১৫০০ ম্যাচের নজির রজারের সামনে, নাদালের বিয়েতে আমন্ত্রণ না পাওয়ায় হতাশ রজার

  • ১৫০০ ম্যাচ খেলার অপেক্ষায় রজার ফেডেরার
  • ২০টি গ্র্যান্ড স্ল্যামের পর এবার ১৫০০ ম্যাচ ফেড এক্সের
  • সোমবার রাতে বাসেলে এই নজির গড়তে নামছেন রজার
  • নাদালের বিয়েতে তাঁকে শুভেচ্ছা জানালেন ফেডেরার
Anirban Sinha Roy | Published : Oct 21, 2019 6:28 AM IST / Updated: Oct 21 2019, 11:59 AM IST

বিশ্ব টেনিসে রজার ফেডেরার মানেই অন্যতম সেরা তারকা। ২০টি গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিমধ্যেই টেনিস কোর্টের রাজা রজার। সেই সঙ্গে ঘাসের কোর্টে অন্যতম সেরা টেনিস খেলোয়াড় তিনি সেটা প্রমানিত আগে থেকেই। এবার সেই সুইস তারকা দাঁড়িয়ে আরও এক নজিরের সামনে। নিজের কেরিয়ারের ১৫০০টি টেনিস ম্যাচ খেলার অপেক্ষায় এবার রজার ফেডেরার। সোমবার রাতে বাসেলে জার্মান প্রতিপক্ষ পিটার গোজোসিকের বিরুদ্ধে নিজের কেরিয়ারের ১৫০০ তম ম্যাচ খেলতে নামতে চলেছেন ফেডেরার। অন্যদিকে, রাফায়েল নাদালের বিয়েতে আমন্ত্রণ না পাওয়ায় মজা করে তাঁকে অভিযোগ জানালেন ফেডেরার। একই সঙ্গে শুভেচ্ছা জানালেন ৪ সন্তানের বাবা ফেডেরার।

আরও পড়ুন, ১৪ বছরের বান্ধবীকে বিয়ে করলেন নাদাল, ছবির কোলাজে সম্পর্কের রসায়ন

Latest Videos

ইতিমধ্যেই বয়সকে হার মানিয়ে টেনিস কোর্টে এখনও ঝড় তুলছেন রজার। ৩৮ বছর বয়সেও নিজের সেরাটাই কোর্টে দেন ফেডেরার। আর সেই সঙ্গে নিজের কেরিয়ারের ১৫০০তম ম্যাচ খেলার প্রহর গুনছেন তিনি। জুলাই মাসে উইম্বলডন ফাইনালে নোভাক জকোভিচের কাছে হেরেছিলেন রজার। তবে সেই নিয়ে এখন আর ভাবতে নারাজ তিনি। এই মুহূর্তে শুধু মাত্র নিজের ১৫০০ তম ম্যাচ নিয়ে ভাবছেন ফেড এক্স। রবিবার ফেডেরার বলেন, 'উইম্বলডন এখন অতীত। যেটা হয়ে গিয়েছে সেটা নিয়ে মাথা ঘামিয়ে লাব নেই। শুক্রবার ও শনিবার আমি বাসেলে অনুশীলন করেছি। আর এই টুর্নামেন্টে আমি ভালো করব সেটা আশা রাখছি। কেরিয়ারের এমনটা অনেক বার ঘটেছে যে হারা ম্যাচে জয় পেয়েছি। তাই কোনও কিছু নিয়ে হাল ছাড়ার কোনও প্রয়োজন নেই।'

আরও পড়ুন, প্রো কাবাডি লিগে প্রথম খেতাব বেঙ্গল ওয়ারিয়র্সের

এই টুর্নামেন্টে নিজের সেরাটা দিতে চাইছেন রজার। আগামী দিনে আরও আত্মবিশ্বাস ফেরাতে এই টুর্নামেন্টে আরও ভালো ফল করতে চাইছেন ফেডেরার। একই সঙ্গে নিজের কেরিয়ারের মাইল স্টোনেও একটা নজির গড়তে চাইছেন তিনি। অপরদিকে, শনিবার বিয়ে করা রাফায়েল নাদাল ও তাঁর স্ত্রী পেয়েরোকেও অভিনন্দন জানান ফেডেরার। মজা করে রজার বলেন, 'রাফা তো আমাকে নিজের বিয়েতে আমন্ত্রণ জানাননি। তবে আমি চাইবো খুব ভালো জীবন কাটুক আগামী দিনে। দুজনের জন্য অনেক অভিনন্দন ও শুভেচ্ছা।'

Share this article
click me!

Latest Videos

Daily Rashifal: বুধবারে কেমন থাকবে অর্থনৈতিক অবস্থা, দেখে নিন ১২ রাশির আজকের আর্থিক রাশিফল
'তৃণমূলের শান্তির ছেলেরা প্রমাণ লোপাট করেছে' | Suvendu Adhikari | #shorts #suvenduadhikari #rgkar
জঙ্গি গ্রেফতারের ২ দিন পরও আতঙ্কে ক্যানিংবাসী, দেখুন কী বলছেন স্থানীয়রা | Canning News
'তৃণমূলের শান্তির ছেলেরা...মমতা-বিনীতকে জেলে ঢোকাবই' RG Kar কাণ্ডে বিস্ফোরক Suvendu Adhikari
এ যেন লুকোচুরি খেলা! ক্ষণে ক্ষণে স্থান পরিবর্তন, এখনও অধরা বাঘিনী যমুনা | Jhargram Tiger News