বিশ্বজয় ভারতের, ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপে কুস্তিগীর প্রিয়া মালিকের সোনার মেডেল

Published : Jul 25, 2021, 12:39 PM IST
বিশ্বজয় ভারতের, ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপে কুস্তিগীর প্রিয়া মালিকের সোনার মেডেল

সংক্ষিপ্ত

হাঙ্গেরিতে আন্তর্জাতিক মঞ্চে দেশকে সোনা এনে দিলেন কুস্তিগীর প্রিয়া মালিক। বেলারুশের সেনিয়া পতপোভিচকে প্রিয়া মালিক হারিয়ে সোনা পেলেন

দেশকে গর্বিত করছে ভারতের মেয়েরা। এবার কুস্তিতে সোনা (gold) পেল ভারত। হাঙ্গেরিতে আন্তর্জাতিক মঞ্চে দেশকে সোনা এনে দিলেন কুস্তিগীর প্রিয়া মালিক (Wrestler Priya Malik)। ভারোত্তলক মীরাবাঈ চানুর (Mirabai Chanu) রূপোর মেডেলের (silver) পর এবার সোনা পেলেন প্রিয়া মালিক। 

আন্তর্জাতিক মঞ্চে জয়জয়কার ভারতের। ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপে সোনার মেডেল পেলেন প্রিয়া মালিক। ৭৩ কেজি বিভাগে সোনা পেয়েছেন হরিয়ানার এই কন্যা। বুদাপেস্টের ক্যাডেট বিশ্ব চ্যাম্পিয়নশিপে তাঁর হাত ধরে নামোজ্জ্বল হল ভারতের। সোশ্যাল মিডিয়া উপচে পড়েছে তাঁর শুভেচ্ছা বার্তায়। 

বেলারুশের সেনিয়া পতপোভিচকে প্রিয়া মালিক হারিয়ে সোনা পেলেন। ৫-০ ব্যবধান ছিল দুই কুস্তিগীরের। 

PREV
click me!

Recommended Stories

লিওনেল মেসির অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা, গ্রেফতার মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত
মেসিকে এনে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপি-র