পদকজয়ের পর কথা বললেন মোদী, উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ মণীশ-সিংরাজের

মিক্সড ৫০ মিটার পিস্তল এসএইচ১ ইভেন্টে সোনা জিতেছেন মণীশ নারওয়াল। সিংঘরাজও এই বিভাগে রুপো জিতেছেন। এর ফলে প্যারালিম্পিক্সে সকাল সকাল আরও দুটি পদক এল ভারতের ঘরে।

টোকিও প্যারালিম্পিক্সে একের পর এক পদক জিতছে ভারত। পদক বৃষ্টি হয়েই চলেছে। প্যারালিম্পিক্সের ১১তম দিনের সকালে একই ইভেন্টে জোড়া পদক পেল ভারত। মিক্সড ৫০ মিটার পিস্তল এসএইচ১ ইভেন্টে সোনা জিতেছেন মণীশ নারওয়াল। সিংঘরাজও এই বিভাগে রুপো জিতেছেন। এর ফলে সকাল সকাল আরও দুটি পদক এল ভারতের ঘরে। এই সাফল্যের পরই তাঁদের দু'জনের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  

মিক্সড ৫০ মিটার পিস্তল এসএইচ১ ইভেন্টে ভারতে সোনা এনে দিয়েছেন মণীশ নারওয়াল। কেরিয়ারের সেরা পারফর্ম্যান্স দিয়ে তাঁর সংগ্রহে রয়েছে ২১৮.২ পয়েন্ট। অন্যদিকে তাঁর থেকে মাত্র ১.৫ পয়েন্ট কম পেয়ে ভারতকে রুপো এনে দিলেন সিংরাজ। তাঁর সংগ্রহে রয়েছে ২১৬.৭ পয়েন্ট। আর এই ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন রাশিয়ান প্যারালিম্পিক্স কমিটির শুটার সার্গি মালিসেভ।

Latest Videos

আরও পড়ুন- হোটেলে ঘরে ঢুকে প্রস্তাব' কোচের বিরুদ্ধে বিস্ফোরক টোকিও অলিম্পিক্স তারকা মনিকা বাত্রা

 

 

প্রাথমিক ১০টি শটের পর এই ইভেন্টে প্রথম স্থানে ছিলেন সিংরাজ। আর পঞ্চম স্থানে ছিলেন মণীশ নারওয়াল। তবে পরবর্তীতে দুই শটের রাউন্ডগুলিতে ধীরে ধীরে উপরে উঠতে শুরু করেন মণীশ। আর এভাবেই শেষ হাসি হাসেন তিনি। এই সাফল্যের পরই তাঁদের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী। প্যারা অ্যাথলিটদের যেভাবে প্রধানমন্ত্রী উৎসাহ দিচ্ছেন তা দেখে খুশি দুই পদকজয়ী। এভাবে পাশে থাকার জন্য মোদীকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা। 

 

 

এরপর টুইট করে মণীশের উদ্দেশ্যে মোদী লেখেন, "তরুণ এবং প্রতিভাবান মণীশ নারওয়ালের দুর্দান্ত সাফল্য। তাঁর স্বর্ণপদক জয় ভারতীয় খেলাধুলোর জন্য একটি বিশেষ মুহূর্ত। তাঁকে অভিনন্দন জানাই। আগামীর জন্য তাঁকে অনেক শুভেচ্ছা।"

 

 

আরও পড়ুন- ভারতীয় প্রতিযোগীদের অনবদ্য পারফরম্যান্স, পিস্তল শ্যুটিং ফের এল সোনা ও রুপোর পদক

পাশাপাশি সিংরাজেরও প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, "ফের একটি পদল জিতলেন সিংরাজ। এবার মিক্সড ৫০ মিটার পিস্তল এসএইচ১ ইভেন্টে পদক জিতলেন। তাঁর সাফল্যে ভারত আনন্দিত। তাঁকে অভিনন্দন জানাই। আগামীর জন্য তাঁকে অনেক শুভেচ্ছা।"

Share this article
click me!

Latest Videos

TMC ছেড়ে কেন BJP-তে শুভেন্দু! আজ নিজেই বলে দিলেন সব | Suvendu Adhikari | Bangla News
'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর
'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
ওয়াকফ বিলের (Waqf Bill) আঁচ বাংলার বিধানসভায়, দেখুন কী বললেন Suvendu Adhikari