হকি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র ভারতের

হকি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্পেনকে ২-০ গোলে হারিয়ে দেওয়ার পর দ্বিতীয় ম্যাচেইংল্যান্ডের বিরুদ্ধেও দারুণ লড়াই করল ভারতীয় দল। শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে সমানতালে লড়াই করে গেলেন হরমনপ্রীত সিং, অমিত রোহিদাসরা।

হকি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করল ভারত। গোলের অনেক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ভারত। ম্যাচ শেষ হওয়ার ১৯ সেকেন্ড আগে পেনাল্টি কর্নার পায় ইংল্যান্ড। অতীতে বারবার শেষমুহূর্তে গোল খেয়ে ম্যাচ হেরেছে ভারত। ফলে ম্যাচ শেষ হওয়ার ঠিক আগে ইংল্যান্ড পেনাল্টি কর্নার পাওয়ায় রাউরকেল্লার বীরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়ামের ২০ হাজার দর্শক উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন। কিন্তু তাঁদের স্বস্তি দিয়ে ইংল্যান্ডের শট পোস্টে লেগে ফিরে আসে। ফলে হার এড়াতে সক্ষম হয় ভারত। এই ম্যাচ ড্র হওয়ার ফলে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পুল ডি-র শীর্ষে থাকল ইংল্যান্ড। ভারতেরও পয়েন্ট ২ ম্যাচে ৪। কিন্তু গোলপার্থক্যে এগিয়ে ইংল্যান্ড। গ্রুপের শেষ ম্যাচে ওয়েলশকে বড় ব্যবধানে হারাতে পারলে গ্রুপের শীর্ষে থেকে সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে পারে ভারত। গ্রুপের শেষ ম্যাচে স্পেনের মুখোমুখি হবে ইংল্যান্ড। সেই ম্যাচের ফলও ভারতের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। রবিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ওয়েলশকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে স্পেন।

১৯ জানুয়ারি বিকেল ৫টায় গ্রুপে নিজেদের শেষ ম্যাচে স্পেনের মুখোমুখি হবে ইংল্যান্ড। এই ম্যাচ ড্র হলে বা স্পেন জিতলে ভারতের সুবিধা হবে। অন্তত ইংল্যান্ড বড় ব্যবধানে না জিতলেই ভালো। হরমনপ্রীত সিং, অমিত রোহিদাসদের সুবিধা হল, গ্রুপে তাঁদের শেষ ম্যাচ ১৯ জানুয়ারি সন্ধে ৭টায়। ফলে ইংল্যান্ড-স্পেন ম্যাচের ফল দেখে নিয়ে সেই অনুযায়ী খেলতে পারবে ভারত। ওয়েলশই এই গ্রুপের সবচেয়ে দুর্বল দল। ২ ম্যাচে ১০ গোল খেয়ে মাত্র ১ গোল করতে পেরেছে ওয়েলশ। ফলে ভারতের বড় ব্যবধানে না জেতার কোনও কারণ নেই।

Latest Videos

এদিন ম্যাচের শুরুতে ভারতের চেয়ে বল পজেশনে এগিয়েছিল ইংল্যান্ড। তবে ভারতের ডিফেন্ডাররা দুর্দান্ত পারফরম্যান্স দেখান। ফলে পাল্টা আক্রমণে ঝাঁপানোর সুযোগ পায় ভারত। সারা ম্যাচে ৮টি পেনাল্টি কর্নার পায় ইংল্যান্ড। কিন্তু তারপরেও গোল খায়নি ভারত। এই পরিসংখ্যানই ভারতের ডিফেন্ডারদের অদম্য মনোভাব বোঝানোর পক্ষে যথেষ্ট। ভারতও এদিন ৪টি পেনাল্টি কর্নার পায়। কিন্তু গোল করতে পারেনি ভারত। 

এবারের হকি বিশ্বকাপে প্রতিটি গ্রুপের শীর্ষে থাকা দলগুলি সরাসরি কোয়ার্টার ফাইনালে চলে যাবে। দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী দলগুলি কোয়ার্টার ফাইনালে জায়গা পাওয়ার জন্য লড়াই করবে। সরাসরি কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করাই ভারতের লক্ষ্য।

আরও পড়ুন-

তৃতীয় ম্যাচে ৩১৭ রানে জয় ভারতের, ওডিআই সিরিজে হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা

বাউন্ডারি আটকাতে গিয়ে সংঘর্ষ, মারাত্মক চোট পেলেন শ্রীলঙ্কার ২ ফিল্ডার

সৌদি আরবের ক্লাব আল-হিলালে সই করলে ২,৪০০ কোটি পেতে পারেন লিওনেল মেসি

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: বিরসা মুন্ডার জন্মদিনে মহা মিছিল শুভেন্দুর, দেখুন সরাসরি
Suvendu Adhikari Live: পূর্ব মেদিনীপুরের বাজকুলে জনসভা শুভেন্দুর, দেখুন সরাসরি
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি
'দুর্নীতি করবে বলেই এরা এই প্রকল্প চালু করেছে' ট্যাব দুর্নীতিতে সরব অধীর রঞ্জন চৌধুরী
ক্যামেরা ছিনিয়ে সাংবাদিকের উপর তাণ্ডব! তীব্র বিক্ষোভ মুর্শিদাবাদের রানিতলায় | Murshidabad News Today