কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস তৈরি করেছে ভারতীয় মহিলা হকি দল। ১-০ গোলে ৩ বারের সোনা জয়ীদের হারিয়েছে টিম ইন্ডিয়া। জয়ের পর শুভেচ্ছার জোয়ারে ভাসছে ভারতীয় মহিলা দল।
চলতি টোকিও অলিম্পিকে সব থেকে বড় অঘটনটা ঘটিয়ে দেখাল ভারতীয় মহিলা হকি দল। কোয়ার্টার ফাইনালে তিন বারের অলিম্পিক গোল্ড মেডেলিস্ট অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ চারের জায়গা পাকা করে নিল রানি রামপালের দল। ম্যাচে গোল করে জয়ের নায়ক গুরজিত কউর। একইসঙ্গে পুরো দলের একত্রিত লড়াইয়ে অসি বধ করে অসম্ভবকে সম্ভব করে তোলে। এর আগে অলিম্পিকের মঞ্চে কোনও ভারতী মহিলা দল এতদূর পৌছতে পারেনি। ইতিহাস তৈরি করার পর শুভেচ্ছার জোয়ারে ভাসছে ভারতীয় হকি দল।
এক সময় গ্রুপের প্রথম তিনটি ম্যাচের তিনটিতে হেরে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল রানি রামপালের দলের। সেখান থেকে গ্রুপের শেষ দুই ম্যাচে আয়ারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কোয়ার্টারে জায়গা পাকা করে ভারতীয় মহিলা দল। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাবড় তাবড় বিশেষজ্ঞরা পর্যন্ত ভাবেননি ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে। ফলে এই জয় ও সাফল্য রূপকথার থেকে কম নয়। ভারতীয় মহিলা হকি দলের এই সাফল্যে ট্যুইটে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আরও পড়ুনঃঅলিম্পিকে ইতিহাস গড়ল ভারতীয় মহিলা হকি দল, অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিতে টিম ইন্ডিয়া
বর্তমান ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘ঐতিহাসিক জয়। অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার সেমি ফাইনালে আমরা। ১৩০ কোটি ভারতবাসী তোমাদের পিছনে আছে।’
আরও পড়ুনঃTokyo Olympic 2020- ভারতের সোনার মেয়ে পিভি সিন্ধুর অন্য ছবি, মন কেড়ে নেবে আপনারও
দেশের সদ্য প্রাক্তন ক্রীডা মন্ত্রী ও তথা বর্তমান আইন মন্ত্রী কিরেণ রিজিজুও শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় মহিলা হকি দলকে। লিখেছেন,‘ভারতের স্বপ্ন সত্যি হচ্ছে। ভারতীয় পুরুষ ও মহিলা, উভয় হকি দলই টোকিওতে সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে। আমার আনন্দ বা উচ্ছ্বাস ব্যক্ত করার কোন ভাষা নেই আমার কাছে।’
এছাড়া শুভেচ্ছা জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। লিখেছেন,'আরও একটি ঐতিহাসিক সাফল্য। পুরুষ দলের পর এখন ভারতীয় মহিলা হকি দলও টোকিও অলিম্পিকের সেমিফাইনালে উঠল। সকল দেশবাসীকে অভিনন্দন।'
ভারতীয় মহিলা হকি দলের এই সাফল্য উচ্ছ্বসিত গোটা দেশ। এবার সেমি ফাইনালে ভারতের সামনে আরও এক কঠিন প্রতিপক্ষ আর্জেন্টিনা। অস্ট্রেলিয়াকে হারানোর পরল আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া। এবার রানি রামপালদের কাছ থেকে পদক জয়ের স্বপ্ন দেখতে ১৩০ কোটির দেশ।