স্বাগত দাদা, পোস্টার হাতে ভক্তদের ভিড়, এমনই সময় হঠাৎ সিদ্ধান্ত বদল, আজ ছুটি নয় সৌরভের

  • সব ঠিক ঠাক ছিল, শেষ মুহূর্তে ক্যানসেল 
  • বুধবার বাড়ি ফিরছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়
  • বেলা ১১টা নাগাদ সিদ্ধান্ত বদল 
  • কী এমন ঘটল 

মঙ্গলবার সকালেই কলকাতায় এসেছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখে ও সকবার সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করার পরই তিনি জানিয়েছিলেন বুধবারই ছুটি দেওয়া হবে সৌরভকে। সেই মতই প্রস্তুতি নেওয়া হচ্ছিল হাসপাতালের পক্ষ থেকে। কিন্তু এদিন সকালে ব্রেকফাস্ট করার কিছুক্ষণ পর সিদ্ধান্ত নিজেই বদল করেন সৌরভ। নিজেই হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করেন, বুধবারটা তিনি বাড়ি ফিরবেন না। 

আরও পড়ুন- Match Prediction- ফিরছেন রোহিত-ওয়ার্নার, নতুন বছরে মহারণের অপেক্ষায় সিডনি

Latest Videos

বিলের কাজে প্রায় শেষ, কাগজ তৈরি, প্রস্তুতিও ছিল তখন শেষের পথে, কিন্তু মহারাজের অনুরোধে আজ আর ছাড়া হল না তাঁকে। অন্যদিকে সৌরভের ফেরার খবর প্রকাশ্যে আসতেই মিডিয়ার ভিড় বাড়ে। ভিড় বাড়ে ভক্তদেরও। কামব্যাক দাদা প্ল্যাকার, পোস্টার হাতে নিয়ে শয়ে শয়ে ভক্তরা ভিড় জমান হাসপাতাল ও তাঁর বাড়ির সামনে। সেই দিকে নজর দিয়ে পুলিশেরও ব্যবস্থা করে ফেলা হয়েছিল। 

তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করায় ছুটি মিলবে বৃহস্পতিবারই। হাসপাতালের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল। ভালোই আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রাতে ঘুমও হয়েছে। সকালে হালকা জলখাবার খান তিনি। মঙ্গলবার তাঁকে দেখে দেবী শেঠি জানান, সৌরভের হার্টে যে ব্লকেজ আছে তা তাঁকে শারীরিকভাবে কোনও সমস্যায় ফেলবে না। সৌরভের হার্ট ২০ বয়সে ঠিক যেমনটা ঠিল এখনও তেমনই আছে। 

 

পাশাপাশি তিনি আরও জানান, সৌরভ গঙ্গোপাধ্যায় ন্যাশানাল এসেট। এখানে যে পরিসেবা পেয়েছেন, তার থেকে ভালো পৃথিবীর কোনও প্রান্তেই পেতেন না। বেস্ট কেয়ার দেওয়া হয়েছে সৌরভকে। চিন্তার কোনও কারণ নেই। চিকিৎসা সংক্রান্ত কোনও সিদ্ধান্ত তাঁর বা কোনও ডাক্তারের একার নয়। পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা হার্ট স্পেশালিস্টদের পরামর্শ নিয়ে তবেই সৌরভের চিকিৎসা করা হয়। 

Share this article
click me!

Latest Videos

'TATA-কে তাড়িয়ে সিঙ্গুর নয়, নন্দীগ্রামের জন্যই পিসি আজ মুখ্যমন্ত্রী' চরম কথা Suvendu Adhikari-র
Election Commission Live : বিধানসভা নির্বাচন কবে দিল্লিতে? ভোটের নির্ঘণ্ট প্রকাশ নির্বাচন কমিশনের
বাপরে! কাঁপছে ঘর, দুলছে ফ্যান! সাতসকালে কেঁপে উঠল নেপাল, বিহার ও কলকাতা | Nepal Earthquake Today
'আখতার আলীর চরম সর্বনাশ করবে তৃণমূল', আশঙ্কা প্রকাশ অধীর রঞ্জন চৌধুরীর | Adhir Ranjan Chowdhury
'আমি যার দিকে তাকাই সে ধ্বংস হয়ে যায়' নন্দীগ্রামে চরম হুমকি শুভেন্দুর | Suvendu Adhikari Nandigram