
কমনওয়েলথ গেমসের অষ্টম দিনে দুরন্ত পারফর্ম করল ভারতীয় কুস্তিগীররা। শুক্রবার থেকেই শুরু হয় গেমসের কুস্তি বিভাগের খেলা। কুস্তিতে ভারতীয় দলকে এবার একাধিক পদক জয়ের দাবিদার ধরা হয়েছিল প্রথম থেকেই। আর বাউটে নেমে নিজেদের প্রমাণও করলেন নারী-পুরুষ নির্বিশেষে ভারতীয় কুস্তিগীররা। ইতিমধ্যেই কুস্তিতে চারটি রুপো জয় নিশ্চিৎ করে ফেলেছেন বজরং পুনিয়া, দীপক পুনিয়া, সাক্ষী মালিক ও অংশু মালিক। মোহিত আগরওয়াল সেমি ফাইনালে হারলেও ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে রয়েছে। রেপো চেজে ব্রোঞ্জ জয়ের সুযোগ রয়েছে দিব্যা কাকরানের।
বজরং পুনিয়া-
ছেলেদের ৬৫ কেজি বিভাগের ফাইনালে উঠে পদক নিশ্চিত করলেন বজরং পুনিয়া। তিনি সেমিফাইনালে ১০-০ ব্যবধানে হারিয়ে দেন ইংল্যান্ডের জর্জ ব়্যামকে। এর আগে প্রথম রাউন্ডে ভারতের বজরং হারিয়ে দেন নাউরুর লউয়ি বিংহ্যামকে। ৪-০ ব্যবধানে প্রথম বাউট জিতে বজরং প্রবেশ করেন কোয়ার্টার ফাইনালে। কোয়ার্টার ফাইনালে মরিশাসের জিয়ান জোরিস বানদউকে ৬-০ ব্যাবধানে হারিয়ে সেমিফাইনালে ওঠেন বজরং পুনিয়া। ফাইনালে উঠে রুপো জয় নিশ্চিৎ হলেও বজরং পুনিয়ার লক্ষ্য গোল্ড মেডেল। আর নিজের লক্ষ্যে অবিচল ভারতীয় কুস্তিগীর। ফাইনালে ওঠায় বজরংকে শুভেচ্ছা জানিয়েছেন সকলেইয
অংশু মালিক-
ফ্রি-স্টাইল কুস্তিতে মেয়েদের ৫৭ কেজি বিভাগের ফাইনালে উঠে পদক নিশ্চিত করেন অংশু মালিক। তিনি সেমিফাইনালে ১০-০ ব্যবধানে হারিয়ে দেন শ্রীলঙ্কার নেথমি পরুথোটেগকে। প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বাই পান ভারতীয় মহিলা কুস্তিগীর। এর পর কোয়ার্টার ফাইনালে ১০-০ ব্যবধানে অংশু মালিক হারিয়ে দেন অস্ট্রেলিয়ার ইরেনে সিমেয়নিদিসকে। ফাইনালে উঠে পদক নিশ্চিৎ হলেও অংশুর নজর গোল্ড মেডেলে।
সাক্ষী মালিক-
অপর এক মহিলা তারকা কুস্তিগির সাক্ষী মালিকও পদক নিশ্চিৎ করেছেন। ফ্রি-স্টাইল কুস্তিতে মেয়েদের ৬২ কেজি বিভাগের ফাইনালে উঠেছেন সাক্ষী মালিক। সেমিফাইনালে ক্যামেরুনের বার্থে এমিনিয়েন্স এতান এনগোলিকে ১০-০ ব্যবধানে হারিয়ে দেন। এর আগে ইংল্যান্ডের কেলসি বার্নসের বিরুদ্ধে কার্যত ১ মিনিটেই কোয়ার্টার ফাইনালের লড়াই জিতে নেন সাক্ষী। ১০-০-র ব্যবধান তৈরি করে টেকনিক্যাল সুপিরিয়রিটির নিরিখে বাজিমাত করেন ভারতীয় তারকা।
দীপক পুনিয়া-
ভারতের তারকা তরুণ কুস্তিগীর দীপক পুনিয়া সেমিফাইনাল ম্যাচে কানাডার আলেকজান্ডার মোরকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে প্রবেশ করলেন। এর সঙ্গে কুস্তিতে তিনি আরেকটি পদক নিশ্চিত হয়েছে। এর আগে নিউজিল্যান্ডের ম্যাথিউ অক্সেনহ্যামকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন দীপক পুনিয়া। দীপক টেকনিক্যাল সুপিরিয়রিটির নিরিখে বাউট জিতে নেন। তাঁর প্রি-কোয়ার্টার বাউট স্থায়ী হয় ৩ মিনিটেরও কম সময়।এরপর কোয়ার্টার ফাইনালে দীপক ১০-০ ব্যবধানে হারিয়ে দেন সিয়েরা লিয়নের শেকু কাসেগবামাকে।