বিশ্ব অ্যাথলেটে নজির গড়ল ভারতীয় মহিলারা, ৬১ বছরের ইতিহাসে প্রথম জয় ভারতের

৬১ বছর পর হাঁটা প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জয় করল ভারত। ওমানের মাসকটে বিশ্ব অ্যাথলেটে ভারতীয় মহিলাদের নজির। পদক পেলেন রবিনা, ভাবনা জাট ও মুনিতা প্রজাপতি। শুক্রবার অনুষ্ঠিত হয় বিশ্ব অ্যাথলেটিক্স রেস ওয়ারকিং (World Athletics Race Walking)। এখানেই ব্রোঞ্জ পেল ভারত। স্বর্ণ ও রূপো জিতেছে চিন ও গ্রিস।

ইতিহাস গড়ল ভারত (India)। এক নয়, তিনটি পদক জয় করল ভারতীয় নারীরা। ৬১ বছর পর হাঁটা প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জয় করল ভারত। ওমানের মাসকটে বিশ্ব অ্যাথলেটে ভারতীয় মহিলাদের নজির। পদক পেলেন রবিনা, ভাবনা জাট ও মুনিতা প্রজাপতি। শুক্রবার অনুষ্ঠিত হয় বিশ্ব অ্যাথলেটিক্স রেস ওয়ারকিং (World Athletics Race Walking)। এখানেই ব্রোঞ্জ পেল ভারত। স্বর্ণ ও রূপো জিতেছে চিন ও গ্রিস। 
মহিলাদের ২০ কিমি ইভেন্টে (Event) ১ ঘন্টা ৪০ মিনিট ২২ সেকেন্ড সময় নিয়ে ১৪ তম স্থান পেল রবিনা। ভাবনা জাট ১ ঘন্টা ৪৩ মিনিট ০৮ সেকেন্ড সময় নিতে ২১ তম স্থান পেয়েছে। আর বছর ২০-র মুনিতা প্রজাপতি ১ ঘন্টা ৪৫ মিনিট ০৩ সেকেন্ড সময় নিয়ে ২৬ তম স্থান অর্জন করেছেন। 

পদক জয়ের পর ভাবনা জাঠ বলে, জাতীয় শিবিরে আমার যে করোর পরিশ্রম করেছি তা ফলপ্রসূ হয়েছে। বিশ্ব অ্যাথলেটিক্স রেস ওয়ার্কিং টিম চ্যাম্পিয়নশিপের (World Athletics Race Walking Team Championship) ৬১ বছরের ইতিহাসে এটি ছিল ভারতীয় মহিলা দলের প্রথম পদ। এর আগে ২০১২ সালে পুরুষদের দল একটি পদ জিতেছিল।

এদিকে, ভারতের আরও একজন প্লেয়ার অমিত খাত্রীকে অযোগ্য ঘোষণা করা হয়। তিনি ওয়ার্ল্ড টিম রেসওয়ার্কিং-এ অনূর্ধ্ব ২০-র ১০ কিমি ইভেন্টে যোগ দিয়েছিলেন। ১৮ বছর বয়সী ওই যুবক ৯ কিমি পর্যন্ত যোগ দেন। তারপর তাঁকে লাল কার্ড দেখাো হয়। তিনি একজন রৌপ বিজয়ী, মাস্কাটে ভালো শুরু করেছিলেন। কিন্তু, শেষ রক্ষা হল না। দুর্ভাগ্যবশত খত্রীকে লাল কার্ড দেখানো হল। 

এই প্রতিযোগিতায় চিনের ওয়াং হংরেন ৪৪ মিনিট ০৬ সেকেন্ডে ইভেন্ট সম্পূর্ণ করে স্বর্ণপদক জয় করেন। ইতালির জিয়াম্পাওলো দিয়েগো এবং চিনের ঝেং ইউ যথাক্রমে রূপো ও ব্রোঞ্জ জেতেন। এদিকে শুক্রবারই ক্রীড়া জগতের ছিল এক কঠিন দিন। এই দিন আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিখ্যাত ক্রিকেট তারকা শেন ওয়ার্ন (Shane Warne)। হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৫২ বছর বয়সে প্রয়াত হন তিনি। তার আগে শুক্রবার সকালে প্রয়াত হন অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেট কিপার ব্যাটসম্যান রডনি মার্শ। দক্ষিণ অস্ট্রেলিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। আর সন্ধ্যে নামতেই ছড়িয়ে পড়ে শেন ওয়ার্নের মৃত্যুর খবর। এই দুই মৃত্যুতে শোকের ছায়া ক্রীড়া জগতে। 

আরও পড়ুন- প্রথম আইপিএল-এর ট্রফি জয় করেন শেন ওয়ার্নে, রাজস্থান রয়্যালসের অধিনায়ক ছিলেন

Latest Videos

আরও পড়ুন- চোটের কারণে একজন খেলোয়াড়ের কেরিয়ার ধ্বংস হবে না, অভিনব বিন্দ্রার উদ্যোগ

আরও পড়ুন- বছরে প্রায় ৩০ কোটি টাকা আয় করতেন শেন ওয়ার্নে, দেখে নিন কত কোটির মালিক ছিলেন

  
 

Share this article
click me!

Latest Videos

২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
হাড়োয়ায় তৃণমূল জিততেই বিজেপি প্রার্থীর জমি তচনচ, ক্ষোভ উগরে যা বললেন Samik Bhattacharya
'ভোট ব্যাঙ্কের জন্যই WAQF Board তৈরি করেছে Congress' বিস্ফোরক PM Modi | PM Modi Speech
Live | India vs Australia : পারথে সাড়ে তিন দিনে টেস্ট জয়, বিদেশের মাটিতে ভারতের সেরা সাফল্য?
সংসদে শীতকালীন অধিবেশন শুরু! তার আগেই বিরোধীদের কড়া বার্তা PM Modi | Parliament Winter Session 2024