'১৪০ কোটি ভারতীয় সাফল্যের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন,' প্যারালিম্পিয়ানদের বার্তা প্রধানমন্ত্রীর

গত কয়েকটি প্যারালিম্পিক্সে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন ভারতের প্যারা অ্যাথলিটরা। এবার প্যারিস প্যারালিম্পিক্সেও ভালো ফলের লক্ষ্যে সুমিত আন্টিল, অবনী লেখারারা।

Soumya Gangully | Published : Aug 28, 2024 5:09 PM IST / Updated: Aug 28 2024, 11:41 PM IST

বুধবার শুরু প্যারিস প্যারালিম্পিক্স। প্যারিস অলিম্পিক্সে ভারতীয় অ্যাথলিটরা প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেননি। সোনা জিততে পারেননি নীরজ চোপড়া। এবার প্যারালিম্পিক্সে দেশের প্রত্যাশা পূরণ করতে তৈরি প্যারা অ্যাথলিটরা। এবারের প্যারালিম্পিক্সে ৮৪ জন প্যারা অ্যাথলিটকে পাঠিয়েছে ভারত। এর মধ্যে ৫০ জন প্যারা অ্যাথলিট 'টার্গেট অলিম্পিক পোডিয়াম' প্রকল্পের মাধ্যমে উঠে এসেছেন। বৃহস্পতিবার প্রথম দিনই পদক জিততে পারেন ভারতীয়রা। তার আগে প্যারালিম্পিয়ানদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি 'এক্স' হ্যান্ডলে লিখেছেন, ‘১৪০ কোটি ভারতীয় প্যারিস প্যারালিম্পিক্সে যোগ দেওয়া ভারতীয়দের শুভেচ্ছা জানাচ্ছেন। প্রত্যেক অ্যাথলিটের সাহস ও দৃঢ়চেতা মানসিকতা সারা দেশের জন্য অনুপ্রেরণা। সবাই তাঁদের সাফল্য কামনা করছেন।’

প্যারালিম্পিয়ানদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

Latest Videos

১৯ অগাস্ট প্যারিস প্যারালিম্পিক্সের যোগ্যতা অর্জন করা ভারতীয় প্যারা অ্যাথলিটদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি প্যারা আর্চার শীতল দেবী, প্যারা শ্যুটার অবনী লেখারা, প্যারা হাই-জাম্পার মরিয়াপ্পান থঙ্গাভেলু, প্যারা অ্যাথলিট সুমিত আন্টিলের মতো তারকাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি প্যারা অ্যাথলিটদের সঙ্গে প্রায় এক ঘণ্টা কথা বলেন। প্যারা অ্যাথলিটদের প্যারিসে রেকর্ড ভেঙে দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী

 

 

প্যারালিম্পিক্সে প্যারিস অলিম্পিক্সের ব্যর্থতা দূর করার লক্ষ্যে ভারত

প্যারিস অলিম্পিক্সে ৫ ব্রোঞ্জ এবং ১ রুপো পায় ভারত। এবার প্যারিস প্যারালিম্পিক্সে আরও ভালো ফলের লক্ষ্যে ভারত। টোকিও প্যারালিম্পিক্সে ৫ সোনা, ৮ রুপো-সহ ১৯ পদক পায় ভারত। ১৯৬৮ সালে প্রথমবার প্যারালিম্পিক্সে যোগ দেয় ভারত। তারপর থেকে ২০১৬ পর্যন্ত মোট ১২ পদক জিতেছিলেন ভারতীয় প্যারা অ্যাথলিটরা। তবে টোকিও প্যারালিম্পিক্সে আরও ভালো ফল হয়। টোকিও প্যারালিম্পিক্সের চেয়ে প্যারিসে যোগ দিয়েছেন ৩০ জন বেশি ভারতীয় প্যারা অ্যাথলিট। ফলে এবার অন্তত ২৫ পদক জয়ের লক্ষ্যে ভারত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

প্যারিস অলিম্পিক্স থেকে বাতিল হওয়ার পরেও সোনার পদক পেলেন ভিনেশ ফোগট

বুধবার শুরু প্যারালিম্পিক্স, কঠোর প্রস্তুতিতে ব্যস্ত ভারতের প্যারা অ্যাথলিটরা

'২০৩৬ সালে অলিম্পিক্স আয়োজন ভারতের স্বপ্ন,' স্বাধীনতা দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

BJP Live: আর জি করের ঘটনার প্রতিবাদে BJP-র ধর্না, দেখুন সরাসরি
প্রাকৃতিক দুর্যোগে মাথায় হাত! প্রতিমা তৈরির খরচ বৃদ্ধিতে চিন্তিত মৃৎশিল্পীরা | Durga Puja 2024
'Literally আমাদের ঘাড় ধাক্কা দেওয়া হয়েছে' বিস্ফোরক চিকিৎসক অভিনেতা কিঞ্জল নন্দ | R G Kar Protest
আরও এক হাসপাতালের 'দুর্নীতি কাণ্ড' ফাঁস! যা জানালেন Samik Bhattacharya | BJP Protest | Kolkata |
মহামিছিলে জনজোয়ার! 'আর্জি নয়, দাবী কর' রাজপথে জুনিয়র ডাক্তারদের জনগর্জন | RG Kar Protest Rally |