Tokyo 2020 : অধরা রয়ে গেল স্বপ্ন, প্রাথমিক রাউন্ড থেকেই বিদায় বাংলার মেয়ে প্রণতির

মে মাসে মহাদেশীয় কোটায় উত্তীর্ণ হয়েছিলেন প্রণতি। তারপরই অলিম্পিক্সে যাওয়ার সুযোগ পান তিনি। অলিম্পিক্সের জন্য মাত্র দু'মাস অনুশীলনের সুযোগ পেয়েছিলেন। 

টোকিও অলিম্পিকে মহিলাদের আর্টিস্টিক জিমন্যাস্টিক্স বিভাগের ফাইনাল রাউন্ডে উঠতে পারলেন না বাংলার প্রণতি নায়েক। রবিবার সকালে এই বিভাগের যোগ্যতা অর্জন পর্বে নেমেছিলেন তিনি। কিন্তু, সেখানেই দ্বাদশ স্থানে শেষ করলেন যাত্রা। অলরাউন্ড পর্বে তাঁর স্কোর ৪২.৫৬৫। এর মধ্যে সর্বোচ্চ পয়েন্ট পেয়েছেন ভল্টে। তাঁর স্কোর ১৩.৪৬৬। পাশাপাশি  ফ্লোরে পেয়েছেন ১০.৬৩৩, আনইভেন বারে ৯.০৩৩ এবং ব্যালান্স বিমে ৯.৪৩৩ পয়েন্ট। 

আরও পড়ুন- Live Tokyo 2020- টোকিও অলিম্পিক্সে রৌপ্য জয়ের পর মীরাবাঈ চানুকে মনিপুরের মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা

Latest Videos

মে মাসে মহাদেশীয় কোটায় উত্তীর্ণ হয়েছিলেন প্রণতি। তারপরই অলিম্পিক্সে যাওয়ার সুযোগ পান তিনি। অলিম্পিক্সের জন্য মাত্র দু'মাস অনুশীলনের সুযোগ পেয়েছিলেন। সে সময় কোচ লক্ষ্ণণ শর্মার কাছে অনুশীলন করছিলেন তিনি। যদিও ঠিক মতো অনুশীলনের সময় পাননি। তার প্রথম কারণ হল করোনা। করোনার জন্য দীর্ঘদিন অনুশীলন থেকে দূরে ছিলেন। তবে সেই সময় রীতিমতো কসরত করছিলেন। কিন্তু, জিমন্যাস্টিক্স ভালো করার মতো কোনও অনুশীল তিনি করতে পারেননি। এরপর অলিম্পিক্স খুব কাছাকাছি এসে পড়ায় চোটের ভয় থেকে ঝুঁকিপূর্ণ কোনও অনুশীল করেননি। এভাবেই পাড়ি দিয়েছিলেন অলিম্পিক্সের উদ্দেশ্যে। আর সেখানে দ্বাদশ স্থানেই থামল তাঁর যাত্রা। ফাইনাল রাউন্ডে আর উঠতে পারলেন না। 

আরও পড়ুন- কঠোর পরিশ্রম ব্যর্থ হতে দিইনি-এক্সক্লুসিভ সাক্ষাতকারে এশিয়ানেটকে মনের কথা জানালেন মীরাবাঈ চানু

অলিম্পিক্সের দরজা খুলে গেলেও ভালো ফল করতে পারলেন না প্রণতি। করোনার জেরেই স্বপ্নপূরণ করতে ব্যর্থ হলেন তিনি। করোনা থাবা না বসালে আরও বেশি অনুশীলনের সময় পেতেন। কিন্তু, তা আর সম্ভব হয়নি। তবে নিজের লড়াইয়ে কোনও খামতি রাখেননি। মাত্র ২ মাসের অনুশীলনে যেটুকু শিখেছেন তার পুরোটাই অলিম্পিক্সে উজাড় করে দিয়েছেন তিনি। তারপরও দ্বাদশ স্থান থেকেই তাঁকে বিদায় নিতে হল অলিম্পিক্স থেকে।

 

 

উল্লেখ্য, ২০১৬ রিও অলিম্পিকে অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছিল জিমন্যাস্ট দীপা কর্মকারের। তবে পদক না জিতলেও ক্রিড়ামহলে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন তিনি। রিও অলিম্পিকে প্রোদুনোভা ভল্ট সফলভাবে অবতরণ করে গোটা জিমন্যাস্টিক বিশ্বকে চমকে দিয়েছিলেন। এবার অনেকেই ভেবেছিলেন টোকিও অলিম্পিকে হয়তো দেখা যাবে তাঁকে। একাধিকবার চোটের কারণে অলিম্পিকে যাওয়ার সুযোগ তিনি পাননি। তাঁর পরিবর্তে সুযোগ দেওয়া হয়েছিল প্রণতিকে। কিন্তু, তিনিও আশা পূরণ করতে পারলেন না।

Share this article
click me!

Latest Videos

Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য ও শিশির বাজোরিয়া, কী বলছেন, দেখুন সরাসরি
জগদ্দলে গুলি ও বোমাবাজি, তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক-কে দায়ী করলেন অর্জুন সিং | Arjun Singh
চরম উত্তেজনা মাদারিহাটে, বিজেপি প্রার্থী রাহুল লোহারের গাড়িতে হামলা তৃণমূল সমর্থকদের
‘ওপারে ইউনূস এপারে মমতা দুজনেই এক’ মমতাকে তোপ শুভেন্দুর, দেখুন কী বললেন | Suvendu Adhikari
সাংবাদিকদের দেখেই দে ছুট! চাঞ্চল্য গোটা এলাকায়, ব্যপার কী? দেখুন