Tokyo Olympics: টেবিল টেনিসের দ্বিতীয় রাউন্ডে জয় শরথ কমলের, তৃতীয় রাউন্ডে সামনে কঠিন প্রতিপক্ষ

Published : Jul 26, 2021, 10:59 AM ISTUpdated : Jul 26, 2021, 11:30 PM IST
Tokyo Olympics: টেবিল টেনিসের দ্বিতীয় রাউন্ডে জয় শরথ কমলের, তৃতীয় রাউন্ডে সামনে কঠিন প্রতিপক্ষ

সংক্ষিপ্ত

টেবিল টেনিসে জয় যাত্রা অব্যাহত শরথ কমলের। দ্বিতীয় রাউন্ডে হারালেন পর্তুগীজ প্রতিপক্ষকে।  ৪-২ গেমে জয় তুলে নিলেন শরথ কমল। তৃতীয় রাউন্ডের শরথের সামনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মা লং।  

টোকিও অলিম্পিকে পুরুষদের সিঙ্গেলসে দুরন্ত ফর্ম অব্যাহত শরথ কমলের। পর্তুগীজ প্রতিপক্ষকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে জয় পেলেন তিনি। প্রথম সেট হেরে পিছিয়ে পড়েছিলেন শরথ, সেখান থেকে দুরন্তভাবে কামব্যাক  করে জয় ছিনিয়ে নেন ভারতীয় প্যাডলার। ৪-২ গেমে জয় তুলে নেন শরথ কমল। তবে পরের রাউন্ডে কঠিন লড়াই অপেক্ষা করে রয়েছে শরথের জন্য। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মা লংয়ের বিরুদ্ধে তৃতীয় রাউন্ডে কোর্টে নামবেন শরথ।

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত