অ্যাথলেটিক্সে আরও দুটি রুপো ভারতের ঝুলিতে, পদক পেল ভারতীয় পুরুষ লন বোল দল

কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) শনিবার মহিলাদের ১০ হাজার মিটার রেস ওয়াকে রুপো জিতলেন প্রিয়াঙ্কা গোস্বামী (Priyanka Goswami)।,  ৩০০০ মিটার স্টিপল চেজে রুপো জিতলেন অবিনাশ সাবলে(Avinash Sable), লন বোলসে (Lawn Bowls)রুপো জিতলেন ভারতীয় পুরুষ দল।

কমনওয়েলথ গেমস ২০২২-এ অ্যাথলেটিক্স ইভেন্টে  এর আগে হাই জাম্পে তেজস্বিন শঙ্কর ও লং জাম্পে এম শ্রীশঙ্কর। শনিবার গেমসে অ্যথলেটিক্সে এল আরও দুটি পদক। মহিলাদের ১০ হাজার মিটার রেস ওয়াকে দেশকে রুপো উপহার দেন  প্রিয়াঙ্কা গোস্বামী। টোকিও অলিম্পিক্সের বর্থতা ভুলে কমনওয়েলথে পদক জিততে পেরে খুশি প্রিয়ঙ্কা। অপরদিকে ৩০০০ মিটার স্টিপল চেজে দুরন্ত পারফরম্যান্স করে রুপো জিতেছেন অবিনাশ সাবলে  নিজের ব্যক্তিগত সেরা পারফরম্যান্সের পাশাপাশি নয়া জাতীয় রেকর্ডও গড়েছেন অবিনাশ। অপরদিকে, লন বোলে মহিলারা সোনা জিতে নজির সৃষ্টি করেছিলেন। এবার  লন বোলসে রুপো জিতলেন ভারতীয় পুরুষ দল।

১০ হাজার মিটার রেস ওয়াকে প্রথম থেকেই পদক জয়ের লক্ষ্যে শুরু করেছিলেন প্রিয়াঙ্কা গোস্বামী তিনি নিজের সেরা টাইমিং করে কমনওয়েলথ গেমসে রুপো পেয়েছেন। প্রিয়াঙ্কা ৪৩:৩৮.৮২-এ রেস সম্পূর্ণ করেছেন। যা তাঁর ব্যক্তিগত সেরা। এই ইভেন্টে অস্ট্রেলিয়ার জেমিমা মন্টাগ ৪২:৩৪ সময় নিয়ে সোনা জিতেছেন, যেখানে ব্রোঞ্জ জিতেছেন কেনিয়ার এমিলি ওয়ামুসি এনগিই সময় নিয়েছেন ৪৩:৫০। এই জয়ের  ফলে ইতিহাসও সৃষ্টি করেছেন প্রিয়ঙ্কা। এই প্রথমবার কমনওয়েলথ গেমসে রেস ওয়াক ইভেন্টে কোনও পদক জয় করলেন ভারতের কোনও মহিলা অ্যাথলিট। 

Latest Videos

বিশ্ব চ্যাম্পিয়নশিপের হতাশা কমনওয়েলথ গেমসে কাটিয়ে দিলেন অবিনাশ সাবলে। ৩০০০ মিটার স্টিপলচেজে রুপো পেলেন তিনি। এ দিন সাবলের সময় ৮:১১.২০ সেকেন্ড। তাঁর জাতীয় রেকর্ড ছিল ৮:১২.৪৮ মিনিট। সোনা জিতেছেন কেনিয়ার আব্রাহাম কিবিয়ত (৮:১১.১৫)। বিশ্ব চ্যাম্পিয়নশিপে কিবিয়ত পঞ্চম স্থানে শেষ করেন। সাবলে সবার নীচে শেষ করেন। তবে কমনওয়েলথে সাফল্য পেলেন তিনি। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী কেনিয়ার কনসেসলাস কিপ্রুতো পঞ্চম স্থানে শেষ করেছেন। নিজের শেষ ল্যাপে আর একটি ভালো পারফরম্যান্স করলে হয়তো সোনাই আসত ভারতের ঘরে। তবে রুপো জয়ের পর শুভেচ্ছাপ জোয়ারে ভাসছেন অবিনাশ সাবলে।

কমনওয়েলথ গেমসে  মেন্স ফোর লন বোলসে সোনা জয়ের লক্ষ্য নিয়ে নামলেও নর্দার্ন আয়ারল্যান্ডের বিরুদ্ধে হারতে হয় ভারতকে। যার ফলে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ভারতকে। চলতি কমনওয়েলথ গেমসে দারুণ ফর্মে ছিল ভারতীয় পুরুষ লন বোলস দল। গ্রুপ লিগে ইংল্যান্ডের কাছে ২০-১১ ফলে হারলেও ফিজিকে তারা হারায় ১৪-১১ ফলে। কুক আইল্যান্ডকে তারা হারায় ২০-১০ ফলে। কোয়ার্টার ফাইনালে কানাডাকে ১৪-১২ ফলে তারা হারায়। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে জেতে ১৩-১২ ফলে। তবে শেষ রক্ষা হল না। সুনীল বাহাদুর, নভনীত সিং, চন্দন কুমার সিং এবং দীনেশ কুমার সাফল্যে গর্বিত দেশ।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
উপনির্বাচনে (By Election) কেমন ফল করবে বিজেপি? দেখুন কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
Bear Rescue Operation | বরফের মধ্যে ভাল্লুকের প্রান বাঁচাল ভারতীয় সেনা, দেখুন দুঃসাহসিক ভিডিও
ট্যাব কেলেঙ্কারির প্রতিবাদে শিক্ষকদের জোরদার বিক্ষোভ! দাবি সঠিক তদন্তের! | Bengal Tab Scam