সন্ধ্যা নামতেই ছড়িয়ে পড়ে শেন ওয়ার্নের (Shane Warne) মৃত্যুর খবর। থাইল্যান্ডে নিজের বাড়িতেই মৃত্যু হয় কিংবদন্তী লেগ স্পিনারের। ২০০৯ সালে পুরুষদের পোশাক ও অন্তর্বাসের একটি নিজস্ব ব্র্যান্ডও খোলেন। সহকারী পোশাক শিল্পীদের সঙ্গে হাত মিলিয়ে নিজেই ডিজাইন করেছিলেন অন্তর্বাস (Underwear)।
হতবাক গোটা বিশ্ব। শুক্রবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার ক্রিকেট দুনিয়ায় উজ্জ্বল নক্ষত্রের পতন ঘটল। শোকের ছায়া ক্রিকেট মহলে। প্রয়াত হলেন লেগ স্পিনের জাদুকর শেন ওয়ার্ন (Shane Warne)। হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্রে ৫২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। এদিকে, শুক্রবারই সকালে প্রয়াত হন অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেট কিপার ব্যাটসম্যান রডনি মার্শ। দক্ষিণ অস্ট্রেলিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। ৯৬টি টেস্ট ম্যাচ ও ৯২টি ওডিআই খেলেছিলেন তিনি। আর সন্ধ্যা নামতেই ছড়িয়ে পড়ে শেন ওয়ার্নের (Shane Warne) মৃত্যুর খবর। থাইল্যান্ডে নিজের বাড়িতেই মৃত্যু হয় কিংবদন্তী লেগ স্পিনারের।
প্রায় ১৫ বছর ধরে খেলার মাঠ কাঁপিয়েছেন শেন ওয়ার্ন। ১৪৫টি টেস্ট ম্যাচ ও ১৯৪টি ওয়ানডে খেলেছিলেন শেন ওয়ার্ন। তাঁর এমন আকষ্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সমস্ত ক্রীড়া জগতে।
খেলা ছাড়াও ফ্যাশন (Fashion) দুনিয়া নিয়ে বেশ আগ্রহী ছিলেন এই ক্রিকেট তারকা। তাঁর সাজপোশাক সকলের নজর কাড়ত। তিনি ইটালির পোশাক শিল্পী রবার্তো কাভল্লির পোশাক পছন্দ করতেন শেন ওয়ার্ন (Shane Warne)। একবার ফ্যাশন শো-তে অংশও নেন ক্রিকেটার। ২০১২ সালে মিলান ফ্যাশন উইকে (Milan Fashion Week) বান্ধবী লিজ হার্লির সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে। এখানেই শেষ নয়, তাঁর নিজস্ব ব্র্যান্ড ছিল।
২০০৯ সালে পুরুষদের পোশাক ও অন্তর্বাসের একটি নিজস্ব ব্র্যান্ডও খোলেন। সহকারী পোশাক শিল্পীদের সঙ্গে হাত মিলিয়ে নিজেই ডিজাইন করেছিলেন অন্তর্বাস (Underwear)। মোজাও ডিজাইন করতেন। ব্র্যান্ডের নাম ছিল স্পিনার্স (Spinners) । তাঁর ডিজাইন করা মোজা ও অন্তর্বাস বেশ প্রশংসিত হয়েছিল ফ্যাশন দুনিয়ায়।
ব্যক্তিগত (Personal Life) জীবন নিয়ে বার বার খবরে এসেছেন শেন ওয়ার্ন (Shane Warne)। ২০০৫ সালে তাঁর বিবাহ বিচ্ছেদ হয়। এরপর বহু নারীর সঙ্গে তাঁর নাম জড়ায়। একবার দুজন মহিলার সঙ্গে তাঁর ছবি প্রকাশ্যে আসে। যেখানে আপত্তিজনক অবস্থায় দেখা গিয়েছিল তাঁকে। সেক্স কেলেঙ্কারি কান্ডে খবরে এসেছিলেন ক্রিকেট তারকা। এছাড়াও, লিজ হার্লির সঙ্গে শেন ওয়ার্নের সম্পর্ক সব সময়ই চর্চায় থাকত। শোনা যায়, দুজনের আংটি বদলও হয়ে গিয়েছিল, কিন্তু তারপর সম্পর্ক ভাঙে। এডেল এমিলির সঙ্গে একসময় সম্পর্ক ছিল তাঁর। তাছাড়া মডেল মার্গট রবির প্রেমেও পড়েছিলেন ক্রিকেটার। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খবরে থাকতেন শেন ওয়ার্ন (Shane Warne)।
আরও পড়ুন- ব্যক্তিগত জীবন নিয়ে খবরে এসেছেন শেন ওয়ার্ন, লিজ হার্লির বিরহে কাতর ক্রিকেটার
আরও পড়ুন- প্রয়াত লেগ স্পিনের জাদুকর শেন ওয়ার্ন, হৃদরোগে আক্রান্ত ৫২ বছর বয়সে চিরঘুমে