করোনা মোকাবিলায় ১ কোটি টাকার বেশি অনুদান দিল ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন

  • করোনা মোকাবিলায় এবার এগিয়ে এল ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন
  • ১ কোটি টাকার উপর পিএম কেয়ার্স ফান্ডে দান করল আই.ও.এ
  • অতিমহামারীর বিরুদ্ধে লড়াইয়ে জারিত পাশে থাকার বার্তা 
  • আই.ও.এ-এর সিদ্ধান্তকে কুর্নিশ দেশের ক্রীড়াবিদদের

Sudip Paul | Published : Apr 6, 2020 11:27 AM IST

করোনার বিরুদ্ধে যুদ্ধে নেমেছে গোটা দেশ। দেশ জুড়ে ক্রমশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়িযেছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১২০। পরিস্থিতি মোকাবিলায় যথাসাধ্য চেষ্টা করছে কেন্দ্র ও রাজসরকারগুলি। করোনা মোকাবিলায় সাহ্যেযর হাত বাড়িয়ে দিচ্ছেন অনেকেই। ক্রীড়া ব্যক্তিত্বদের পাশাপাশি করোনা যুদ্ধে পিছিয়ে নেই বিভিন্ন সংস্থাও। দেশের করোনার বিরুদ্ধে লড়াইয়ে এবার এগিয়ে এল ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন।

আরও পড়ুনঃঘরবন্দি অবস্থায় বাড়ির উঠোনে বোনের সঙ্গে টেনিস খেললেন রাফায়েল নাদাল, ভাইরাল ভিডিও

করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে এক বিবৃতি জারি করেছে ইন্ডিয়ান অলিম্পিক অ্য়াসোসিয়েসন। বিবৃতিতে জানানো হয়েছে, রাজ্য সংস্থ্যাগুলি ও জাতীয় স্পোর্টস মিলিয়ে মোট ১ কোটি ২ লক্ষ ৫৬ হাজার ৩ টাকা প্রধানমন্ত্রীর কেয়ারস ফান্ডে দিল আইওএ৷ এছাড়াও বলা হয়েছে, ‘ ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন ন্যাশানাল স্পোর্টস ফেডারেশন, রাজ্যসংস্থা এবং অনান্য ফেডারেশন সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য সবার কাছে কৃতজ্ঞ৷ Covid19 নামক অতিমহামারীর বিরুদ্ধে লড়াইয়ে আমরা সবাই জাতীর পাশে থাকতে চাই৷ এটা আমাদের কাছে চ্যালেঞ্জ৷ অলিম্পিক পরিবার হিসেবে আমরা জাতীর পাশে একজোট হয়ে দাঁড়াতে চাই৷ আমাদের বিশ্বাস আমরা আরও শক্তিশালী হয়ে দেশকে গর্বিত করতে পারব৷’

আরও পড়ুনঃপ্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে প্রদীপ জ্বাললেন ভারতীয় ক্রীড়া ব্যক্তিত্বরা, দিলেন একত্রিত লড়াইয়ের বার্তা

আরও পড়ুনঃকরোনা যুদ্ধে ৫০ লক্ষ টাকা দিলেন যুবরাজ, রোজ ৫ হাজার লোকের খাওয়ার দায়িত্ব নিলেন হরভজন

এর আগে দেশের করোনা পরিস্থিতি মোকাবিলায় ২৫ কোটি টাকা অনুদান দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। ২৪ লক্ষ টাকা দিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন অর্থাৎ এ.আই.এফ.এফ। দু দফায় মোট ৪২ লক্ষ টাকা দিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। এছাড়া বিভিন্ন রাজ্য সংস্থা থেকেও সাধ্যমত সাহায্য করা হয়েছে। এইবার সেই তালিকায় নাম লেখাল আইওএ। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের এই উদ্যোগ কুর্নিশ জানিয়েছেন ক্রীড়া প্রেমী মানুষ।
 

Share this article
click me!