টোকিও অলিম্পিক্স থেকে ফিরে ভারতীয় টেনিস দলের কোচ সৌম্যদীপ রায়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন টোকিও অলিম্পিক্স তারকা মণিকা বাত্রা। নিজের অ্যাকাডেমির ছাত্রীকে সুবিধা করে দিতে না কি হোটেলে মণিকার ঘরে এসেছিলেন সৌম্যদীপ। মণিকার এই অভিযোগ আবার করেছে বাংলার টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সচিব শর্মি সেনগুপ্তকে।
আরও পড়ুন-মাঠের বাইরেও বিরাট জনপ্রিয়তা, ইনস্টাগ্রামে কোহলির ফলোয়ার ছাড়াল ১৫০ মিলিয়ন
সৌম্যদীপের বিরুদ্ধে এই ধরণের ঘৃণ্য অভিযোগ মেনে নিতে নারাজ বাংলার টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সচিব শর্মি সেনগুপ্ত। তিনি বলছিলেন, ‘সৌম্যদীপ ৪ বছর ধরে এত ভালো কাজ করছে। ওকে আমি দীর্ঘদিন ধরে চিনি। সৌম্যদীপ এই ধরণের বোকামি করতে পারে বলে আমার মনে হয় না। এটা এখন সর্বভারতীয় টেবিল টেনিস ফেডারেশনের বিচারাধীন বিষয়। সঠিক তদন্ত করে আসল তথ্য ঠিক বার করা হবে।’
শুধু সৌম্যদীপ নয় মণিকা প্রসঙ্গেও শর্মী সেনগুপ্ত বলেছেন 'মণিকাকেও দীর্ঘদিন ধরে চিনি। খুবই ভালো মেয়ে। নিজের খেলা নিয়ে এতটাই মগ্ন থাকে, অন্য বিষয়ে মাথা ঘামায় না। মোবাইল পর্যন্ত নিজের কাছে রাখে না। খেলার প্রতি এতটাই ডেডিকেটেড থাকে, সেই মেয়ে এই ধরণের অভিযোগ কেন করছে এটা সত্যিই ভাববার বিষয়।'
ভারতীয় টেবিল টেনিস ফেডারেশন যে শোকজ করেছিল তার উত্তরেই মণিকা বলেছেন 'মার্চ মাসে দোহায় চলছিল টোকিও অলিম্পিক্সের যোগ্যতা অর্জন ম্যাচ। সেখানেই হোটেলে আমার ঘরে এসে ম্যাচ ছাড়ার প্রস্তাব নিয়ে আসেন সৌম্যদীপ রায়।' আমি সেই প্রস্তাব সঙ্গেসঙ্গে ফিরিয়ে দিই কারণ এই ধরণের কাজ আমার কাছে ম্যাচ ফিক্সিংয়ের সমান। এই ঘটনার যথাযথ প্রমাণ ও আমার কাছে আছে। প্রয়োজনে যথা সময়ে আমি তা পেশ করতে পারি '
আরও পড়ুন-উন্মুক্ত উরু থেকে ক্লিভেজ, একাধিক হট পোজে ফের ট্রোলড শামি পত্নী হাসিন, দেখুন ছবি
তবে এই নিয়ে এখন ও মুখ খোলেন নি সৌম্যদীপ। এত বড়ো গুরুতর অভিযোগ করার পরে ও সৌম্যদীপ কেন চুপ তা নিয়েই তৈরী হচ্ছে রহস্য। বর্তমানে সৌম্যদীপের উত্তরের জন্যই অপেক্ষা করা হচ্ছে। সৌম্যদীপের উত্তর এলেই পরবর্তী পদক্ষেপ করবে ফেডারেশন।