অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে জয় নাদাল, সিয়াটেকের, একনজরে সেরা ১০

সোমবার শুরু হয়েছে অস্ট্রেলিয়ান ওপেন। প্রথম রাউন্ডে জয় পেলেন রাফায়েল নাদাল, ড্যানিল মেদভেদেভ, ইগা সিয়াটেক। প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন স্ট্যানিস্লাস ওয়ারিঙ্কা।

অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে জয় পেলেন গতবারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল ও রানার্স ড্যানিল মেদভেদেভ। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের প্রথম দিন ৪ সেটের লড়াইয়ে জ্যাক ড্র্যাপারকে হারিয়ে দিয়েছেন। ব্রিটিশ টেনিস তারকা ড্র্যাপার সুস্থ ছিলেন না। নাদালের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন বারবার চিকিৎসা করাতে হয় ড্র্যাপারকে। তাঁর বিরুদ্ধে জয় পেতে নাদালের খুব বেশি সমস্যা হয়নি। তাঁর পক্ষে ম্যাচের ফল ৭-৫, ২-৬, ৬-৪, ৬-১। দ্বিতীয় সেট হেরে গেলেও, তারপর ঘুরে দাঁড়িয়ে জয় পান নাদাল। মেদভেদেভ অবশ্য সহজ জয়ই পেয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের খেলোয়াড় মার্কোস জিরনকে স্ট্রেট সেটে হারিয়ে দেন মেদভেদেভ। তাঁর পক্ষে ম্যাচের ফল ৬-০, ৬-১, ৬-২। মহিলা সিঙ্গলসের প্রথম রাউন্ডে জয় পেয়েছেন বিশ্বের এক নম্বর ইগা সিয়াটেক। তিনি হারিয়ে দিয়েছেন জার্মানির জুল নিমেইয়ারকে। সিয়াটেকের পক্ষে ম্যাচের ফল ৬-৪, ৭-৫। গত বছর উইম্বলডন ও ইউএস ওপেন জিতেছেন সিয়াটেক। এবার অস্ট্রেলিয়ান ওপেনেও তিনি ফেভারিট।

অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন ৩ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন সুইৎজারল্যান্ডের স্ট্যানিস্লাস ওয়ারিঙ্কা। তিনি টানা ৪টি গ্র্যান্ড স্ল্যামে প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন। অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে ওয়ারিঙ্কাকে হারিয়ে দিলেন স্লোভাকিয়ার অ্যালেক্স মলক্যান।

Latest Videos

বৃহস্পতিবার হকি বিশ্বকাপে পুল ডি-র তৃতীয় ম্যাচে ওয়েলশের মুখোমুখি হবে ভারত। সেই ম্যাচে বড় ব্যবধানে জয় পেলে গ্রুপের শীর্ষে থেকে সরাসরি কোয়ার্টার ফাইনালে চলে যেতে পারে ভারত। এবারের হকি বিশ্বকাপে এখনও পর্যন্ত গোল খায়নি ভারত।  এতে সন্তোষ প্রকাশ করেছেন ভারতের কোচ গ্রাহাম রিড।

বিস্তারিত দেখুন-

স্প্যানিশ সুপার কাপ ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৩-১ গোলে হারিয়ে ২০২১ সালের পর প্রথমবার ট্রফি জিতল বার্সেলোনা। লিওনেল মেসি ক্লাব ছাড়ার পর প্রথম কোনও ট্রফি পেল বার্সা। এই নিয়ে ১৪ বার স্প্যানিশ সুপার কাপ জিতল মেসির পুরনো ক্লাব।

বিস্তারিত দেখুন-

বৃহস্পতিবার সৌদি আরবের রাজধানী রিয়াধে লিওনেল মেসি-ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর লড়াই। প্যারিস সাঁ জা-র বিরুদ্ধে লড়াইয়ে আল-নাসর ও আল-হিলারের ফুটবলারদের নিয়ে গঠিত দলের অধিনায়ক করা হল রোনাল্ডোকে। তাঁর হাতে অধিনায়কের আর্মব্যান্ড তুলে দেওয়া হয়েছে।

বিস্তারিত দেখুন-

সংযুক্ত আরব আমিরশাহিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কর্তাদের সঙ্গে দেখা করলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নজম শেঠি। এশিয়া কাপ নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। বিসিসিআই সচিব জয় শাহের সঙ্গেও দেখা করতে চান পিসিবি চেয়ারম্যান। 

গাড়ি দুর্ঘটনার পর সোমবার প্রথম সোশ্যাল মিডিয়া পোস্টে অনুরাগীদের ধন্যবাদ জানালেন ঋষভ পন্থ। পাশে থাকার জন্য বিসিসিআই সচিব জয়, শাহকেও ধন্যবাদ জানিয়েছেন ঋষভ। তিনি জানিয়েছেন, অস্ত্রোপচারের পর অনেকটা সুস্থ হয়ে উঠেছেন। 

বিস্তারিত দেখুন-

পাকিস্তানের এক ক্রিকেটারের বান্ধবীকে যৌনতা বিষয়ক বার্তা পাঠানোর অভিযোগ উঠল পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় তাঁর ব্যক্তিগত ছবি, কথোপকথনের অডিও রেকর্ডিং ভাইরাল। এই ঘটনার পর পাকিস্তানের অধিনায়কত্ব হারাতে পারেন বাবর।

বিস্তারিত দেখুন-

মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সহজেই সংযুক্ত আরব আমিরশাহিকে ১২২ রানে হারিয়ে দিল ভারতীয় দল। এই জয়ে বড় অবদান থাকল বাংলার উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষের। ৪৯ রান করেন রিচা। ভালো পারফরম্যান্স দেখান অধিনায়ক শেফালি ভার্মা।

বিস্তারিত দেখুন-

বিপুল অর্থের বিনিময়ে ৫ বছরের জন্য মহিলাদের আইপিএল-এর মিডিয়া রাইটস পেল ভায়াকম ১৮ প্রাইভেট লিমিটেড। ২০২৩ থেকে ২০২৭ পর্যন্ত মহিলাদের আইপিএল-এর মিডিয়া রাইটস পেল এই সংস্থা। প্রতি ম্যাচে ৭.০৯ কোটি টাকা পাচ্ছে বিসিসিআই।

বিস্তারিত দেখুন-

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia