সুখবর ভারতীয় ক্রীড়াভক্তদের জন্য। আসন্ন সেপ্টেম্বর মাস থেকে দেশ জুড়ে শুরু হতে চলেছে আনলক ৪ এর পক্রিয়া। আর এই আনলক ৪ এ সমস্ত রকম স্পোর্টস্ ইভেন্টে ছাড়পত্র দেওয়া হতে চলেছে। ২১ শে সেপ্টেম্বর থেকে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ীই দেশে খেলাধুলা শুরু করা যাবে, শনিবার আনলক ৪-এর নয়া গাইডলাইনে এমনটাই জানানো হয়েছে। দেশ জুড়ে থমকে থাকা খেলাধূলোর জগতে আবার জোয়ার আসবে। তবে বিধিবদ্ধ সতর্কিকরণ মেনে আয়োজন করতে হবে যে কোন রকমের প্রতিযোগীতা।
প্রতিটি স্টেডিয়ামে সর্বোচ্চ ১০০ জন দর্শক উপস্থিত থাকতে পারবেন, এমন নিয়মই বলবৎ করা হতে চলেছে। তবে প্রতিটি দর্শককে সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে স্টেডিয়ামে প্রবেশ করতে হবে বলে জানানো হয়েছে। থার্মাল চেকিং, স্যানেটাইজেশান প্রক্রিয়া এবং মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই সমস্ত বিধিনিষেধ মেনে দেশে ফুটবল, ক্রিকেট সহ সমস্ত খেলাধুলাকে ছাড়পত্র দেয়া হয়েছে আগামী ২১ সেপ্টেম্বর থেকে। ফলে আই লিগ দ্বিতীয় ডিভিশন সহ মূল আই লিগ এবং আইএসএলের ম্যাচের সূচি প্রকাশে এবং ম্যাচ আয়োজনে আর কোন বাধা রইলো না।