ফ্রিতে ফিট থাকার উপায়,জাতীয় ক্রীড়া দিবসে উদ্বোধন হল 'ফিট ইন্ডিয়া' মোবাইল অ্যাপের

জাতীয় ক্রীড়া দিবসেব দেশবাসীকে ফিট রাখতে অ্যাপ লঞ্চ করলেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর। নাম ' ফিট ইন্ডিয়া' মোবাইল অ্যাপ। সম্পূর্ণ ফ্রিতে এই অ্যাপ থেকে পাওয়া যাবে ফিট থাকার টিপস।

২৯ অগাস্ট হকির জাদুকর ধ্যানচাঁদের জন্মদিনে দেশ জুড়ে পালিত হচ্ছে জাতীয় ক্রীড়া দিবস। একইসঙ্গে উদযাপিত হচ্ছে ফিট ইন্ডিয়া মুভমেন্টের দ্বিতীয় বর্ষপূর্তি। এই বিশেষ দিনে দেশবসীকে ফিট রাখার যাবতীয় উপায় খুব সহজে হাতের নাগালে আনতে মোবাইল অ্যাপলিকেশনর উদ্বোধন করলেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর। নাম 'ফিট ইন্ডিয়া' মোবাইল অ্যাপ। এই অ্যাপটির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক সহ অন্যান্যরা।

Latest Videos

ফিট ইন্ডিয়া অ্যাপ লঞ্চ ইভেন্ট শুরুর আগে শ্রী অনুরাগ ঠাকুর মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে হকি জাদুকরকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রী নিশিথ প্রামাণিকও শ্রদ্ধা জানান কিংবদন্তীকে।  অ্যাপটি উদ্বোধন করার পাশাপাশি ফিট থাকার প্রয়োজনীয়তা ভারতীয় হকি দলের অধিনায়ক অলিম্পিক পদক জয়ী মমপ্রীত সিং ও কুস্তিগীর সংগ্রাম সিংয়ের সঙ্গে ভার্চুয়াললি কথা বলেন অনুরাগ ঠাকুর ও নিশীথ প্রামাণিক। ক্রীড়া মন্ত্রী জানিয়েছেন,'ফিট ইন্ডিয়া অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং আইওএস প্ল্যাটফর্মে ইংরেজী এবং হিন্দিতে বিনামূল্যে ব্যবহার করা যাবে এবং এটি একেবারে সামান্য স্মার্টফোনেও কাজ করে তা মাথায় রেখে তৈরি করা হয়েছে।'

 

 

এছাড়াও অ্যাপটি নিয়ে অনুরাগ ঠাকুর বলেছেন,'ফিট ইন্ডিয়া মোবাইল অ্যাপটি প্রত্যেক ভারতীয়ের হাতের নাগালে ফিটনেসের মাত্রা পরীক্ষা করা সহজ করে তুলবে। এটিতে কিছু অনন্য বৈশিষ্ট্য রয়েছে যেমন 'ফিটনেস স্কোর', অ্যানিমেটেড ভিডিও, অ্যাক্টিভিটি ট্র্যাকার যা আপনাকে ফিট রাখতে ও কতটা ফিট রয়েছেন তা বুঝতে সাহায্য করবে।' নিশীথ প্রামাণিক বলেন,'ফিট ইন্ডিয়া আন্দোলনকে জন আন্দোলন করতে দেশবাসীর অবদান অবিশ্বাস্য। এই ফিট ইন্ডিয়া অ্যাপটি নিউ ইন্ডিয়াকে ফিট ইন্ডিয়া তৈরিতে সাহায্য করবে এবং প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন পূরণ করবে।'

Share this article
click me!

Latest Videos

রাতের অন্ধকারে তাণ্ডব Basanti-তে! আতঙ্কে কাঁপছে গোটা গ্রাম | South 24 Parganas News Today
'সোমবার সকাল থেকে পেট্রাপোল সীমান্ত বন্ধ রাখবো' শুভেন্দুর তীব্র গর্জন #shorts #shortsvideo #bjp #tmc
নিজের দলের শোকজ খেয়ে 'হোঁচট' খেলেন হুমায়ুন #shorts #tmc
স্বামি-স্ত্রীর তুলুম ঝগড়ার এইরকম পরিণতি! ব্যান্ডেলে উত্তেজনা তুঙ্গে | Hooghly News Today
Suvendu Adhikari : 'বাংলাদেশের হিন্দুদের জন্য কেন চুপ এরা' #shorts #suvenduadhikari #bangladesh