Tokyo Olympics: বক্সিংয়ে দুরন্ত জয় লভলিনার , পদক থেকে মাত্র এক ধাপ দূরে

Published : Jul 27, 2021, 01:37 PM IST
Tokyo Olympics: বক্সিংয়ে দুরন্ত জয় লভলিনার , পদক থেকে মাত্র এক ধাপ দূরে

সংক্ষিপ্ত

টোকিও অলিম্পিকের প্রথম ম্যাচে নেমেই দুরন্ত জয় পেলেন লভলিনা বড়গোহাঁই। এর আগের ম্যাচে বাই পেয়েছিলেন তিনি। এই ম্যাচে জার্মানির প্রতিপক্ষকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌছলেন ভারতীয় বক্সার।  

একের পর এক বিভাগে ব্যর্থতা মাঝে টোকিও অলিম্পিকে পদক জয়ের আশা জিইয়ে রাখলেন ভারতীয় মহিলা বক্সার  লভলিনা বড়গোহাঁই। বক্সিংয়ের ৬৯ কেজি বিভাগে ভারতের হয়ে অংশ নিচ্ছেন লভলিনা। প্রথম ম্য়াচে বাই পেয়েছিলেন ভারতীয় বক্সার। ফলে এদিনই টোকিওতে প্রথম রিংয়ে নেমেছিলেন লভলিনা। আর প্রথম ম্যাচেউ জার্মানির নাদিন আপেত্জকে ৩-২ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেন লভলিনা বড়গোহাঁই। 

 

 

প্রথম ম্যাচে নেমেই নিজের দুরন্ত স্ট্র্যাটেজির পরিচয় দেন লভলিনা। প্রথম রাউন্ডে কিছুটা রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন ভারতীয় বক্সার। অ্যাটাকিং জার্মানির প্রতিপক্ষকে বুঝে নেন লভলিনা। রক্ষণাত্মকভাবে ভঙ্গিতে খেললেও তিন বিচারক প্রথম রাউন্ডে এগিয়ে রাখেন ভারতীয় বক্সারকে। দুজন বিচারক রায় দেন জার্মান বক্সারের পক্ষে। দ্বিতীয় রাউন্ডে সুযোগ বুঝে আক্রমণে যান লভলিনা। তৃতীয় রাউন্ডেও দেখা যায় একই চিত্র। তিনটি রাউন্ডেি তিনজন করে বিচারক রায় দেন লভলিনার পক্ষে। 

 

 

অলিম্পিকের শুরুতেই লভলিনার খেলার প্রশংসা করেছেন প্রাক্তন বক্সাররা। অলিম্পিক পদক থেকে আর মাত্র একধাপ দূরে রয়েছেন  বিশ্ব চ্যাম্পিয়নশিপে দুইবারের ব্রোজ্ঞ মেডেল জয়ী ভারতীয় বক্সার। এর আগে বক্সিংয়ে অলিম্পিকে পদক জিতেছেন মেরি কম। এবার ২৩ বছরের লভলিনার কাছ থেকে পদক জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে দেশবাসী। 

 

PREV
click me!

Recommended Stories

Australia vs England: অ্যাশেজের তৃতীয় টেস্টে দুরন্ত সেঞ্চুরি অ্যালেক্স ক্যারের, প্রথম দিনের শেষে অজিদের স্কোর ৩২৬ রান
জসপ্রীত বুমরাকে ছাপিয়ে গেলেন, টি-২০ র‍্যাঙ্কিংয়ে নতুন উচ্চতায় বরুণ চক্রবর্তী