Tokyo Olympics: বক্সিংয়ে দুরন্ত জয় লভলিনার , পদক থেকে মাত্র এক ধাপ দূরে

টোকিও অলিম্পিকের প্রথম ম্যাচে নেমেই দুরন্ত জয় পেলেন লভলিনা বড়গোহাঁই। এর আগের ম্যাচে বাই পেয়েছিলেন তিনি। এই ম্যাচে জার্মানির প্রতিপক্ষকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌছলেন ভারতীয় বক্সার।
 

একের পর এক বিভাগে ব্যর্থতা মাঝে টোকিও অলিম্পিকে পদক জয়ের আশা জিইয়ে রাখলেন ভারতীয় মহিলা বক্সার  লভলিনা বড়গোহাঁই। বক্সিংয়ের ৬৯ কেজি বিভাগে ভারতের হয়ে অংশ নিচ্ছেন লভলিনা। প্রথম ম্য়াচে বাই পেয়েছিলেন ভারতীয় বক্সার। ফলে এদিনই টোকিওতে প্রথম রিংয়ে নেমেছিলেন লভলিনা। আর প্রথম ম্যাচেউ জার্মানির নাদিন আপেত্জকে ৩-২ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেন লভলিনা বড়গোহাঁই। 

 

Latest Videos

 

প্রথম ম্যাচে নেমেই নিজের দুরন্ত স্ট্র্যাটেজির পরিচয় দেন লভলিনা। প্রথম রাউন্ডে কিছুটা রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন ভারতীয় বক্সার। অ্যাটাকিং জার্মানির প্রতিপক্ষকে বুঝে নেন লভলিনা। রক্ষণাত্মকভাবে ভঙ্গিতে খেললেও তিন বিচারক প্রথম রাউন্ডে এগিয়ে রাখেন ভারতীয় বক্সারকে। দুজন বিচারক রায় দেন জার্মান বক্সারের পক্ষে। দ্বিতীয় রাউন্ডে সুযোগ বুঝে আক্রমণে যান লভলিনা। তৃতীয় রাউন্ডেও দেখা যায় একই চিত্র। তিনটি রাউন্ডেি তিনজন করে বিচারক রায় দেন লভলিনার পক্ষে। 

 

 

অলিম্পিকের শুরুতেই লভলিনার খেলার প্রশংসা করেছেন প্রাক্তন বক্সাররা। অলিম্পিক পদক থেকে আর মাত্র একধাপ দূরে রয়েছেন  বিশ্ব চ্যাম্পিয়নশিপে দুইবারের ব্রোজ্ঞ মেডেল জয়ী ভারতীয় বক্সার। এর আগে বক্সিংয়ে অলিম্পিকে পদক জিতেছেন মেরি কম। এবার ২৩ বছরের লভলিনার কাছ থেকে পদক জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে দেশবাসী। 

 

Share this article
click me!

Latest Videos

'দুর্নীতি করবে বলেই এরা এই প্রকল্প চালু করেছে' ট্যাব দুর্নীতিতে সরব অধীর রঞ্জন চৌধুরী
Suvendu Adhikari Live: পূর্ব মেদিনীপুরের বাজকুলে জনসভা শুভেন্দুর, দেখুন সরাসরি
'চুরি হবে অথচ তৃণমূলের নাম আসবে না তা হয় কখনও!' ট্যাব দুর্নীতিতে মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত!
Suvendu Adhikari: 'তৃণমূল বাচ্চাদের ট্যাবও খেয়ে ফেলছে' চরম কটাক্ষ শুভেন্দু অধিকারীর
‘এবার সনাতনীদের এক হতে হবে’ হিন্দুদের উদ্দেশ্যে যা বললেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari