বিশ্বের সবচেয়ে বড় হকি স্টিক, রেকর্ড গড়লেন বালুশিল্পী সুদর্শন পট্টনায়েক

ওড়িশায় চলছে হকি বিশ্বকাপ। এই প্রতিযোগিতা ঘিরে ভুবনেশ্বর ও রাউরকেল্লায় ক্রীড়াপ্রেমীদের মধ্যে প্রবল উন্মাদনা দেখা যাচ্ছে।

বিশ্বরেকর্ড গড়লেন ওড়িশার বিখ্যাত বালুশিল্পী সুদর্শন পট্টনায়েক। তিনি বালি দিয়ে বিশ্বের সবচেয়ে বড় হকি স্টিক তৈরি করেছেন। 'ওয়ার্ল্ড রেকর্ডস ইন্ডিয়া' নামে একটি অলাভজনক সংস্থা সুদর্শনকে এই স্বীকৃতি দিয়েছে। এই বালুশিল্পী জানিয়েছেন, তিনি ১০৫ ফুট লম্বা একটি হকি স্টিক তৈরি করেছেন। পুরোটাই করা হয়েছে বালি দিয়ে। হকি স্টিকের উপর ৫,০০০ হকি বল রয়েছে। কটকে মহানদীর পাড়ে গড়ে তোলা হয়েছে এই ভাস্কর্য। বালি দিয়ে বিশাল হকি স্টিক ছাড়াও একটি হকি মাঠও তৈরি করেছেন সুদর্শন। তিনি জানিয়েছেন, ‘ওয়ার্ল্ড রেকর্ডস ইন্ডিয়া থেকে এই সার্টিফিকেট পেয়ে আমি খুব খুশি।’ ওড়িশার ক্রীড়াপ্রেমীরা হকি বিশ্বকাপ নিয়ে মেতে আছেন। ভুবনেশ্বর ও রাউরকেল্লায় চলছে হকি বিশ্বকাপের ম্যাচগুলি। ভারতীয় দল এই বিশ্বকাপে বেশ ভালো পারফরম্যান্স দেখাচ্ছে। এরই মধ্যে বিশ্বের সবচেয়ে বড় হকি স্টিক তৈরি করে বিশ্বকাপ নিয়ে উন্মাদনা অনেকটা বাড়িয়ে দিলেন সুদর্শন। ওড়িশা-সহ সারা দেশের ক্রীড়াপ্রেমীরাই এই হকি স্টিক দেখে খুশি।

এদিকে, হকি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছেন ভারতের মিডফিল্ডার হার্দিক সিং। তাঁর এমআরআই করা হয়েছে। সেই রিপোর্টে জানা গিয়েছে, হ্যামস্ট্রিংয়ের চোট গুরুতর নয়। বৃহস্পতিবার গ্রুপের শেষ ম্যাচে ওয়েলশের বিরুদ্ধে হার্দিকের খেলা অনিশ্চিত। তবে ভারতীয় দল যদি সরাসরি কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারে, তাহলে সেই ম্যাচে খেলতে পারেন হার্দিক। স্পেনের বিরুদ্ধে অসাধারণ গোল করেন হার্দিক। তারপর ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের শেষদিকে তিনি চোট পান। হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য তাঁকে তুলে নিতে বাধ্য় হন ভারতের কোচ গ্রাহাম রিড। এরপর জানা যায়, হার্দিককে পর্যবেক্ষণে রাখা হয়েছে। মঙ্গলবার তাঁর এমআরআই রিপোর্ট পাওয়া গেল।

Latest Videos

ভারতের তরুণ স্ট্রাইকার অভিষেক বলেছেন, ‘হার্দিকের চোট সেরে যাবে। ওর এমআরআই হয়েছে। এমআরআই রিপোর্টে খারাপ কিছু নেই। ওর সামান্য চোট রয়েছে। ওর পেশিতে টান ধরেছে। গুরুতর চোট পায়নি হার্দিক। ও কোয়ার্টার ফাইনালের আগে ঠিক হয়ে যাবে। ওয়েলশের বিরুদ্ধে ও খেলতে পারবে কি না সেটা বলতে পারছি না। এখনও ২ দিন আছে। ওর চোট কতটা সেরে যায়, তার উপর ওয়েলশের বিরুদ্ধে খেলা নির্ভর করছে।’

ভারতের প্রাক্তন অধিনায়ক মনপ্রীত সিং বলেছেন, ‘হার্দিক এখন ভালো আছে। ওর চোট গুরুতর নয়। ওর একটু বিশ্রাম দরকার। আশা করি ও দ্রুত মাঠে ফিরবে।’

আরও পড়ুন-

উত্তরাখণ্ডের পার্বত্য অঞ্চলে অ্যাডভেঞ্চার স্পোর্টস, সাহায্যে এগিয়ে এল ভারতীয় সেনা

ভারতে খেললে মনে হয় দেশেই আছি, বললেন স্প্যানিশ শাটলার ক্যারোলিনা মারিন

হকি বিশ্বকাপে পরপর ২ ম্যাচে ভালো পারফরম্যান্স, খুশি ভারতের কোচ গ্রাহাম রিড

Share this article
click me!

Latest Videos

'ট্যাব কেলেঙ্কারিতে মমতা ও আইপ্যাক যুক্ত' বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
'চুরি হবে অথচ তৃণমূলের নাম আসবে না তা হয় কখনও!' ট্যাব দুর্নীতিতে মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত!
ইসকনের পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কড়া বার্তা দিলেন বাংলাদেশকে? Narendra Modi
Suvendu Adhikari Live: বিরসা মুন্ডার জন্মদিনে মহা মিছিল শুভেন্দুর, দেখুন সরাসরি
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি