Syed Modi International: দুরন্ত ছন্দে পিভি সিন্ধু, স্ট্রেট সেটে জিতে শেষ আটে তারকা শাটলার

সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টে (Syed Modi International Badminton Tournament) দুরন্ত ফর্মে পিভি সিন্ধু (PV Sindhu)। দ্বিতী রাউন্ডের আমেরিকার (America)প্রতিপক্ষকে স্ট্রেট গেমে হারিয়ে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে (Quarter Final)পৌছলেন ভারতীয় তারকা শাটলার (Indian Star Shuttler)। 

টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics) পদক জিতে ইতিহাস তৈরি করেছিলেন পিভি সিন্ধু (PV Sindhu)। প্রথম ভারতীয় মহিলা হিসেবে পরপর দুটি অলিম্পিকে পদক জয়ের নজির তৈরি করেছিলেন সিন্ধু। কিন্তু ছুটিয়ে কাটিয়ে কোর্টে ফেরার পর থেকেই সময়টা একেবারেই ভালো যাচ্ছে ভারতীয় তারকা শাটলারের (Indian Star Shuttler)। সাফল্য আসেনি কোনও প্রতিযোগিতাতেই। অবশেষে ট্রফির খরা কাটাতে সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টকেই (Syed Modi International Badminton Tournament) পাখির করার কথা আগেই ঘোষণা করছিলেন পিভি সিন্ধু। সেই লক্ষ্য়েই এগিয়ে চলেছিলেন ভারতীয় ব্যাডমিন্টন আইকন। প্রথম রাউন্ডে দেশী তানিয়া হেমন্তকে ২১-৯, ২১-৯ পরাজিত করেছিলেন সিন্ধু। এবার দ্বিতীয় রাউন্ডে আমেরিকার  লরেন ল্যামকে স্ট্রেট সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌছে গিলেন তারকা শাটলার।

দ্বিতীয় রাউন্ডে প্রথম থেকেই বিশেষজ্ঞরা এগিয়ে রেখেছিলেন পিভি সিন্ধুকে। ম্যাচেও সিন্ধুর বিরুদ্ধে খুব  একটা লড়াই দিতে পারেননি আমেরিকার লরেন ল্যাম। প্রথম গেমে পিভি সিন্ধুর বিরুদ্ধে তাও কিছুটা লড়াই দিয়েছিলেন মার্কিন প্রতিপক্ষ। তবে সিন্ধুর অভিজ্ঞতার কাছে শেষ পর্যন্ত হার মানতে হয়  লরেন ল্যামকে। প্রথম থেকেই লিড নিতে শুরু করেন সিন্ধু। শেষ পর্যন্ত প্রথম গেম ২১-১৬  ব্যবধানে জেতেন অলিনম্পিকে পদক জয়ী ভারতীয় শাটলার। দ্বিতীয় গেম ছিল মার্কিন প্রতিপক্ষরে কাছে ডু অর ডাই। কিন্তু সেখানে পিভি সিন্ধু প্রতিপক্ষকে খুব একটা লড়াই করার সুযোগই দেননি। দ্বিতীয় গেমেও প্রথম থেকেই  নিজের আধিপত্য বিস্তার করতে থাকেন পি ভি সিন্ধু। শেষ  পর্যন্ত ২১-১৩ ব্যবধানে দ্বিতীয় গেম জিতে ম্য়াচ পকেটে পুরে নেন সিন্ধু।

Latest Videos

পরপর দুটি রাউন্ড সহজেই জিতে প্রতিযোগিতার কোায়ার্টার ফাইনালে পৌছে গেলেন সিন্ধু। শেষ চারে ওঠার লড়াইয়ে পিভি সিন্ধু মুখোমুখি হবেন থাইল্যান্ডের সুপানিডা কাথেথঙ্গ। গত সপ্তাহে ইন্ডিয়া ওপেনের সেমিফাইনালে দেখা হয়েছিল দুজনের। সেই ম্যাচে জয়ী হয়েছিলেন সুপানিডা কাথেথঙ্গ। ফলে সিন্ধুর সামনে থাকছে সেই হারের বদলা নেওয়ার সুযোগ।  ফলে কোয়ার্টার ফাইনালে নিজের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন পিভি সিন্ধু। একইসঙ্গে এই প্রতিযোগিতা থেকেই নতুন বছরের প্রথনম ট্রফি জিততে মরিয়া ভারতীয় তারকা শাটলার। ইন্ডিয়া ওপেনে সাইনা নেহওয়ালকে পরাজিত করা মালভিকা বানসোদও কোয়ার্টার ফাইনালে উঠেছেন।অপরদিকে, সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরুষ বিভাগে এইচএস প্রণয় প্রিয়াংশু রাজাওয়াতকে ২১-১১, ১৬-২১, ২১-১৮ ব্যবধানে হারান। 
 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today