মহিলা হকি দলের সেমি ফাইনাল থেকে একাধিক খেলায় পদক জয়ের সুযোগ, দেখে নিন কমনওয়েলথে অষ্টম দিনে ভারতের সূচি

Published : Aug 05, 2022, 02:05 PM ISTUpdated : Aug 05, 2022, 02:35 PM IST
মহিলা হকি দলের সেমি ফাইনাল থেকে একাধিক খেলায় পদক জয়ের সুযোগ, দেখে নিন কমনওয়েলথে অষ্টম দিনে ভারতের সূচি

সংক্ষিপ্ত

কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) অষ্টম দিনে দিনে একাধিক বিভাগে পদক জয়ের সুযোগ রয়েছে ভারতীয় দলের (Indian Team) সামনে। দেখে নিন অষ্টম দিনে ভারতের পুরো সূচি। 

কমনওয়েলথ গেমসের সপ্তম দিনে ভারতের  ঝুলিতে আসে মোট দুটি পদক। প্রথমে লং জাম্পে ইতিহাস গড়ে রুপো জেতেন মুরলী শ্রীশঙ্কর। আরত তারপর প্যারা পাওয়ার লিফটিংয়ে ভারতকে প্রথম গোল্ড মেডেল এনে দেন সুধীর। এছাড়াও ভারতীয় বক্সাররা অনেকগুলি পদক নিশ্চিৎ করে ফেলেছে। গেমসের অষ্টম দিনে মেয়েদের হকি থেকে শুরু করে একাধিক বিভাগে পদক নিশ্চিৎ ও জয় করার সম্ভাবনা রয়েছে। 

এক ঝলকে দেখে নিন অষ্টম দিনে কমনওয়েলথ গেমসে ভারতের সূচি-

ব্যাডমিন্টন (৩.৩০ থেকে)-

মহিলাদের ডাবলস রাউন্ড অফ ১৬: জলি ট্রিসা/পুল্লেলা গায়ত্রী গোপীচাঁদ

পুরুষদের ডাবলস রাউন্ড অফ ১৬: সাত্ত্বিক সাইরাজ রানকিরেড্ডি/চিরাগ শেঠি

মহিলাদের একক রাউন্ড অফ ১৬: পিভি সিন্ধু

মহিলাদের একক রাউন্ড অফ ১৬: আকর্ষি কাশ্যপ

পুরুষদের একক রাউন্ড অফ ১৬: কিদম্বি শ্রীকান্ত

আরও পড়ুন: রুপো জিতলেন শ্রীশঙ্কর, পুরুষদের লং জাম্পে নয়া ইতিহাস


কুস্তি (৩.৩০ থেকে)-

পুরুষদের ফ্রিস্টাইল ১২৫ কেজি: মোহিত গ্রেওয়াল

পুরুষদের ফ্রিস্টাইল ৬৫ কেজি: বজরং পুনিয়া

পুরুষদের ফ্রিস্টাইল ৮৬ কেজি: দীপক পুনিয়া

মহিলাদের ফ্রিস্টাইল ৫৭ কেজি: আংশু মালিক

মহিলাদের ফ্রিস্টাইল ৬৮ কেজি: দিব্যা কাকরান

মহিলাদের ফ্রিস্টাইল ৬২ কেজি: সাক্ষী মালিক।

টেবল টেনিস-

মিক্সড ডাবল রাউন্ড অফ ১৬ (দুপুর ২টোর পর)- সাথিয়ান জ্ঞানসেকরন/মানিকা বাত্রা, শরথ কমল/আকুলা শ্রীজা

মহিলাদের একক রাউন্ড অফ ১৬ (দুপুর ৩টে ১৫-র পরে)- রিথ টেনিসন, শ্রীজা আকুলা, মানিকা বাত্রা

পুরুষদের ডাবলস রাউন্ড অফ ১৬ (বেলা ৩টে ৫৫ থেকে) - হরমিত দেশাই/সানিল শেঠি

মহিলাদের ডাবলস রাউন্ড অফ ১৬ (বিকেল সাড়ে চারটের পর) - মানিকা বাত্রা/চিতালে দিয়া পরাগ, আকুলা শ্রীজা/রিথ টেনিসন

পুরুষদের একক রাউন্ড অফ ৩২ - শরথ কমল, সাথিয়ান জ্ঞানসেকরন, সানিল শেঠি

অ্যাথলেটিক্স-

মহিলাদের ১০০ মিটার হার্ডলস রাউন্ড ১ হিট ২ - জ্যোতি ইয়ারাজি (দুপুর ৩টে ৬)

মহিলাদের লং জাম্প কোয়ালিফাইং রাউন্ড গ্রুপ এ - অ্যান্সি সোজান এডাপিলি (বিকেল ৪টে ১০)

পুরুষদের ৪ x ৪০০ মিটার রিলে রাউন্ড ১ হিট ২: ভারত (৪টে ১৯)

মহিলাদের ২০০ মিটার সেমি-ফাইনাল ২ - হিমা দাস (মাঝরাত ১২টা ৫৩)

লন বল-

মহিলা জুটির কোয়ার্টার ফাইনাল: ভারত বনাম ইংল্যান্ড - দুপুর ১টা

স্কোয়াশ-

পুরুষদের ডাবলস রাউন্ড অফ ১৬: ভেলভান সেন্থিলকুমার/অভয় সিং - বিকেল ৫টা ১৫

মিক্সড ডাবলস কোয়ার্টার ফাইনাল: দীপিকা পাল্লিকাল/সৌরভ ঘোষাল - মাঝরাত ১২টা

হকি-
মহিলাদের সেমিফাইনাল: ভারত বনাম অস্ট্রেলিয়া - রাত সাড়ে দশটা।
 

PREV
click me!

Recommended Stories

Inter Miami vs Vancouver: মেসির জাদুতে ঐতিহাসিক এমএলএস কাপ জয় ইন্টার মায়ামির
East Bengal vs FC Goa: ফতোরদা স্টেডিয়ামে স্বপ্নের সমাধি লাল হলুদের, গোলশূন্য ম্যাচে টাইব্রেকারে হার এফসি গোয়ার কাছে