হকি বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলে ম্যাচ জেতার ক্ষেত্রে নতুন রেকর্ড গড়ল নেদারল্যান্ডস। বৃহস্পতিবার পুল সি-র ম্যাচে চিলিকে ১৪-০ উড়িয়ে দিল ডাচরা। এতদিন হকি বিশ্বকাপের কোনও ম্যাচে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার। ২০১০ সালের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১২-০ জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে চিলির বিরুদ্ধে ম্যাচের ৪৯ মিনিটে ১৩ নম্বর গোল করে অস্ট্রেলিয়াকে ছাপিয়ে যায় নেদারল্যান্ডস। এরপর তারা আরও একটি গোল করে। এবারের হকি বিশ্বকাপে চ্য়াম্পিয়নের মতোই খেলছে ডাচরা। ৩ ম্যাচ খেলে তারা প্রতিটিতেই জয় পেয়েছে। তার চেয়েও বড় কথা, ৩ ম্যাচে ২২ গোল করে একটিও গোল খায়নি ডাচরা। মালয়েশিয়া, নিউজিল্যান্ড, চিলি, সব দলই ডাচদের কাছে পর্যুদস্ত হয়েছে। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এই গ্রুপে দ্বিতীয় স্থানে মালয়েশিয়া। ৩ ম্যাচে ১ জয় পেয়ে তৃতীয় স্থানে নিউজিল্যান্ড। চিলি ৩ ম্যাচই হেরে গেল।
হকি বিশ্বকাপে পুল ডি-র তৃতীয় ম্যাচে ওয়েলশকে ৪-২ গোলে হারিয়ে দিল ভারত। জোড়া গোল করেন আকাশদীপ সিং। একটি করে গোল করেন সামশের সিং ও হরমনপ্রীত সিং। পয়েন্ট সমান থাকলেও, ইংল্যান্ড গোলপার্থক্যে এগিয়ে থাকায় গ্রুপে দ্বিতীয় হল ভারত।
জাতীয় কুস্তি ফেডারেশন ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে নড়চড়ে বসল জাতীয় মহিলা কমিশন। বৃহস্পতিবার কমিশন জানিয়েছ, মহিলা কুস্তিগীররা চাইলে ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারেন।
কেন্দ্রীয় সরকার কুস্তি ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও সন্তুষ্ট নন কুস্তিগীররা। তাঁরা ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করার সিদ্ধান্ত নিয়েছেন। কুস্তিগীরদের দাবি, অবিলম্বে কুস্তি ফেডারেশন ভেঙে দিয়ে নতুন সংস্থা গড়তে হবে।
মালদ্বীপে ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার জন্য ৪০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিল ভারত। বৃহস্পতিবার এমনই জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। প্রতিবেশী দেশগুলিকে সাহায্য করার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কারণেই মালদ্বীপকে এই ঋণ দিল ভারত।
ভারত সফরে কোনও প্রস্তুতি ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়ে বিপাকে পড়তে পারে অস্ট্রেলিয়া দল। এমনই মত অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটকিপার ইয়ান হিলির। তাঁর মতে, ভারত সফরে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে অস্ট্রেলিয়ার প্রস্তুতি ম্যাচ খেলা উচিত ছিল।
বৃহস্পতিবার রিয়াধে প্যারিস সাঁ জা-র বিরুদ্ধে রিয়াধ সিজন টিমের ম্যাচ শুরু হওয়ার আগে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের সঙ্গে করমর্দন করলেন অমিতাভ বচ্চন। তিনি ম্যাচ শুরু হওয়ার আগে মাঠে নেমে ২ দলের ফুটবলারদের সঙ্গে পরিচিত হন।
অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন সানিয়া মির্জা। কাজাকস্তানের অ্যানা ড্যানিলিনাকে সঙ্গে নিয়ে প্রথম রাউন্ডে হাঙ্গেরির ডালমা গ্যালফি ও মার্কিন যুক্তরাষ্ট্রের বার্নার্ডা পেরাকে ৬-২, ৭-৫ ফলে হারিয়ে দিলেন সানিয়া। দ্বিতীয় রাউন্ডে অ্যালিসন ভ্যান ইউৎভ্যাঙ্ক ও অ্যানহিলিনা ক্যালিনিনার মুখোমুখি হবেন সানিয়ারা।
ইন্ডিয়া ওপেন সুপার ৭৫০ টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন সাইনা নেহওয়াল, লক্ষ্য সেন। ডেনমার্কের রাসমাস জেমকের বিরুদ্ধে ৩ গেমের লড়াইয়ে হেরে গেলেন লক্ষ্য। অলিম্পিক্সে সোনাজয়ী শেন ইউফেইয়ের কাছে হেরে গেলেন সাইনা। দেশের মাটিতে ভারতের কোনও শাটলারই ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না।
রঞ্জি ট্রফিতে হরিয়ানার বিরুদ্ধে ইনিংসে জয়ের পথে বাংলা। প্রথম ইনিংসে বাংলার ৪১৯ রানের জবাবে ১৬৩ রানে অলআউট হয়ে যায় হরিয়ানা। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে হরিয়ানার স্কোর ৭ উইকেটে ১৭৭। বাংলার চেয়ে ৭৯ রানে পিছিয়ে হরিয়ানা। এই ম্যাচে এখনও পর্যন্ত ৮ উইকেট নিয়েছেন বাংলার পেসার আকাশ দীপ।