আইপিএল দল গুলিকে অভিনব বার্তা এনসিএ প্রধান রাহুল দ্রাবিড়ের

Anirban Sinha Roy |  
Published : Nov 29, 2019, 02:04 PM IST
আইপিএল দল গুলিকে অভিনব বার্তা এনসিএ প্রধান রাহুল দ্রাবিড়ের

সংক্ষিপ্ত

আইপিএলে ভারতীয় কোচ চাইছেন রাহুল দ্রাবিড় ভারতীয়দে ওপর ভরসা রাখা উচিত আইপিএল দলগুলির বলছেন দ্রাবিড় ভারতীয় পেসারদের নিয়ে সুখ্যাতি করলেন দ্রাবিড় সামি, বুমরারা তরুণ প্রতিভাদের আদর্শ, দাবি দ্রাবিড়ের  

ভারতীয় ক্রিকেটে শেষ কিছু বছর ধরেই জুনিয়র প্রতিভাদের কোচিং করাছেন ভারতের প্রাক্তন ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়। অনূর্ধ্ব ১৯ ও ভারতীয় এ দলের কোচ হয়ে বেশ কিছু তরুণ প্রতিভা তুলে এনেছেন তিনি। একই সঙ্গে ভারতীয় সিনিয়র দলও লাভ পেয়েছে কোচ দ্রাবিড় থেকে। একই সঙ্গে চলতি বছরে দ্রাবিড় দায়িত্ব নিয়েছেন বিসিসিআই-র এনসিএর প্রধান হয়ে। আর সেখানে সব স্তরের ক্রিকেটারদরে সঙ্গে কাজ করতে শুরুও করে দিয়েছেন রাহুল। তবে জাতীয় দল ও এনসিএ দেশের কোচ নিয়ে চললেও কেন আইপিএল দলগুলি দেশের কোচদের ওপর ভরসা রাখতে পারছেন না সেই নিয়ে এবার প্রশ্ন তুলে দিলেন দ্রাবিড়। একই সঙ্গে ভারতীয় দলের বর্তমান পেসারদের সর্বসেরা বললেন 'দ্যি ওয়াল'।

আরও পড়ুন, কর্নাটক প্রিমিয়ার লিগে স্পট ফিক্সিং, জেরার মুখে প্রাক্তন জাতীয় ক্রিকেটার

আইপিএলের কোচ প্রসঙ্গে এনসিএ প্রধান দ্রাবিড় বলেন, 'আমি বিশ্বাস করি ভারতে অনেক ভালো কোচ আছে। আর তাঁরা ভালো প্রতিভা বিভিন্ন জায়গা থেকে তুলে আনছে। তবে আইপিএলে ভারতীয় কোচের সংখ্যা অনেকটাই কম দেখা যায়। তবে ভারতীয় কোচেরা দেশের ক্রিকেটারদের ভালো বুঝবে। তাঁদের মধ্যে একটা আলাদা সম্পর্ক তৈরি হবে। তবে আমি ফ্রাঞ্চাইজিদের ঠিক করে দিতে চাইছি না যে তাঁরা কাকে কোচ করবেন। তবে আমার মনে হয়ে এটা আইপিএলে ক্ষামতি থেকে যাচ্ছে।'

দেখুূন ভিডিও, ধোনির জীবনের প্রিয়স্মৃতি, নিজেই জানালেন ক্যাপ্টেন কুল

অপরদিকে, ভারতীয় পেসারদের শুক্রবার প্রশংসা করেন দ্রাবিড়। তিনি বলেন, 'ঈশান্ত, সামি, উমেশ, ভুবনেশ্বর, বুমরা এরা সবাই দারুণ বোলার। দারুণ একটা পরিবর্তন এসেছে ভারতীয় ক্রিকেটে। আর তাঁরাই এখন সবার কাছে আদর্শ। দেশে তরুণ প্রতিভা অনেক আছে। শিভম মাভি, কমলেশ নাগরকোটি, ঈশান পোড়েলদের মতন প্রতিভা উঠে আসছে। আর তাঁরা আমাদের সিনিয়র দলের বোলারদের থেকে শিখছে। আর আগামী দিনের জন্য তৈরি হচ্ছে ভারতীয় দলের উত্তরসূরিরা।'

PREV
click me!

Recommended Stories

IND U19 vs UAE U19: বিধ্বংসী ব্যাটিং তরুণ বৈভবের! সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে দাপুটে সেঞ্চুরি
IPL Most Expensive Player: ধোনি থেকে ঋষভ পন্থ! এখনও পর্যন্ত, আইপিএল-এর নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার কারা?