শুরু ভারতের মিশন অলিম্পিক, ৮০ দিনের সফরে রওনা দিল ভারতীয় শুটাররা

  • ২৩ শে জুন থেকে টোকিওতে শুরু হচ্ছে অলিম্পিক
  • মঙ্গলবার রওনা দিল ১৫ জনের ভারতীয় শুটারদের দল
  • প্রথমে ক্রোয়েশিয়ায় ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নেবে দল
  • তারপর সেখান থেকে সরাসরি টোকিও পারি দেনে ভারতীয় শুটাররা
     

২৩ শে জুন থেকে টোকিওতে শুরু হওয়ার কথা অলিম্পিকের। হাতে রয়েছে এখনও ৪০ দিনের বেশি সময়। তবে তার আগেই মিশন অলিম্পিক শুরু করে দিল ভারত। টোকিও অলিম্পিক লক্ষ্য করে রওনা দিল শুটার দল। তবে তার আগে ক্রোয়েশিয়ার জাগরেবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নেবে ভারতীয় শুটিং দল৷ অলিম্পিক্সের প্রস্তুতি সারতেই এই টুর্নামেন্টে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখান থেকে সরাসরি টোকিওর উদ্দেশ্যে পারি দেবে ভারতীয় শুটাররা।

 

Latest Videos

 

ক্রোয়েশিয়ায় এই প্রতিযোগিতা চলবে ০ মে থেকে ৬ জুন পর্যন্ত। এই প্রতিযোগিতায় যাওয়ার সমস্ত ব্যবস্থা করছে ক্রোয়েশিয়া শ্যুটিং ফেডারেশন। দেশে ছাড়ার আগে শুটার সুমা শিরুর টুইটারে  ভারতীয় পতাকার সঙ্গে ছবি শেয়ার করে লেখেন,'ভারত মাতার জয়ের সঙ্গে আমরা ক্রোয়েশিয়া পারি দেওয়ার জন্য প্রস্তুত। সেখান থেকে সরাসরি আমরা চলে যাবে টোকিও অলিম্পিক ২০২০-তে। মোট ৮০ দিনের সফর। এই সফরে ভারতীয় শুটিং দল আপনাদের সকলের আশীর্বাদ প্রার্থনা করে যাতে আমরা নিজেদের সেরাটা দিতে পারি।'

 

 

ভারতীয় শুটার দল দেশ ছাড়ার আগে তাদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি সতর্কও করে দিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী কিরেণ রিজিজু।  যাতে তারা অন্য দেশের কোভিড নিয়ম ভঙ্গ না করে। কারণ সম্প্রতি মলদ্বীপে গিয়ে বেঙ্গালুরু এফসি কোভিড নিয়ম ভেঙে দেশের মুখ পুড়িয়েছে। তাই ট্যুইটারে রিজিজু লিখেছেন,‘সেফ জার্নি! অন্য দেশের কোভিড বিধি কেউ ভেঙো না। ট্রেনিংয়ে মনোসংযোগ করো, নিজেদের খেয়াল রেখো এবং সাবধানে থেকো। সব অ্যাথলিট এবং কোচেদের আমরা আমাদের সাধ্যমতো সহযোগীতা করব। অল দ্য বেস্ট।’


Share this article
click me!

Latest Videos

মুম্বইতে বেলডাঙা ইস্যু তুলে মমতার সরকারকে ধুয়ে দিলেন শুভেন্দু, দেখুন | Suvendu Adhikari
মহারাষ্ট্র কাঁপালেন শুভেন্দু! সনাতনীদের এক হওয়ার নির্দেশ রাজ্য সভাপতির | Suvendu Adhikari News Today
‘তৃণমূলের সবকটাই হাঙর’ দিলীপের চরম কটাক্ষ তৃণমূলকে | Dilip Ghosh News Today
মুম্বাই সফরে শুভেন্দু অধিকারী! পুজো করলেন সিদ্ধি বিনায়ক মন্দিরে, দেখুন সেই ভিডিও | Suvendu Adhikari
CM Yogi : নয়া স্লোগানে মঞ্চ কাঁপালেন যোগীজি #shorts #yogiadityanath