পিএসজি ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের কোনও ক্লাবে সই করতে পারেন নেইমার, একনজরে সেরা ১০

ওড়িশায় চলছে হকি বিশ্বকাপ, দক্ষিণ আফ্রিকায় চলছে মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ, ভারত-শ্রীলঙ্কা ওডিআই সিরিজ, এসএ২০ লিগও চলছে। একনজরে খেলার সেরা ১০ খবর।

প্যারিস সাঁ জা ছেড়ে কি এবার ইংলিশ প্রিমিয়ার লিগের কোনও ক্লাবের হয়ে খেলতে দেখা যাবে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়রকে? ইউরোপের ফুটবল মহলে তেমনই জল্পনা শুরু হয়েছে। পিএসজি-র হয়ে এখনও পর্যন্ত ১৮৫ ম্যাচ খেলে ১০৫ গোল করেছেন নেইমার। তিনি চলতি মরসুমে অসাধারণ ফর্মে। লিগ ওয়ানে ১১টি এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ২ গোল করেছেন নেইমার। লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপের সঙ্গে নেইমারের যুগলবন্দি দলকে সাফল্য এনে দিচ্ছে। তবে নেইমার যদি পিএসজি ছাড়েন, তাহলে তাঁকে ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথমসারির দল ম্যাঞ্চেস্টার সিটিতে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন ব্রাজিলের প্রাক্তন তারকা রিভাল্ডো। বার্সেলোনার প্রাক্তন কোচ পেপ গুয়ার্দিওলা এখন ম্যান সিটির দায়িত্বে। সেই কারণেই নেইমারকে ম্যান সিটিতে যোগ দেওয়ার পরামর্শ দিচ্ছেন রিভাল্ডো। গুয়ার্দিওলা কোচ হিসেবে দারুণ সাফল্য পেয়েছেন। তিনি আক্রমণাত্মক ফুটবল পছন্দ করেন। সেই কারণেই নেইমারকে গুয়ার্দিওলার কোচিংয়ে খেলার পরামর্শ দিয়েছেন রিভাল্ডো।

রবিবার হকি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। প্রথম ম্যাচে স্পেনকে ২-০ গোলে হারিয়ে দিয়েছেন হরমনপ্রীত সিং, অভিষেকরা। নিজেদের প্রথম ম্যাচে ওয়েলশকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। ফলে ভারতের লড়াই সহজ হবে না।

Latest Videos

বিস্তারিত দেখুন-

ভারতীয় দলের কোচ গ্রাহাম রিড জানিয়েছেন, স্পেনের চেয়ে শক্তিশালী দল ইংল্যান্ড। ফলে হকি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ভারতের লড়াই কঠিন হবে। ভারতের অধিনায়ক হরমনপ্রীত সিং জানিয়েছেন, তাঁরা ইংল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি কর্নার আদায় করা এবং কাজে লাগানোর চেষ্টা করবেন।

মালয়েশিয়া ওপেনের সেমি ফাইনালে হেরে বিদায় নিলেন ভারতের সাত্বিকসাইরাজ রণকিরেড্ডি ও চিরাগ শেট্টি। শনিবার চিনের লিয়াং কেং ও ওয়াং চ্যাংয়ের কাছে ৩ সেটের লড়াইয়ে হেরে গিয়েছে ভারতীয় জুটি।

ইন্টার স্কুল টুর্নামেন্টে নতুন জাতীয় রেকর্ড গড়ল মহারাষ্ট্রের ১৩ বছর বয়সি যশ চাওদে। মুম্বই ইন্ডিয়ান্স আয়োজিত অনূর্ধ্ব-১৪ জুনিয়র ইন্টার-স্কুল ক্রিকেট কাপে সরস্বতী বিদ্যালয়ের হয়ে সিদ্ধেশ্বর বিদ্যালয়ের বিরুদ্ধে ১৭৮ বলে ৮১টি বাউন্ডারি ও ১৮টি ওভার-বাউন্ডারির সাহায্যে ৫০৮ রান করে অপরাজিত থাকে যশ। ক্রিকেটের ইতিহাসে দশম খেলোয়াড় হিসেবে এক ইনিংসে ৫০০ রান করার নজির গড়ল যশ।

বিয়ের জন্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ও টি-২০ সিরিজ থেকে আগেই ছুটি নেন কে এল রাহুল। এবার তাঁর সঙ্গে আথিয়া শেট্টির বিয়ের দিন জানা গেল। ২৩ জানুয়ারি মহারাষ্ট্রের খান্ডালায় আথিয়ার বাবা সুনীল শেট্টির বাবা সুনীল শেট্টির বাংলোয় হবে বিয়ে।

বিস্তারিত দেখুন-

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইউরোপের ক্লাব ফুটবল ছেড়ে পাড়ি জমিয়েছেন সৌদি আরবে। এবার লিওনেল মেসিকেও সই করাতে চাইছে আল-নাসরের প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলি। আল-হিলাল, আল-ইত্তিহাদের মতো দলগুলি মেসিকে বিপুল অঙ্কের আর্থিক প্রস্তাব দিতে চলেছে বলে শোনা যাচ্ছে।

বিস্তারিত দেখুন-

মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে সহজেই ৭ উইকেটে হারিয়ে দিল ভারত। অসাধারণ পারফরম্যান্স দেখালেন ওপেনার শ্বেতা সেহরাওয়াত। তিনি ৯২ রান করে অপরাজিত থাকেন। শেফালি ভার্মাও ভালো পারফরম্যান্স দেখান।

বিস্তারিত দেখুন-

রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। শনিবার ম্যাচের আগের দিন তিরুঅনন্তপুরমের পদ্মনাভস্বামী মন্দিরে গিয়ে পুজো দেন ভারতীয় ক্রিকেটাররা। সোশ্যাল মিডিয়ায় কুলদীপ যাদব, সূর্যকুমার যাদবদের পুজো দেওয়ার ছবি, ভিডিও ভাইরাল।

বিস্তারিত দেখুন-

আইএসএল-এর ম্যাচে ঘরের মাঠে মুম্বই সিটি এফসি-র কাছে ০-১ গোলে হেরে গেল এটিকে মোহনবাগান। ম্যাচের ৯ মিনিটে একমাত্র গোল করেন লালিয়ানজুয়ালা ছাংতে। অসাধারণ পারফরম্যান্স দেখান মুম্বইয়ের গোলকিপার ফুরবা লাচেনপা। তিনি একাধিক নিশ্চিত গোল বাঁচিয়ে দেন। 

বিস্তারিত দেখুন-

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar