প্রথম ম্যাচেই দাপুটে জয়, অলিম্পিকে আশা জাগাচ্ছেন পিভি সিন্ধু

Published : Jul 25, 2021, 02:17 PM IST
প্রথম ম্যাচেই দাপুটে জয়, অলিম্পিকে আশা জাগাচ্ছেন পিভি সিন্ধু

সংক্ষিপ্ত

ব্যাডমিন্টনে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে প্রতিপক্ষকে দাপট দেখিয়ে জয় পেলেন সিন্ধু। প্রথম ম্যাচে সিন্ধুর প্রতিপক্ষ ছিলেন ইসরায়েলের পোলিকারপোভা সেনিয়া।

সাড়া জাগিয়ে অলিম্পিকে দৌড় শুরু করলেন পুসারেলা ভেঙ্কট সিন্ধু। পিভি সিন্ধুর হাত ধরে নতুন করে আশা জাগাচ্ছে ভারত। ব্যাডমিন্টনে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে প্রতিপক্ষকে দাপট দেখিয়ে জয় পেলেন সিন্ধু। প্রথম ম্যাচে সিন্ধুর প্রতিপক্ষ ছিলেন ইসরায়েলের পোলিকারপোভা সেনিয়া। সরাসরি সেনিয়াকে সেটে উড়িয়ে দিলেন তিনি। 

প্রথম সেট থেকেই আক্রমণাত্মক ছিলেন সিন্ধু। দ্বিতীয় সেটে বিপক্ষকে নিজের সামনে দাঁড়াতেই দেননি তিনি। ম্যাচ যত গড়িয়েছে, নিজের হাতে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছেন ভারতের এই তারকা ব্যাডমিন্টন প্লেয়ার। প্রথম কয়েক পয়েন্টের ক্ষেত্রে জোর টক্কর হয়েছে দুই খেলোয়াড়ের। প্রথম সেটে টানা ১৩ পয়েন্ট জেতেন তিনি। এরপর সেট ঝুলিতে ভরেন ২১-৭ ব্যবধানে। 

দ্বিতীয় সেটে আরও আক্রমণাত্মক ছিলেন সিন্ধু। ড্রপ শট, ভলি, স্ম্যাশ এ্কের পর এক অসাধারণ ভঙ্গীতে বিপক্ষকে কবজা করে ফেলেন তিনি। দ্বিতীয় সেট তিনি জেতেন ২১-১০ পয়েন্টে। দ্বিতীয় তথা গ্রুপের শেষ ম্যাচে হংকংয়ের চিউং গান ই-র সামনে খেলতে নামতে হবে সিন্ধুকে। চিউংয়ের বিশ্ব র‌্যাঙ্কিং ৩৪।

PREV
click me!

Recommended Stories

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: আইপিএল নিলামের আগে ফর্মে ডি কক, মুল্লানপুরে জমজমাট লড়াই
Lionel Messi: ম্যাজিশিয়ান আসছেন ভারতে! মেসির সঙ্গে একটি ছবি তোলার খরচ জানেন?