঞ্জটা কঠিন হলেও পদক হাতছাড়া করতে নারাজ দ্যুতি।

Share this article
click me!