১৪ বছর বয়সেই ১০.৩ সেকেন্ডে ১০০ মিটার দৌড়, উসেইন বোল্টের রেকর্ড ভাঙতে পারবেন ডিভাইন ইহেমে?

বিশ্ব অ্যাথলেটিক্সে সর্বকালের অন্যতম সেরা জামাইকার প্রাক্তন অ্যাথলিট উসেইন বোল্ট। কিন্তু এবার বোল্টকে চ্যালেঞ্জ জানাতে তৈরি হচ্ছেন এক কিশোর।

বয়স ১৪ বছর। এই বয়সেই ১০০ মিটার দৌড় শেষ করেছেন ১০.৩ সেকেন্ডে। অ্যাথলেটিক্স দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছেন নাইজেরিয়ায় জন্মানো ব্রিটিশ অ্যাথলিট ডিভাইন ইহেমে। জামাইকার কিংবদন্তি উসেইন বোল্টের ১০০ মিটার দৌড়ে বিশ্বরেকর্ড ৯.৫৮ সেকেন্ডের। বোল্টের রেকর্ড ভাঙতে হলে অনেক উন্নতি করতে হবে। তবে ডিভাইন যেভাবে এগিয়ে চলেছেন, তাতে ভবিষ্যতে বোল্টের রেকর্ড ভেঙে যেতেই পারে। সম্প্রতি লন্ডনের লি ভ্যালিতে অ্যাথলেটিক মিটে অনূর্ধ্ব-১৫ বিভাগে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন ডিভাইন। এর আগে এই রেকর্ড ছিল জামাইকার সচিন ডেনিসের দখলে। তিনি ১৪ বছর ৭ মাস বয়সে ১০.৫১ সেকেন্ডে ১০০ মিটার দৌড় শেষ করেছিলেন। এবার সেই রেকর্ড ভেঙে দিলেন ডিভাইন। তিনি 'লাইটনিং ডিভাইন' নামে পরিচিত হয়ে গিয়েছেন। অনূর্ধ্ব-১৫ পর্যায়ে নতুন বিশ্বরেকর্ড গড়ার পর এবার সিনিয়র পর্যায়ে রেকর্ড গড়ার লক্ষ্যে তৈরি হচ্ছেন ডিভাইন।

দ্রুত উন্নতি করছেন ডিভাইন

Latest Videos

১৪ বছরের ডিভাইন ইতিমধ্যেই চারবার বয়সভিত্তিক পর্যায়ে বিশ্বরেকর্ড ভেঙে দিয়েছেন। এর আগে তিনি ১০.৪৬ সেকেন্ড, ১০.৪৮ সেকেন্ড, ১০.৪৯ সেকেন্ডে ১০০ মিটার দৌড় শেষ করেছেন। কিন্তু এবার যে রেকর্ড গড়লেন, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দ্রুত উন্নতি করে চলেছেন এই কিশোর। তিনি ১২ বছর বয়সে ১১.৩ সেকেন্ডে দৌড়েছিলেন। ২ বছরের মধ্যে পুরো এক সেকেন্ড সময় কমিয়ে ফেলেছেন এই অ্যাথলিট

মায়ের কোচিংয়ে উন্নতি ডিভাইনের

ডিভাইনের বাবা ইনোসেন্ট ইহেমে এবং মা এনকিরকু ইহেমে অ্যাথলিট ছিলেন। তাঁরা ২০০২ সালে কমনওয়েলথ গেমসে নাইজেরিয়ার প্রতিনিধিত্ব করেন। পরবর্তীকালে তাঁরা ব্রিটেনে চলে আসেন। মায়ের কোচিংয়েই অ্যাথলেটিক্সে উন্নতি করেছেন ডিভাইন। এই কিশোর জানিয়েছেন, তিনি ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় গ্রেট ব্রিটেনের প্রতিনিধিত্ব করতে চান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

যমজ পুত্র সন্তানের বাবা হলেন উসেইন বোল্ট, নামেও রয়েছে চমক

জন্মদিনের পার্টিতে উদ্দাম নাচ, তারপরই করোনা আক্রান্ত উসেইন বোল্ট

বান্ধবীর জন্মদিনে বিশ্বকে উপহার,প্রথমবার মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন উসেইন বোল্ট

Share this article
click me!

Latest Videos

Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
উপনির্বাচনে (By Election) কেমন ফল করবে বিজেপি? দেখুন কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul