সেপ্টেম্বরের আগে কোনও খেলাই শুরু করা সম্ভব নয়,জানিয়ে দিলেন কিরেন রিজিজু

  • দেশ জুড়ে ক্রমশ উদ্বেগজনক হচ্ছে করোনা পরিস্থিতি
  • এই পরিস্থিতি সেপ্টম্বরের আগে কোনও খেলা শুরু সম্ভব নয়
  • সেপ্টেম্বরেও শুরু করা যাবে কিনা তাও নিশ্চিত করে বলা যাচ্ছে না
  • ক্রীড়া জগৎকে হতাশ করে জানিয়ে দিলেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী কিরেন রিজিজু
     

Sudip Paul | Published : May 4, 2020 2:40 PM IST

যত দিন যাচ্ছে ততই উদ্বেগজনক হচ্ছে দেশের করোনা পরিস্থিতি। ইতিমধ্যেই দেশ জুড়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪৩ হাজার। মৃতের সংখ্যা প্রায় ১৫০০। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশ জুড়ে চলছে তৃতীয় দফার লকডাউন। এখনও নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। করোনার জেরে দেশ জুড়ে বন্ধ রয়েছে সমস্ত ধরনের স্পোর্টিং ইভেন্ট। ক্রিকেট, ফুটবল হকি, টেনিস থেকে শুরু করে সব খেলার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কবে থেকে ফের খেলায় শুরু করা যাবে, আদৌ যাবে কিনা সেই উত্তর অজানা সকলের। তবে মাসের পর মাস সব কেলা বন্ধ থাকায় ব্যাপক ক্ষতির সম্মুখীন একাধিক খেলা। তাই কবে থেকে ফের খেলা শুরু করা যাবে তা নিয়ে কৌতুহল রয়েছে কর্তাদের মধ্যে। অনকেই ভাবছিলেন জুন-জুলাইয়ের মধ্যে হয়তো কিছুটা স্বাভাবিক হবে পরিস্থিতি। সবুজ গালিচায় ধীরে ধীরে বাড়বে ব্যস্ততা। কিন্তু সব আশায় জল ঢেলে দিলেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী কিরেন রিজিজু। 

\আরও পড়ুনঃ'রোহিত শর্মাকে বল করতে চাইব না আমিও',বললেন অজি স্পিড স্টার ব্রেট লি

আরও পড়ুনঃ'ডিআরএস থাকলে টেস্টে কুম্বলে পেত ৯০০ উইকেট, হরভজন পেত ৭০০ উইকেট'

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরণ রিজিজু জানিয়ে দিয়েছেন, সেপ্টম্বরের আগে কোনও ধরনের খেলার আয়োজন সম্ভব নয়। সেপ্টম্বরেও শুরু করা যাবে কি না, তাও জোর দিয়ে বলতে পারছেন না কেন্দ্রীয় ক্রীড়ামন্রী। রিজিজু বলেছেন, এই জটিল পরিস্থিতিতে খেলার ভাবনা মাথায় আসছে না।তবে চলতি মাসের শেষের দিকে পাতিয়ালা এবং বেঙ্গালুরুর সাই শিবির চালু করার বিষয়ে সরকার চিন্তা- ভাবনা করছে বলে ক্রীড়ামন্ত্রী জানিয়ে বলেন, ভারত সেরা ক্রীড়াবিদ যাঁরা অলিম্পিকে যোগ্যতা অর্জন করেছেন বা যোগ্যতা অর্জনের জায়গায় রয়েছেন, তাঁরা এই দুই শিবিরে রয়েছেন। মার্চের মাঝামাঝি সময় থেকে এরা অনুশীলন বন্ধ করে দেয়। অবিলম্বে এদের অনুশীলন শুরু হওয়া প্রয়োজন। তাই, মে মাসের শেষের দিকে ওই দুটি শিবির পুনরায় চালু করার কথা ভাবা হচ্ছে। ভারতীয় অলিম্পিক সংস্থার সভাপতি নরেন্দ্র বাত্রা চাইছেন,  জাতীয় ক্রীড়াবিদদের দ্রুত অনুশীলনের ব্যবস্থা করা হোক। সেটা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের বক্তব্যের পর হতাশ সকলেই। কিন্তু বর্তমানে দেশের  যা পরিস্থিতি তাতে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ কেন্দ্রীয় সরকার। সেপ্টেম্বর মাসে সমগ্র পরিস্থিতি ভাল করে খতিয়ে দেখে. প্লেয়ার, কোচ, সাপোর্টিং স্টাফ সকলের নিরাপত্তার দিকটি সুনিশ্চিত করেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক।

আরও পড়ুনঃলকডাউনে একি হাল ভারতীয় উইকেট রক্ষক ঋদ্ধিমান সাহার, ভাইরাল ছবি... Read more at: https://b
 

Share this article
click me!