রেকর্ড গড়ে উইম্বলডন ২০২২ অভিযান শুরু করলেন নোভাক জোকোভিচ, হারালেন কোরিয়ান প্রতিপক্ষকে

উইম্বলডন ২০২২ (Wimbledon 2022) -এর প্রথম রাউন্ডে জয় পেল নোভাক জোকোভিচ (Novak Djokovic)। কোরিয়ান প্রতিপক্ষকে হারাল ৬-৩, ৩-৬, ৬-৩, ৬-৪ ব্যবধানে। একইসঙ্গে প্রথম ম্যাচ জিতেই করলেন অনন্য রেকর্ড।
 

Web Desk - ANB | Published : Jun 28, 2022 7:01 AM IST

২০১১, ২০১৪, ২০১৫, ২০১৮, ২০১৯ ও ২০২১ এর আগে  ছবার উইম্বলডন জিতেছেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। তারমধ্যে শেষ তিনবার চ্যাম্পিয়ন হড়ে গড়েছেন হ্যাটট্রিকের রেকর্ডও (২০২০সালে কোভিডের কারমে উইম্বলডন হয়নি)। এবার টানা চতুর্থবার সবুজ ঘাসের কোর্টে ট্রফি জয়ের লক্ষ্য়ে নেমেছেন জোকার। আর উইম্বলডন ২০২২-এর শুরুটাও করলেন দুরন্তভাবে। প্রথম ম্য়াচে  দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষ সুন উ কুয়োনের বিরুদ্ধে একটটি সেট হারলেও ৪ সেটের মধ্যে তিনটি জিতে ম্যাচ জিতে নেন নোভাক জোকভিচ।  আর এবারের উইম্বলডনে প্রথম ম্য়াচ জিতেই অনন্য রেকর্ড গড়লেন সার্বিয়ান টেনিস তারকা। উইম্বলডনের ইতিহাসে প্রথম টেনিস তারকা হিসাবে ৮০টি ম্যাচ জেতার রেকর্ড গড়লেন নোভাক জোকোভিচ। সেঞ্চুরি  করাই তার লক্ষ্য বলে ম্য়াচ শেষে জানান জোকার।

প্রথম রাউন্ডে জোকোভিচের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষ সুন উ কুয়োনের বর্তমানে ব়্যাঙ্কিং ৮১। জোকোভিচের পক্ষে ম্য়াচটা যে খুব একটা কঠিন হবে না তা প্রথম থেকেই জানা ছিল সকলের। কিন্তু ম্যাচে নিজের সেরাটা দিয়ে লড়াই করার চেষ্টা করলেন  কুয়োন। ফরাসী ওপেনে লাল সুড়কির কোর্টে খেলার পর মাঝে কোনও ঘাসের কোর্টে অনুশীলন না করায় প্রথম দিকে সমস্যায় পড়তে হচ্ছিল জোকোভিচকে। সেই সুযোগ নিয়ে  প্রথম থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলছিলেন কোরিয়ান প্রতিপক্ষ। দুর্দান্ত সার্ভ করছিলেন। ভাল রকম বিপদে ফেলে দিয়েছিলেন জোকোভিচকে। জোকোভিচের সার্ভিস ভেঙে প্রথম সেটেই এক সময় ৩-১ এগিয়ে গিয়েছিলেন কুয়োন। ছন্দ ফিরে পেয়ে টানা পাঁচটি পয়েন্ট পেয়ে গেম জিতেছিলেন জোকোভিচ। দ্বিতীয় সেটেও জোকোভিচের বিরুদ্ধে এক সময় ৩-১ এগিয়ে গিয়েছিলেন কুয়োন। পাল্লা দিয়ে লম্বা র‌্যালি গড়ছিলেন জোকোভিচের বিরুদ্ধে। বেসলাইনের সামনেও যথেষ্ট সপ্রতিভ দেখাচ্ছিল তাঁকে। দ্বিতীয় সেটের নবম গেমের মাথায় প্রথম সেট পয়েন্ট পেয়েছিলেন কুয়োন। সেটি কাজে লাগিয়ে সেট জেতেন।

 

 

তবে ঘাসের কোর্টে একটু সময় কাটানোর পরই নিজের চেনা ছন্দে ফেরেন নোভাক জোকোভিচ। তৃতীয় সেট থেকে প্রতিপক্ষকে আর সেবাবে দাঁড়াতেই দেননি জোকার। ব্য়াকহ্যান্ড খেলে প্রতিপক্ষকে নাজেহাল করে দেন তিনি।  বেসলাইনেও নিজের ছন্দ ফিরে পান। যার ফলে তৃতীয় ও চতুর্থ রাউন্ডে সহজেই জয় পান তিনি। জকোভিচ ২ ঘণ্টা ২৭ মিনিটে চার সেটের লড়াই জেতেন ৬-৩, ৩-৬, ৬-৩, ৬-৪ ব্যবধানে। দ্বিতীয় রাউন্ডে থানাসি কোক্কিনাকিস এবং কামিল মাজরাক ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে খেলবেন জোকোভিচ। 

আরও পড়ুনঃশুধু টেনিস নয় রূপেও আগুন ঝরান, চিনে নিন এবারের উইম্বলডনে সেরা ৫ হট অ্যান্ড সেক্সি প্লেয়ারদের

আরও পড়ুনঃপ্রকাশ্যে চলবে না উদ্দাম যৌনতা, উইম্বলডনে কঠোর নিয়ম জারি স্থানীয়দের

Share this article
click me!