২৪, ২৬ এবং ২৭ ফেব্রুয়ারি টি টোয়েন্ট ম্যাচগুলো (Match) খেলা হবে। প্রথম ম্যাচ হবে লখনউ-তে (Lucknow) আর পরের দুটি ম্যাচ হবে ধর্মশালাতে (Dharamshala)। প্রথম টেস্ট হবে ৪ মার্ট। প্রথম টেস্ট খেলা হবে মোহালিতে। বেঙ্গালুরুতে হবে পরের দিন রাতের টেস্ট।
আর মাত্র কয়ের দিনের অপেক্ষা। তারপরই শুরু হবে পিঙ্ক বল টেস্ট (Pink Ball Test)। ১২ মার্চ থেকে শুরু হচ্ছে খেলা। শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে খেলবে ভারত। ভারতের দিন রাতের টেস্ট হবে বেঙ্গালুরুতে। মোট তিনটি টি টোয়েন্টি ম্যাচ এবং দুটি টেস্ট খেলবে ভারত। সম্প্রতি, এই খেলা নিয়ে নয়া তথ্য প্রকাশ করল বোর্ড। জানানো হল টেস্ট নয়, আগে হবে টি টোয়েন্টি সিরিজ। দিন ঘোষণা করা হল ম্যাচের।
জানা গিয়েছে, ২৪, ২৬ এবং ২৭ ফেব্রুয়ারি টি টোয়েন্ট ম্যাচগুলো (Match) খেলা হবে। প্রথম ম্যাচ হবে লখনউ-তে (Lucknow) আর পরের দুটি ম্যাচ হবে ধর্মশালাতে (Dharamshala)। প্রথম টেস্ট হবে ৪ মার্ট। প্রথম টেস্ট খেলা হবে মোহালিতে। বেঙ্গালুরুতে হবে পরের দিন রাতের টেস্ট।
মোহালির টেস্ট হবে বিরাট কোহলির শততম ম্যাচ। ৯৯টা ম্যাচ ইতিমধ্যে খেলেছেন কোহলি। এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে শততম ম্যাচ খেলবেন কোহলি (Virat Kohli)। এদিকে কেরিয়ারের সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ভারতীয় প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। টেস্ট, ওয়ানডে এবং টি টোয়েন্টি তিন ম্যাচে বিরাটের পারফরমেন্স খুবই খারাপ ছিল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ফের ব্যর্থ বিরাট কোহলি। তিনি ম্যাচের ওয়ানডে সিরিজে বিরাট কোহলির মাত্র ২৬ রান করতে পেরেছেন। পর পর তিনটি ম্যাচের তিনি ৮, ১৮ ও ০ রানের ইনিংস খেলেছেন। এই প্রসঙ্গে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) মন্তব্য করেন। তিনি বলেন, কোহলিকে সময় দেওয়া হোক। তাঁকে সময় দিলে সব ঠিক হয়ে যাবে।
বুধবার শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ। তার আগে কোহলির বড় স্কোর করতে না পারার বিষয় রোহিতকে প্রশ্ন করা হয়। এই প্রসঙ্গে বলেন তিনি বলেন, ‘যদি আপনার কিছুদিন মুখ বন্ধ রাখতে পারেন তা হলে সব থেকে ভালো। কিছুদিন আপনার চুপচাপ থাকলে সব ঠিক হয়ে যাবে। যদি আপনাদের দিক থেকে এত কথা বলা বন্ধ হয় তবে বাকি সব কিছুর ব্যাপারে যত্ন নেওয়া যেতে পারে।’
সে যাই হোক, শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামতে চলেছে ভারত (India)। বোর্ডের পক্ষ থেকে দিন ঘোষণা করা হল ম্যাচের। এখন দেখার ভারতের মাথায় জয়ের শিরোপা ওঠে কিনা। শ্রীলঙ্কার বিরুদ্ধে শততম ম্যাচ খেলবেন কোহলি।
আরও পড়ুন: ভারতকে সমীহ করলেও টি২০ সিরিজের আগে হুঙ্কার পোলার্ডের, কী বললেন ক্য়ারেবিয়ান অধিনায়ক
আরও পড়ুন: 'কুলচা' জুটি সম্পদ, 'কুলচা' জুটির ভবিষ্যৎ নিয়ে বললেন রোহিত শর্মা
আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি২০ ম্য়াচে ভারতীয় দলে একাধিক চমক, দেখে নিন সম্ভাব্য একাদশ